ETV Bharat / sports

সময় বদলে 10 মার্চেই কলকাতা ডার্বির ফিরতি ম্যাচ - আইএসএল

East Bengal vs Mohun Bagan Kolkata Derby: সময় পরবির্তন হল কলকাতা ডার্বির ৷ আগামী 10 মার্চেই হবে আইএসএলের ফিরতি ডার্বি ম্যাচ ৷ কিন্তু, সময় বদল করল আইএসএল কর্তৃপক্ষ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 2:22 PM IST

Updated : Mar 5, 2024, 3:37 PM IST

কলকাতা, 5 মার্চ: সব জল্পনার অবসান ৷ অবশেষে আগামী 10 মার্চেই হতে চলেছে আইএসএলের ফিরতি ডার্বি ৷ তবে, নতুন সময় নির্ধারণ করা হয়েছে ম্যাচের ৷ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটার বদলে শুরু হতে চলেছে রাত 8টা 30 মিনিটে ৷ এফএসডিএলের সম্মতির পর, মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ফের বিধাননগর কমিশনারেটের সঙ্গে বৈঠকে বসে ৷ সেখানে পরিস্থিতি নিয়ে পুলিশ কর্তাদের বোঝানো হয় ৷ তারপরেই কলকাতা ডার্বি রাত সাড়ে আটটার সময় করতে রাজি হয় প্রশাসন ৷

উল্লেখ্য, আইএসএলের ফিরতি কলকাতা ডার্বি 10 মার্চ যুবভারতীতে হবে, তা সোমবারই ঠিক হয়ে গিয়েছিল ৷ কিন্তু, সময় নিয়ে মতভেদ তৈরি হয় ৷ প্রথমে ইস্টবেঙ্গলের প্রস্তাব অনুযায়ী, বিধাননগর কমিশনারেট রাত 9টায় ম্যাচ আয়োজন করতে সম্মত হয় ৷ কিন্তু, আইএসএলের প্রধান আয়োজক এফএসডিএল টিভি সম্প্রচারের বিষয়টিকে মাথায় রেখে রাত 9টায় ম্যাচ আয়োজনে আপত্তি জানায় ৷ এফএলডিএল জানিয়ে দেয়, সন্ধ্যে সাড়ে সাতটার বদলে তারা 8টায় ম্যাচ আয়োজনে রাজি ৷

সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব রাত সাড়ে আটটায় ম্যাচ আয়োজনের আবেদন জানায় ৷ আজ এফএসডিএল সেই আবেদন মঞ্জুর করেছে ৷ তারপরেই পরিস্থিতি বোঝাতে মঙ্গলবার ফের বৈঠক হয় ইস্টবেঙ্গল এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের ৷ সেখানেই 10 মার্চ রাত সাড়ে আটটায় ডার্বি আয়োজনে সিলমোহর পড়ে ৷

কেন এই সমস্যা ? 10 মার্চ দুপুরে ব্রিগেডে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের জনসভা রয়েছে ৷ সেই সভার কারণে ডার্বি আয়োজনের ব্যাপারে বিধাননগর পুলিশ কমিশনারেট অরাজি ছিল ৷ কিন্তু, প্রাথমিকভাবে সম্মতির পরে শেষমুহূর্তে বিধাননগর কমিশনারেট বেঁকে বসায় মাথায় হাত পড়ে ইস্টবেঙ্গল এফসির ৷ যদিও, পুলিশের তরফে বলা হয়েছিল 10 মার্চের বদলে 11 মার্চ ডার্বি আয়োজনে তাদের কোনও আপত্তি নেই ৷ কিন্তু, এফএসডিএল তাদের এই প্রস্তাব খারিজ করে দেয় ৷ এই অবস্থায় 9 মার্চ ডার্বি আয়োজনের প্রস্তাব দেওয়া হয় ৷ কিন্তু, এবার পুলিশ নাকচ করে ৷

এই অবস্থায় কলকাতার বাইরে ডার্বি নিয়ে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ ভূবনেশ্বর বা জামশেদপুরের মধ্যে যেকোনও একটি শহরে ডার্বি আয়োজন করার কথা চলছিল ৷ শেষ পর্যন্ত জামশেদপুরে ডার্বি হবে, এমনটা প্রায় ঠিক হয়ে যায় ৷ কিন্তু, সোমবার সন্ধ্যায় পরিস্থিতি বদলাতে শুরু করে ৷ ভূবনেশ্বর বা জামশেদপুর নয়, তারিখ বদলও নয় ৷ শুধু সময় বদল করেই ডার্বি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷ সন্ধ্যা সাড়ে সাতটার বদলে ম্যাচ হবে রাত সাড়ে আটটায় ৷

ফিরতি ডার্বি ঘিরে ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ কারণ, প্রথম ছয়ে দলে জায়গা পেতে ইস্টবেঙ্গলের জয় জরুরি ৷ একইভাবে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে ডার্বির সম্মান পুনরুদ্ধারের লড়াই ৷ পয়েন্ট টেবিলে তাদের লক্ষ্য শীর্ষে ওঠা ৷ তাই সমর্থকদের ডার্বি ঘিরে উত্তেজনা রয়েছে ৷ প্রথম ডার্বি আয়োজন করে রেকর্ড অর্থ আয় করেছে সুপার জায়ান্ট কর্তৃপক্ষ ৷ ইস্টবেঙ্গলের লগ্নিকারীরা একইভাবে কলকাতা ডার্বি আয়োজন করে লাভের মুখ দেখতে চাইছে ৷ কলকাতার বাইরে ডার্বি চলে গেলে সেই পরিকল্পনা ধাক্কা খেত ৷

এবার দ্রুত টিকিট ছাপা এবং বিক্রির ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে ইস্টবেঙ্গলে ৷ বেশি রাতে সমর্থকরা যাতে বাড়ি ফিরতে অসুবিধায় না পড়েন, সেই ব্যাপারে পরিবহন মন্ত্রীর দ্বারস্থ হচ্ছে লাল-হলুদ কর্তৃপক্ষ ৷ বাড়তি বাস চালানোর অনুরোধ করা হচ্ছে ৷ একইভাবে রবিবার মেট্রো পরিষেবা চালু রাখার অনুরোধও ইস্টবেঙ্গলের তরফে করা হবে কলকাতা মেট্রো রেলের কাছে ৷

আরও পড়ুন:

  1. কলকাতার মতো ডার্বির পরিবেশ অন্য কোথাও পাওয়া সম্ভব নয়; কুয়াদ্রাত
  2. জট কেটে যুবভারতীতেই ডার্বি ? পিছল ম্যাচের সময়; এখনও সম্মতি দেয়নি এফএসডিএল
  3. ডার্বি আয়োজনে জটিলতা কাটার পথে, বিকল্প পথ নিয়ে মরিয়া চেষ্টা

কলকাতা, 5 মার্চ: সব জল্পনার অবসান ৷ অবশেষে আগামী 10 মার্চেই হতে চলেছে আইএসএলের ফিরতি ডার্বি ৷ তবে, নতুন সময় নির্ধারণ করা হয়েছে ম্যাচের ৷ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটার বদলে শুরু হতে চলেছে রাত 8টা 30 মিনিটে ৷ এফএসডিএলের সম্মতির পর, মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ফের বিধাননগর কমিশনারেটের সঙ্গে বৈঠকে বসে ৷ সেখানে পরিস্থিতি নিয়ে পুলিশ কর্তাদের বোঝানো হয় ৷ তারপরেই কলকাতা ডার্বি রাত সাড়ে আটটার সময় করতে রাজি হয় প্রশাসন ৷

উল্লেখ্য, আইএসএলের ফিরতি কলকাতা ডার্বি 10 মার্চ যুবভারতীতে হবে, তা সোমবারই ঠিক হয়ে গিয়েছিল ৷ কিন্তু, সময় নিয়ে মতভেদ তৈরি হয় ৷ প্রথমে ইস্টবেঙ্গলের প্রস্তাব অনুযায়ী, বিধাননগর কমিশনারেট রাত 9টায় ম্যাচ আয়োজন করতে সম্মত হয় ৷ কিন্তু, আইএসএলের প্রধান আয়োজক এফএসডিএল টিভি সম্প্রচারের বিষয়টিকে মাথায় রেখে রাত 9টায় ম্যাচ আয়োজনে আপত্তি জানায় ৷ এফএলডিএল জানিয়ে দেয়, সন্ধ্যে সাড়ে সাতটার বদলে তারা 8টায় ম্যাচ আয়োজনে রাজি ৷

সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব রাত সাড়ে আটটায় ম্যাচ আয়োজনের আবেদন জানায় ৷ আজ এফএসডিএল সেই আবেদন মঞ্জুর করেছে ৷ তারপরেই পরিস্থিতি বোঝাতে মঙ্গলবার ফের বৈঠক হয় ইস্টবেঙ্গল এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের ৷ সেখানেই 10 মার্চ রাত সাড়ে আটটায় ডার্বি আয়োজনে সিলমোহর পড়ে ৷

কেন এই সমস্যা ? 10 মার্চ দুপুরে ব্রিগেডে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের জনসভা রয়েছে ৷ সেই সভার কারণে ডার্বি আয়োজনের ব্যাপারে বিধাননগর পুলিশ কমিশনারেট অরাজি ছিল ৷ কিন্তু, প্রাথমিকভাবে সম্মতির পরে শেষমুহূর্তে বিধাননগর কমিশনারেট বেঁকে বসায় মাথায় হাত পড়ে ইস্টবেঙ্গল এফসির ৷ যদিও, পুলিশের তরফে বলা হয়েছিল 10 মার্চের বদলে 11 মার্চ ডার্বি আয়োজনে তাদের কোনও আপত্তি নেই ৷ কিন্তু, এফএসডিএল তাদের এই প্রস্তাব খারিজ করে দেয় ৷ এই অবস্থায় 9 মার্চ ডার্বি আয়োজনের প্রস্তাব দেওয়া হয় ৷ কিন্তু, এবার পুলিশ নাকচ করে ৷

এই অবস্থায় কলকাতার বাইরে ডার্বি নিয়ে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ ভূবনেশ্বর বা জামশেদপুরের মধ্যে যেকোনও একটি শহরে ডার্বি আয়োজন করার কথা চলছিল ৷ শেষ পর্যন্ত জামশেদপুরে ডার্বি হবে, এমনটা প্রায় ঠিক হয়ে যায় ৷ কিন্তু, সোমবার সন্ধ্যায় পরিস্থিতি বদলাতে শুরু করে ৷ ভূবনেশ্বর বা জামশেদপুর নয়, তারিখ বদলও নয় ৷ শুধু সময় বদল করেই ডার্বি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷ সন্ধ্যা সাড়ে সাতটার বদলে ম্যাচ হবে রাত সাড়ে আটটায় ৷

ফিরতি ডার্বি ঘিরে ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ কারণ, প্রথম ছয়ে দলে জায়গা পেতে ইস্টবেঙ্গলের জয় জরুরি ৷ একইভাবে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে ডার্বির সম্মান পুনরুদ্ধারের লড়াই ৷ পয়েন্ট টেবিলে তাদের লক্ষ্য শীর্ষে ওঠা ৷ তাই সমর্থকদের ডার্বি ঘিরে উত্তেজনা রয়েছে ৷ প্রথম ডার্বি আয়োজন করে রেকর্ড অর্থ আয় করেছে সুপার জায়ান্ট কর্তৃপক্ষ ৷ ইস্টবেঙ্গলের লগ্নিকারীরা একইভাবে কলকাতা ডার্বি আয়োজন করে লাভের মুখ দেখতে চাইছে ৷ কলকাতার বাইরে ডার্বি চলে গেলে সেই পরিকল্পনা ধাক্কা খেত ৷

এবার দ্রুত টিকিট ছাপা এবং বিক্রির ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে ইস্টবেঙ্গলে ৷ বেশি রাতে সমর্থকরা যাতে বাড়ি ফিরতে অসুবিধায় না পড়েন, সেই ব্যাপারে পরিবহন মন্ত্রীর দ্বারস্থ হচ্ছে লাল-হলুদ কর্তৃপক্ষ ৷ বাড়তি বাস চালানোর অনুরোধ করা হচ্ছে ৷ একইভাবে রবিবার মেট্রো পরিষেবা চালু রাখার অনুরোধও ইস্টবেঙ্গলের তরফে করা হবে কলকাতা মেট্রো রেলের কাছে ৷

আরও পড়ুন:

  1. কলকাতার মতো ডার্বির পরিবেশ অন্য কোথাও পাওয়া সম্ভব নয়; কুয়াদ্রাত
  2. জট কেটে যুবভারতীতেই ডার্বি ? পিছল ম্যাচের সময়; এখনও সম্মতি দেয়নি এফএসডিএল
  3. ডার্বি আয়োজনে জটিলতা কাটার পথে, বিকল্প পথ নিয়ে মরিয়া চেষ্টা
Last Updated : Mar 5, 2024, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.