কলকাতা, 6 ডিসেম্বর: একটা জয় লাল-হলুদ সাজঘরের আবহ বদলে দিয়েছে । যদিও কোচ অস্কার ব্রুঁজো মেনে নিচ্ছেন, এখনও দলে প্রভূত উন্নতির প্রয়োজন রয়েছে । তারমধ্যেই চিন্তা বাড়িয়েছে হেক্টর ইউস্তের প্র্যাকটিসে অনুপস্থিতি । শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ন’নম্বর ম্যাচ খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গল । তার আগে অনুশীলনে হেক্টর ইউস্তের না-থাকা ফের চোট সমস্যা ফের জল্পনা তৈরি করল ।
ইস্টবেঙ্গলে কার্ড সমস্যারও ভ্রুকুটি রয়েছে । হিজাজি মাহের, হেক্টর ইউস্তে, সাউল ক্রেসপো এবং ক্লেইটন সিলভা তিনটি করে কার্ড দেখে রয়েছেন । ফলে চেন্নাইয়িন এফসি ম্যাচে এই চারজনের যেকোনও একজন কার্ড দেখলেই পরের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে না । অস্কার ব্রুঁজো বলছেন, ফুটবলারদের কার্ড দেখা নিয়ে তিনি চিন্তিত নন । কারণ ফুটবলে এটা স্বাভাবিক ঘটনা । তাঁর বদলে যে আসবে তাঁর ওপর নিজেকে প্রমাণের দায়িত্ব থাকবে ।
Prepping 🆙 for #CFCEBFC in full swing! 💪#JoyEastBengal #ISL pic.twitter.com/028valKFEm
— East Bengal FC (@eastbengal_fc) December 5, 2024
চলতি আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে প্রথম তিন পয়েন্টের স্বাদ পেয়েছেন সউল ক্রেসপো, মাদিহ তালালরা । এবার প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি । ঘরের বাইরে সেই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখাই মূলমন্ত্র কোচ অস্কার ব্রুঁজোর । প্রতিটি ম্যাচই মরণ-বাঁচন লড়াই হিসেবে ধরে নিয়ে এগোতে চাইছেন লাল-হলুদের হেডস্যর ।
অঙ্কের হিসেবে এখনও ভালো জায়গায় থেকে আইএসএল শেষ করতে পারে লাল-হলুদ । কোচ অস্কার ব্রুঁজো তাই যাবতীয় সমস্যা সরিয়ে জয়ের পথ যে কোনও মূল্যে খুঁজে পেতে চাইছেন । বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হাইল্যান্ডারদের হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল ৷ এবার পালা চেন্নাইয়িন ‘বধ’ করে সেই জয় ধরে রাখার ৷ অ্যাওয়ে ম্যাচে মারিনা মাচানসদের হারাবে লাল-হলুদ ? নাকি ম্যাচ পকেটে পুরবে চেন্নাইয়িন ? কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গল-চেন্নাইয়িন ম্যাচ ? জেনে নিন...
ইস্পাত মানসিকতা 🏋️💪 (2/2)#JoyEastBengal #WednesdayWorkout pic.twitter.com/3dBwH6bv9v
— East Bengal FC (@eastbengal_fc) December 4, 2024
|
শনিবার বিকেল 5টা থেকে থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন ম্যাচ ৷ খেলা হবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৷
|
ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla ও Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷