ETV Bharat / sports

প্র্যাকটিসে চনমনে আনোয়ার, আসছেন ইউস্তে; ডার্বিতে রক্ষণে জোর ইস্টবেঙ্গলের - Durand Cup 2024 Derby

East Bengal vs Mohun Bagan Kolkata Derby: মেগা ম্যাচ ৷ ডার্বি ঘিরে কলকাতা ময়দানে উৎসাহ তুঙ্গে ৷ এএফসি’র ম্যাচে হারের জ্বালা ভুলে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল ৷ চিরপ্রতিদ্বন্দ্বী’কে হারাতে কী প্ল্যান করছেন লাল-হলুদের হেডস্যর ?

East Bengal vs Mohun Bagan Durand Cup Derby
ডার্বিতে নামতে বদ্ধপরিকর আনোয়ার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 17, 2024, 1:59 PM IST

কলকাতা, 17 অগস্ট: রক্ষণে বাড়তি জোর কার্লেস কুয়াদ্রাতের ৷ বড়ম্যাচে মোহনবাগান’কে ‘বধ’ করাই পাখির চোখ করেছেন লাল-হলুদের হেডস্যর ৷ অনুশীলনে চনমনে আনোয়ার আলিও । ডুরান্ড ডার্বির আগে প্রস্তুতিতে আনোয়ারের যোগদানে আশায় বুক বাঁধতে শুরু করেছেন লাল-হলুদ সমর্থকরা ।

গত কয়েকদিনের মতো আনোয়ারের অনুশীলনে যোগদান নিয়ে জল্পনা কম ছিল না । কোচ কুয়াদ্রাত জানিয়েছিলেন, আনোয়ার এবং হেক্টর ইউস্তে দলে যোগ দিলে রক্ষণের সমস্যা দূর হয়ে যাবে ৷ স্বাভাবিকভাবেই আনোয়ারের অনুশীলনে নামা নিয়ে রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সে ইস্টবেঙ্গলের অনুশীলন দেখতে আসা সমর্থকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে ৷ শুক্রবার সন্ধ্যায় প্রভসুখন ও গুরসিমরত সিং গিলের সঙ্গে একই গাড়িতে চড়ে অনুশীলনে আসেন আনোয়ার ৷

East Bengal vs Mohun Bagan
প্র্যাকটিসে চনমনে আনোয়ার (ইটিভি ভারত)

18 অগস্ট ডুরান্ড ডার্বিতে কি তাঁকে দেখতে পাওয়া যাবে ? সমর্থকদের মনে জাগা এই প্রশ্নটির উত্তর এখনও জানা নেই । এক ঘন্টার কিছুক্ষণ বেশি সময়ের অনুশীলন বেশ চনমনে দেখালো আনোয়ারকে । এমনকী অনুশীলন শেষে বেশ কিছুক্ষণ দৌড়াতেও দেখা যায় তাঁকে । তা সত্ত্বেও প্রথমদিন অনুশীলনে পরিষ্কার, প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস এই মুহূর্তে আনোয়ারের নেই ৷

যদিও আনোয়ারকে নিয়ে নিয়ে কোচ প্র্যাকটিস শেষে বললেন, ‘ও ফিট ।’ বোঝাই যাচ্ছে, ম্যাচে তাঁকে খেলানো যাবে কি না, তা পুরোপুরি নিশ্চিত হতে চায় লাল-হলুদ ম্যানেজমেন্ট ।

আনোয়ারের পাশাপাশি অনুশীলনে নজর কাড়ল আরও একটি ছবি ৷ গোটা দলকে তিনটি ভাগে ভাগ করে অনুশীলন করালেন কুয়াদ্রাত ৷ তাতে দু’টি দল গড়েন রক্ষণভাগের ফুটবলারদের নিয়ে । আরেকটি দলে ছিলেন মাঝমাঠ ও আক্রমণভাগের খেলোয়াড়রা । দিমিত্রিয়স দিয়েমান্তোকোস, মাদিহ তালালদের নিয়ে গড়া তৃতীয় দলটি সহকারী কোচ দিমাস দেলগাডোর তত্ত্ববধানে আক্রমণে বৈচিত্র আনার অনুশীলন করে । বাকি দু’টি দল নিয়ে তেকাঠি সামলানোর ব্লু প্রিন্ট গড়েন কুয়াদ্রাত । প্রভাত লাকরা, জিকসন সিং, আনোয়ার ও মার্ক জোথানপুইয়া - এই চার ডিফেন্ডারকে নিয়ে যেমন সিচুয়েশন অনুশীলন হয়, তেমনই লালচুংনুঙ্গা, হিজাজি মাহের ও গুরসিমরত গিলকে নিয়ে বানানো রক্ষণভাগও সমানতালে অনুশীলন করেন । অ্যাল্টিন অ্যাসারের বিরুদ্ধে এএফসি 2’য়ের যোগ্যতা অর্জনকারী ম্যাচে রক্ষণের যে ফাঁক দেখা গিয়েছিল, তা মেরামতির জন্য মরিয়া লাল-হলুদ প্রফেসর ৷

ওই ম্যাচে চোট পেয়েছিলেন সাইডব্যাক মহম্মদ রাওকিপ ৷ তিনি এদিন অনুশীলনে আসেননি ৷ তবে হাঁটুতে ব্যান্ডেজ ছাড়াই পুরোদমে অনুশীলন করেন হিজাজি । ফলে ডার্বিতে রাওকিপকে ঘিরে অনিশ্চয়তা থাকলেও হিজাজি মাহের নিয়ে আশার আলো ৷ শুরুর দিকে বল দখলের লড়াইয়ে মুখে সতীর্থের হাত লাগে ক্লেইটন সিলভার ৷ তারপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আর অনুশীলন করেননি । যদিও সূত্রের খবর, আঘাতটা সামান্য ৷ তিনি প্রথম দলে না-থাকলেও পরিবর্ত হিসেবে নামতে পারেন ৷ এরই মধ্যে আরও একটি সুখবর লাল-হলুদ সমর্থকদের জন্য ৷ সম্ভবত শনিবার রাতে কলকাতায় পা রাখতে চলেছেন হেক্টর ইউস্তে ৷ ভিসা পেয়ে গিয়েছেন ৷ শুক্রবার রাতে তিনি বিমান ধরছেন ৷ সব মিলিয়ে ডুরান্ডে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে ইস্টবেঙ্গল । পরের পর্বে যাওয়ার জন্য ডার্বি জয় জরুরি কুয়াদ্রাতের ছেলেদের কাছে ৷

কলকাতা, 17 অগস্ট: রক্ষণে বাড়তি জোর কার্লেস কুয়াদ্রাতের ৷ বড়ম্যাচে মোহনবাগান’কে ‘বধ’ করাই পাখির চোখ করেছেন লাল-হলুদের হেডস্যর ৷ অনুশীলনে চনমনে আনোয়ার আলিও । ডুরান্ড ডার্বির আগে প্রস্তুতিতে আনোয়ারের যোগদানে আশায় বুক বাঁধতে শুরু করেছেন লাল-হলুদ সমর্থকরা ।

গত কয়েকদিনের মতো আনোয়ারের অনুশীলনে যোগদান নিয়ে জল্পনা কম ছিল না । কোচ কুয়াদ্রাত জানিয়েছিলেন, আনোয়ার এবং হেক্টর ইউস্তে দলে যোগ দিলে রক্ষণের সমস্যা দূর হয়ে যাবে ৷ স্বাভাবিকভাবেই আনোয়ারের অনুশীলনে নামা নিয়ে রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সে ইস্টবেঙ্গলের অনুশীলন দেখতে আসা সমর্থকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে ৷ শুক্রবার সন্ধ্যায় প্রভসুখন ও গুরসিমরত সিং গিলের সঙ্গে একই গাড়িতে চড়ে অনুশীলনে আসেন আনোয়ার ৷

East Bengal vs Mohun Bagan
প্র্যাকটিসে চনমনে আনোয়ার (ইটিভি ভারত)

18 অগস্ট ডুরান্ড ডার্বিতে কি তাঁকে দেখতে পাওয়া যাবে ? সমর্থকদের মনে জাগা এই প্রশ্নটির উত্তর এখনও জানা নেই । এক ঘন্টার কিছুক্ষণ বেশি সময়ের অনুশীলন বেশ চনমনে দেখালো আনোয়ারকে । এমনকী অনুশীলন শেষে বেশ কিছুক্ষণ দৌড়াতেও দেখা যায় তাঁকে । তা সত্ত্বেও প্রথমদিন অনুশীলনে পরিষ্কার, প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস এই মুহূর্তে আনোয়ারের নেই ৷

যদিও আনোয়ারকে নিয়ে নিয়ে কোচ প্র্যাকটিস শেষে বললেন, ‘ও ফিট ।’ বোঝাই যাচ্ছে, ম্যাচে তাঁকে খেলানো যাবে কি না, তা পুরোপুরি নিশ্চিত হতে চায় লাল-হলুদ ম্যানেজমেন্ট ।

আনোয়ারের পাশাপাশি অনুশীলনে নজর কাড়ল আরও একটি ছবি ৷ গোটা দলকে তিনটি ভাগে ভাগ করে অনুশীলন করালেন কুয়াদ্রাত ৷ তাতে দু’টি দল গড়েন রক্ষণভাগের ফুটবলারদের নিয়ে । আরেকটি দলে ছিলেন মাঝমাঠ ও আক্রমণভাগের খেলোয়াড়রা । দিমিত্রিয়স দিয়েমান্তোকোস, মাদিহ তালালদের নিয়ে গড়া তৃতীয় দলটি সহকারী কোচ দিমাস দেলগাডোর তত্ত্ববধানে আক্রমণে বৈচিত্র আনার অনুশীলন করে । বাকি দু’টি দল নিয়ে তেকাঠি সামলানোর ব্লু প্রিন্ট গড়েন কুয়াদ্রাত । প্রভাত লাকরা, জিকসন সিং, আনোয়ার ও মার্ক জোথানপুইয়া - এই চার ডিফেন্ডারকে নিয়ে যেমন সিচুয়েশন অনুশীলন হয়, তেমনই লালচুংনুঙ্গা, হিজাজি মাহের ও গুরসিমরত গিলকে নিয়ে বানানো রক্ষণভাগও সমানতালে অনুশীলন করেন । অ্যাল্টিন অ্যাসারের বিরুদ্ধে এএফসি 2’য়ের যোগ্যতা অর্জনকারী ম্যাচে রক্ষণের যে ফাঁক দেখা গিয়েছিল, তা মেরামতির জন্য মরিয়া লাল-হলুদ প্রফেসর ৷

ওই ম্যাচে চোট পেয়েছিলেন সাইডব্যাক মহম্মদ রাওকিপ ৷ তিনি এদিন অনুশীলনে আসেননি ৷ তবে হাঁটুতে ব্যান্ডেজ ছাড়াই পুরোদমে অনুশীলন করেন হিজাজি । ফলে ডার্বিতে রাওকিপকে ঘিরে অনিশ্চয়তা থাকলেও হিজাজি মাহের নিয়ে আশার আলো ৷ শুরুর দিকে বল দখলের লড়াইয়ে মুখে সতীর্থের হাত লাগে ক্লেইটন সিলভার ৷ তারপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আর অনুশীলন করেননি । যদিও সূত্রের খবর, আঘাতটা সামান্য ৷ তিনি প্রথম দলে না-থাকলেও পরিবর্ত হিসেবে নামতে পারেন ৷ এরই মধ্যে আরও একটি সুখবর লাল-হলুদ সমর্থকদের জন্য ৷ সম্ভবত শনিবার রাতে কলকাতায় পা রাখতে চলেছেন হেক্টর ইউস্তে ৷ ভিসা পেয়ে গিয়েছেন ৷ শুক্রবার রাতে তিনি বিমান ধরছেন ৷ সব মিলিয়ে ডুরান্ডে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে ইস্টবেঙ্গল । পরের পর্বে যাওয়ার জন্য ডার্বি জয় জরুরি কুয়াদ্রাতের ছেলেদের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.