ETV Bharat / sports

রক্ষণে গলদ ! প্রথমার্ধে পিছিয়ে ইস্টবেঙ্গল, পাহাড় জয়ে হাতে আরও 45 মিনিট - Durand Cup Quarter Final - DURAND CUP QUARTER FINAL

East Bengal in Durand Cup 2024: কোয়ার্টার ফাইনালে আজ ইস্টবেঙ্গলের সামনে শিলং লাজং এফসি ৷ জিতলেই সেমি-ফাইনাল । প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে লাল-হলুদ ৷

East Bengal
প্রথমার্ধে পিছিয়ে ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 7:54 PM IST

কলকাতা, 21 অগস্ট: লাজংয়ের বিরুদ্ধে ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল ৷ ম্যাচের শুরুতেই লাজংয়ের হয়ে গোল করেন মার্কোস রুদওয়ারে ৷ লাজংয়ের বিরুদ্ধে শেষ সাক্ষাতে পাঁচ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল । এদিন ফরোয়ার্ডরা ঠিকমতো ফিনিশ করতে পারলে প্রথমার্ধেই 3 গোলে এগিয়ে যেত পাহাড়ের ছেলেরা ৷ দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে রক্ষণ জমাট করতে হবে লাল-হলুদকে ৷

পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাওয়ায় চনমনে লাল-হলুদ ফুটবলাররা । ফুরফুরে মেজাজেই মঙ্গলবার শেষ মহড়া সেরেছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তোকোস, মাদিহ তালাল, ডেভিডরা ৷ শেষ আটের ম্যাচে কার্লেস কুয়াদ্রাতের দলের লক্ষ্য একটাই, নব্বই মিনিটের মধ্যে ম্যাচের এসপার ওসপার ৷ কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গলের সিনিয়র দল এখনও অবধি তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে ৷ তারমধ্যে দু’টি জয়, একটি হার ৷ তিন ম্যাচে ইস্টবেঙ্গল গোল করেছে আট’টি । গোল হজম করেছে পাঁচটি ৷ অর্থাৎ রক্ষণে এখনও গলদ রয়েছে ৷ কোনও সন্দেহ নেই এবার ইস্টবেঙ্গলের আক্রমণভাগ গত কয়েকবছরের তুলনায় শক্তিশালী । ডেভিড, তালাল, দিয়ামান্তোকোসরা দলে যোগ দেওয়ায় শক্তিই বাড়েনি, বৈচিত্র্যও বেড়েছে আক্রমণ শৈলীতে ।

আক্রমণভাগের তিন ফুটবলারই গোলের মধ্যে আছেন । মাঝমাঠে তালাল শুধু গোল করছেনই না, গোল করাচ্ছেনও । ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও তিন ম্যাচে তিনটি গোল করেছেন সউল ক্রেসপো ৷ রক্ষণ এবং আক্রমণের ভারসাম্য রাখার কাজটা করে চলেছেন ৷ দলে তাঁর মতো বৈচিত্রপূর্ণ ফুটবলার থাকায় বাড়তি সুবিধা হচ্ছে কুয়াদ্রাতের ৷ ফলে যেকোনও সময় ম্যাচে ফিরতে পারে ইস্টবেঙ্গল ৷

কলকাতা, 21 অগস্ট: লাজংয়ের বিরুদ্ধে ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল ৷ ম্যাচের শুরুতেই লাজংয়ের হয়ে গোল করেন মার্কোস রুদওয়ারে ৷ লাজংয়ের বিরুদ্ধে শেষ সাক্ষাতে পাঁচ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল । এদিন ফরোয়ার্ডরা ঠিকমতো ফিনিশ করতে পারলে প্রথমার্ধেই 3 গোলে এগিয়ে যেত পাহাড়ের ছেলেরা ৷ দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে রক্ষণ জমাট করতে হবে লাল-হলুদকে ৷

পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাওয়ায় চনমনে লাল-হলুদ ফুটবলাররা । ফুরফুরে মেজাজেই মঙ্গলবার শেষ মহড়া সেরেছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তোকোস, মাদিহ তালাল, ডেভিডরা ৷ শেষ আটের ম্যাচে কার্লেস কুয়াদ্রাতের দলের লক্ষ্য একটাই, নব্বই মিনিটের মধ্যে ম্যাচের এসপার ওসপার ৷ কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গলের সিনিয়র দল এখনও অবধি তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে ৷ তারমধ্যে দু’টি জয়, একটি হার ৷ তিন ম্যাচে ইস্টবেঙ্গল গোল করেছে আট’টি । গোল হজম করেছে পাঁচটি ৷ অর্থাৎ রক্ষণে এখনও গলদ রয়েছে ৷ কোনও সন্দেহ নেই এবার ইস্টবেঙ্গলের আক্রমণভাগ গত কয়েকবছরের তুলনায় শক্তিশালী । ডেভিড, তালাল, দিয়ামান্তোকোসরা দলে যোগ দেওয়ায় শক্তিই বাড়েনি, বৈচিত্র্যও বেড়েছে আক্রমণ শৈলীতে ।

আক্রমণভাগের তিন ফুটবলারই গোলের মধ্যে আছেন । মাঝমাঠে তালাল শুধু গোল করছেনই না, গোল করাচ্ছেনও । ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও তিন ম্যাচে তিনটি গোল করেছেন সউল ক্রেসপো ৷ রক্ষণ এবং আক্রমণের ভারসাম্য রাখার কাজটা করে চলেছেন ৷ দলে তাঁর মতো বৈচিত্রপূর্ণ ফুটবলার থাকায় বাড়তি সুবিধা হচ্ছে কুয়াদ্রাতের ৷ ফলে যেকোনও সময় ম্যাচে ফিরতে পারে ইস্টবেঙ্গল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.