ETV Bharat / sports

বেহাল রক্ষণ ! ভুটানে প্রথমার্ধে পিছিয়ে লাল-হলুদ

মরশুমের শুরু থেকে লাগাতার ব্যর্থতা ৷ টানা আট ম্যাচে হার ৷ ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ জিতে সেই ব্যর্থতা মুছতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল ৷

east bengal
ভুটানে প্রথমার্ধে পিছিয়ে লাল-হলুদ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 26, 2024, 5:21 PM IST

Updated : Oct 26, 2024, 5:43 PM IST

থিম্পু, 26 অক্টোবর: ম্যাচের 5 মিনিটেই মাদিহ তালালের গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ৷ সেই লিড লাল-হলুদ ডিফেন্স ধরে রাখল মাত্র 3 মিনিট ৷ প্রভাত লাকরার ভুলে স্পটকিক থেকে সমতায় ফিরল পারো এফসি ৷ উইলিয়াম অ্যাসিয়েদুর জোরালো শটের ঠিকানা বুঝতে পারেননি গোলরক্ষক প্রভসুখন গিল ৷ প্রথমার্ধের শেষে ব্যবধান বাড়ান ইভান্স অ্যাসান্তে ৷

আইএসএলে হারের ডাবল হ্যাটট্রিক ৷ এএফসি, ডুরান্ড মিলিয়ে সংখ্য়াটা টানা আট ৷ শতাব্দীপ্রাচীন ক্লাব এই লজ্জায় আগে পড়েনি ৷ এমতাবস্থায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল ৷ ভুটানের ক্লাবের বিরুদ্ধে জিতে হারের দৌড় শেষ করতে বদ্ধপরিকর লাল-হলুদ ব্রিগেড ৷

পারো এফসি'র বিরুদ্ধে ম্যাচের আগে রেজিস্ট্রেশন জটিলতায় শুক্রবার সাংবাদিক সম্মেলন করতে পারেননি কোচ অস্কার ব্রুজো ৷ ফলে আজ তিনি বেঞ্চে বসতে পারবেন কি না, তাও অনিশ্চিত ছিল ৷ যদিও শেষ পর্যন্ত সমস্ত জটিলতা কাটিয়ে তিনি বেঞ্চেই রয়েছেন ৷

আরও পড়ুন:

থিম্পু, 26 অক্টোবর: ম্যাচের 5 মিনিটেই মাদিহ তালালের গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ৷ সেই লিড লাল-হলুদ ডিফেন্স ধরে রাখল মাত্র 3 মিনিট ৷ প্রভাত লাকরার ভুলে স্পটকিক থেকে সমতায় ফিরল পারো এফসি ৷ উইলিয়াম অ্যাসিয়েদুর জোরালো শটের ঠিকানা বুঝতে পারেননি গোলরক্ষক প্রভসুখন গিল ৷ প্রথমার্ধের শেষে ব্যবধান বাড়ান ইভান্স অ্যাসান্তে ৷

আইএসএলে হারের ডাবল হ্যাটট্রিক ৷ এএফসি, ডুরান্ড মিলিয়ে সংখ্য়াটা টানা আট ৷ শতাব্দীপ্রাচীন ক্লাব এই লজ্জায় আগে পড়েনি ৷ এমতাবস্থায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল ৷ ভুটানের ক্লাবের বিরুদ্ধে জিতে হারের দৌড় শেষ করতে বদ্ধপরিকর লাল-হলুদ ব্রিগেড ৷

পারো এফসি'র বিরুদ্ধে ম্যাচের আগে রেজিস্ট্রেশন জটিলতায় শুক্রবার সাংবাদিক সম্মেলন করতে পারেননি কোচ অস্কার ব্রুজো ৷ ফলে আজ তিনি বেঞ্চে বসতে পারবেন কি না, তাও অনিশ্চিত ছিল ৷ যদিও শেষ পর্যন্ত সমস্ত জটিলতা কাটিয়ে তিনি বেঞ্চেই রয়েছেন ৷

আরও পড়ুন:

Last Updated : Oct 26, 2024, 5:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.