ETV Bharat / sports

ইতিহাস বদলের লক্ষ্যে পঞ্চম আইএসএলে লাল-হলুদ, কোথায় দেখবেন ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু ম্যাচ ? - ISL Live Streaming

East Bengal Vs Bengaluru FC: শনিবার আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল । বেঙ্গালুরু এফসি’র সামনে লাল-হলুদ ৷ কোথায় দেখবেন প্রিয় দলের খেলা ? জেনে নিন ৷

East Bengal
কোথায় দেখবেন ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু ম্যাচ ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 11, 2024, 6:52 PM IST

বেঙ্গালুরু, 12 সেপ্টেম্বর: আইএসএল অভিযান শুরু করছে লাল-হলুদ ৷ এখনও পর্যন্ত চারবার আইএসএল খেলেছে ইস্টবেঙ্গল ৷ একবারও প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ এশিয়ানজয়ী ক্লাবের আইএসএলে এই পারফর্ম্য়ান্স মোটেই ‘ইস্টবেঙ্গল’সুলভ নয় ৷ সেই ইতিহাসটাই এবার বদলাতে বদ্ধপরিকর কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা ৷

আইএসএলে ইস্টবেঙ্গল:

2020-21 মরশুমে নবম (17 পয়েন্ট), 2021-22 মরশুমে 11তম (11 পয়েন্ট), 2022-23 মরশুমে নবম (19 পয়েন্ট) ও 2023-24 মরশুমে নবম স্থানে (24 পয়েন্ট) শেষ করে ইস্টবেঙ্গল ৷ প্রতি মরশুমেই গোল করার থেকে বেশি গোল খেয়েছে দল ৷ যদিও এবারের লাল-হলুদ অনেক বেশি সংগঠিত ৷ উন্নতমানের বিদেশি এসেছে ৷

দলের সব বিদেশি ফুটবলাররা মঙ্গলবার থেকেই জোরকদমে প্র্যাকটিস করছেন । মাদিহ তালালকে ঘিরে আশঙ্কা ছিল । চোটের জন্য নিয়মিত অনুশীলন করতে পারছিলেন না । তারমধ্যেই পারিবারিক সমস্যার জন্য দেশে ফিরে গিয়েছিলেন । তিনি ফিরে পুরো সময় প্র্যাকটিস করেছেন ৷ দিয়ামান্তোকোস, ক্রেসপোও চোট সমস্যা কাটিয়ে অনুশীলনে । অধিনায়ক ক্লেইটন সিলভাও ফিট ।

একমাত্র প্রভাত লাকড়া এবং মহম্মদ রাওকিপ চোট থেকে সুস্থ হওয়ার পথে । সাইড ব্যাকের অভাব ছাড়া ইস্টবেঙ্গল দল এখন অনেকটাই তৈরি । ফলে ইস্টবেঙ্গলের থেকে এবার অনেক বেশি প্রত্যাশা সমর্থকদের ৷ অ্যাওয়ে ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুতে হারিয়ে শুরুটা ভালো করবে ইস্টবেঙ্গল ? সেই আশাতেই বুক বাঁধছেন সমর্থকরা ৷ কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গলের ম্যাচ ? জেনে নিন ৷

East Bengal
ইতিহাস বদলের লক্ষ্যে পঞ্চম আইএসএলে লাল-হলুদ (ইটিভি ভারত)
  • ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের সময়:

শনিবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ ৷ খেলা হবে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ৷

  • কোন টিভি চ্যানেল ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু ম্যাচ সম্প্রচার করবে ?

ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ম্যাচ দেখা যাবে ৷

বেঙ্গালুরু, 12 সেপ্টেম্বর: আইএসএল অভিযান শুরু করছে লাল-হলুদ ৷ এখনও পর্যন্ত চারবার আইএসএল খেলেছে ইস্টবেঙ্গল ৷ একবারও প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ এশিয়ানজয়ী ক্লাবের আইএসএলে এই পারফর্ম্য়ান্স মোটেই ‘ইস্টবেঙ্গল’সুলভ নয় ৷ সেই ইতিহাসটাই এবার বদলাতে বদ্ধপরিকর কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা ৷

আইএসএলে ইস্টবেঙ্গল:

2020-21 মরশুমে নবম (17 পয়েন্ট), 2021-22 মরশুমে 11তম (11 পয়েন্ট), 2022-23 মরশুমে নবম (19 পয়েন্ট) ও 2023-24 মরশুমে নবম স্থানে (24 পয়েন্ট) শেষ করে ইস্টবেঙ্গল ৷ প্রতি মরশুমেই গোল করার থেকে বেশি গোল খেয়েছে দল ৷ যদিও এবারের লাল-হলুদ অনেক বেশি সংগঠিত ৷ উন্নতমানের বিদেশি এসেছে ৷

দলের সব বিদেশি ফুটবলাররা মঙ্গলবার থেকেই জোরকদমে প্র্যাকটিস করছেন । মাদিহ তালালকে ঘিরে আশঙ্কা ছিল । চোটের জন্য নিয়মিত অনুশীলন করতে পারছিলেন না । তারমধ্যেই পারিবারিক সমস্যার জন্য দেশে ফিরে গিয়েছিলেন । তিনি ফিরে পুরো সময় প্র্যাকটিস করেছেন ৷ দিয়ামান্তোকোস, ক্রেসপোও চোট সমস্যা কাটিয়ে অনুশীলনে । অধিনায়ক ক্লেইটন সিলভাও ফিট ।

একমাত্র প্রভাত লাকড়া এবং মহম্মদ রাওকিপ চোট থেকে সুস্থ হওয়ার পথে । সাইড ব্যাকের অভাব ছাড়া ইস্টবেঙ্গল দল এখন অনেকটাই তৈরি । ফলে ইস্টবেঙ্গলের থেকে এবার অনেক বেশি প্রত্যাশা সমর্থকদের ৷ অ্যাওয়ে ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুতে হারিয়ে শুরুটা ভালো করবে ইস্টবেঙ্গল ? সেই আশাতেই বুক বাঁধছেন সমর্থকরা ৷ কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গলের ম্যাচ ? জেনে নিন ৷

East Bengal
ইতিহাস বদলের লক্ষ্যে পঞ্চম আইএসএলে লাল-হলুদ (ইটিভি ভারত)
  • ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের সময়:

শনিবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ ৷ খেলা হবে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ৷

  • কোন টিভি চ্যানেল ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু ম্যাচ সম্প্রচার করবে ?

ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ম্যাচ দেখা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.