ETV Bharat / sports

ক্লেইটনকে লাল-হলুদের ঐতিহ্য বোঝালেন ডগলাস, ফিটনেস বাড়ছে ইস্টবেঙ্গলে - Indian Super League

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 11, 2024, 7:17 PM IST

East Bengal in ISL 2024-25: শনিবার আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল । এখনও পর্যন্ত চারবার আইএসএল খেলেছে ইস্টবেঙ্গল ৷ একবারও প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ সেই ইতিহাসটাই এবার বদলাতে বদ্ধপরিকর কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা ৷

East Bengal in ISL 2024-25
আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)

কলকাতা, 11 সেপ্টেম্বর: হাতে মাত্র আর তিনদিন । আইএসএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা 14 সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে । ইতিমধ্যে মঙ্গলবার থেকে শেষ ধাপের অনুশীলন শুরু হয়েছে । দলের সব বিদেশি ফুটবলাররা মঙ্গলবার থেকেই অনুশীলনে জোরকদমে নেমে পড়েছেন ।

ক্লেইটনকে লাল-হলুদের ঐতিহ্য বোঝালেন ডগলাস (ইটিভি ভারত)

মাদিহ তালালকে ঘিরে আশঙ্কা ছিল । চোটের জন্য নিয়মিত অনুশীলন করতে পারছিলেন না । তারমধ্যেই পারিবারিক সমস্যার জন্য দেশে ফিরে গিয়েছিলেন । তিনিও ফিরে পুরো সময় প্র্যাকটিস করছেন । দিমিত্রিয়স দিয়ামান্তোকোস, সাউল ক্রেসপোও চোট সমস্যা কাটিয়ে অনুশীলনে । অধিনায়ক ক্লেইটন সিলভাও ফিট ৷ একমাত্র প্রভাত লাকড়া এবং মহম্মদ রাওকিপ চোট থেকে সুস্থ হওয়ার পথে । চোটের জন্য দীর্ঘদিন ধরে নেই নিশুকুমার । আনোয়ার আলিকে নিয়ে টানাপোড়েন । ফলে সাইড ব্যাকের অভাবের সমস্যা ছাড়া ইস্টবেঙ্গল দল এখন অনেকটাই তৈরি ।

ফিটনেসের দিক থেকেও ভালো জায়গায় । কোচ কার্লেস কুয়াদ্রাত ইতিমধ্যেই বলেছেন, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে এবং নিতে তৈরি । অধিনায়ক ক্লেইটন সিলভা পাখির চোখ করছেন সুপার সিক্সকে । এইমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবে এসে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে দেখা করলেন ডগলাস সিলভা । গত কয়েকদিন ধরেই কলকাতায় রয়েছেন । ফের কোচিং করাবেন । একটি ফুটবল অ্যাকাডেমির কোচের পদে বহাল হয়েছেন । স্বদেশীয় ক্লেইটনের সঙ্গে কথা বলে ডগলাস খুশি ।

ইস্টবেঙ্গলের জার্সিতে তিনি ডার্বিতে অপরাজিত । মোহনবাগানে খেললেও ডগলাস কলকাতা ময়দানে প্রতিষ্ঠা পেয়েছেন লাল-হলুদ জার্সিতেই । এই ক্লাবের আবেগ-ভালোবাসার কথা তিনি ক্লেইটনকে বুঝিয়েছেন । ইস্টবেঙ্গলের বর্তমান অধিনায়কও ডগলাসকে জানিয়েছেন, তিনি এই ক্লাবের সমর্থকদের মনোভাব সম্পর্কে অবহিত । আশা করছেন, সমর্থকদের ইচ্ছেপূরণে সফল হবেন ।

অন্যদিকে ডগলাস বলছেন, ক্লেইটন একা নন ৷ তাঁর পরিবারের সঙ্গে এখানে রয়েছেন । ফলে এই এই মানসিক শান্তি তাঁকে ভালো খেলতে সাহায্য করবে । সব মিলিয়ে ভারতীয় শিবির থেকে যোগ দেওয়া ফুটবলারদের নিয়ে কুয়াদ্রাত স্যরের কোচিংয়ে আইএসএলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল ।

অন্যদিকে, ভারতীয় দলের হয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলে শহরে ফিরেছেন নন্দকুমার, নওরেম মহেশ সিং, আনোয়াররা । শহরে ফিরেই তাঁরা প্র্যাকটিসে যোগ দিয়েছেন । চব্বিশ ঘণ্টা আগে চারমাস নির্বাসনের কথা জেনেছেন । তবু আনোয়ারকে দেখে মনে হয়নি, নির্বাসনের ধাক্কায় হতাশ । হাসিমুখেই তাঁকে অনুশীলনে যোগ দিতে দেখা গেল । ইস্টবেঙ্গলের রক্ষণে জোর বাড়াতে আনোয়ারের যোগদান যে জরুরি, তা লাল-হলুদ কোচ আগেই বলেছিলেন । কিন্তু নির্বাসনের ফলে অপেক্ষা আরও চারমাসের ।

আরও পড়ুন:

কলকাতা, 11 সেপ্টেম্বর: হাতে মাত্র আর তিনদিন । আইএসএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা 14 সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে । ইতিমধ্যে মঙ্গলবার থেকে শেষ ধাপের অনুশীলন শুরু হয়েছে । দলের সব বিদেশি ফুটবলাররা মঙ্গলবার থেকেই অনুশীলনে জোরকদমে নেমে পড়েছেন ।

ক্লেইটনকে লাল-হলুদের ঐতিহ্য বোঝালেন ডগলাস (ইটিভি ভারত)

মাদিহ তালালকে ঘিরে আশঙ্কা ছিল । চোটের জন্য নিয়মিত অনুশীলন করতে পারছিলেন না । তারমধ্যেই পারিবারিক সমস্যার জন্য দেশে ফিরে গিয়েছিলেন । তিনিও ফিরে পুরো সময় প্র্যাকটিস করছেন । দিমিত্রিয়স দিয়ামান্তোকোস, সাউল ক্রেসপোও চোট সমস্যা কাটিয়ে অনুশীলনে । অধিনায়ক ক্লেইটন সিলভাও ফিট ৷ একমাত্র প্রভাত লাকড়া এবং মহম্মদ রাওকিপ চোট থেকে সুস্থ হওয়ার পথে । চোটের জন্য দীর্ঘদিন ধরে নেই নিশুকুমার । আনোয়ার আলিকে নিয়ে টানাপোড়েন । ফলে সাইড ব্যাকের অভাবের সমস্যা ছাড়া ইস্টবেঙ্গল দল এখন অনেকটাই তৈরি ।

ফিটনেসের দিক থেকেও ভালো জায়গায় । কোচ কার্লেস কুয়াদ্রাত ইতিমধ্যেই বলেছেন, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে এবং নিতে তৈরি । অধিনায়ক ক্লেইটন সিলভা পাখির চোখ করছেন সুপার সিক্সকে । এইমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবে এসে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে দেখা করলেন ডগলাস সিলভা । গত কয়েকদিন ধরেই কলকাতায় রয়েছেন । ফের কোচিং করাবেন । একটি ফুটবল অ্যাকাডেমির কোচের পদে বহাল হয়েছেন । স্বদেশীয় ক্লেইটনের সঙ্গে কথা বলে ডগলাস খুশি ।

ইস্টবেঙ্গলের জার্সিতে তিনি ডার্বিতে অপরাজিত । মোহনবাগানে খেললেও ডগলাস কলকাতা ময়দানে প্রতিষ্ঠা পেয়েছেন লাল-হলুদ জার্সিতেই । এই ক্লাবের আবেগ-ভালোবাসার কথা তিনি ক্লেইটনকে বুঝিয়েছেন । ইস্টবেঙ্গলের বর্তমান অধিনায়কও ডগলাসকে জানিয়েছেন, তিনি এই ক্লাবের সমর্থকদের মনোভাব সম্পর্কে অবহিত । আশা করছেন, সমর্থকদের ইচ্ছেপূরণে সফল হবেন ।

অন্যদিকে ডগলাস বলছেন, ক্লেইটন একা নন ৷ তাঁর পরিবারের সঙ্গে এখানে রয়েছেন । ফলে এই এই মানসিক শান্তি তাঁকে ভালো খেলতে সাহায্য করবে । সব মিলিয়ে ভারতীয় শিবির থেকে যোগ দেওয়া ফুটবলারদের নিয়ে কুয়াদ্রাত স্যরের কোচিংয়ে আইএসএলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল ।

অন্যদিকে, ভারতীয় দলের হয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলে শহরে ফিরেছেন নন্দকুমার, নওরেম মহেশ সিং, আনোয়াররা । শহরে ফিরেই তাঁরা প্র্যাকটিসে যোগ দিয়েছেন । চব্বিশ ঘণ্টা আগে চারমাস নির্বাসনের কথা জেনেছেন । তবু আনোয়ারকে দেখে মনে হয়নি, নির্বাসনের ধাক্কায় হতাশ । হাসিমুখেই তাঁকে অনুশীলনে যোগ দিতে দেখা গেল । ইস্টবেঙ্গলের রক্ষণে জোর বাড়াতে আনোয়ারের যোগদান যে জরুরি, তা লাল-হলুদ কোচ আগেই বলেছিলেন । কিন্তু নির্বাসনের ফলে অপেক্ষা আরও চারমাসের ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.