ETV Bharat / sports

কোচিতে কঠিন হার্ডল, আনোয়ারকে রেখে কেমন হতে পারে লাল-হলুদের একাদশ - ISL 2024 25 - ISL 2024 25

EAST BENGAL PROBABLE XI: সব ঠিক থাকলে আনোয়ার আলি ফিরছেন একাদশে ৷ চার বিদেশি হিসেবে একাদশে জায়গা হতে চলেছে কাদের? কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একনজরে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ ৷

EAST BENGAL TO FACE KERALA BLASTERS
কোচিতে অনুশীলনে লাল হলুদ ফুটবলাররা (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 22, 2024, 2:48 PM IST

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে প্রথম ম্য়াচে হেরে আইএসএল অভিযানের শুরুটা মোটেই আশানরূপ হয়নি ইস্টবেঙ্গলের ৷ উপরন্তু কোচের স্ট্র্য়াটেজি বিস্তর সমালোচনার মুখে পড়েছে ৷ মাদিহ তালালকে প্রথম একাদশে না-রেখে সেন্টার-ব্য়াক হিসেবে দুই বিদেশি হেক্টর ইউস্তে ও হিজাজি মাহেরকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ কিন্তু সেই সিদ্ধান্ত কাজে আসেনি ৷ সবমিলিয়ে ব্য়াপক সমালোচিত হয় কুয়াদ্রাতের সাজানো একাদশ ৷

বেঙ্গালুরু ম্য়াচে লেফট-ব্য়াক হিসেবে লালচুংনুঙ্গাকে খেলানোর সিদ্ধান্তও ব্যুমেরাং হয় কুয়াদ্রাতের জন্য ৷ শেষ পর্যন্ত জোড়া হলুদে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান নুঙ্গা ৷ স্বাভাবিকভাবেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রবিবার নেই তিনি ৷ তবে ইয়েলো আর্মির বিরুদ্ধে লাল-হলুদ একাদশে আশার আলো আনোয়ার আলি ৷ ফেডারেশনের প্লেয়ার স্ট্য়াটাস কমিটির নির্দেশ অনুযায়ী আপাতত লাল-হলুদ জার্সিতে খেলতে অসুবিধা নেই ডিফেন্ডারের ৷ প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত এ ব্য়াপারে ধোঁয়াশা জিইয়ে রাখলেও রবিবার ইস্টবেঙ্গল একাদশে আনোয়ার যে শুরু করছেন, সেটা একপ্রকার নিশ্চিত ৷

আনোয়ারের অভিষেক হতে চলায় সেন্টার ব্য়াক হিসেবে বসতে হবে হিজাজি মাহেরকে ৷ কারণ, বেঙ্গালুরুর বিরুদ্ধে জর্ডান ডিফেন্ডারের পারফরম্য়ান্স নিরাশ করেছিল ৷ পরিবর্তে কেরালার বিরুদ্ধে শুরু করতে চলেছেন মাদিহ তালাল ৷ অর্থাৎ, চার বিদেশি হিসেবে আজ শুরু করতে চলেছেন হেক্টর ইউস্তে, সউল ক্রেসপো, মাদিহ তালাল এবং দিমিত্রিয়স দিয়ামানতাকোস ৷ গ্রিক স্ট্রাইকার দিয়ামানতাকোসের পাশাপাশি জিকসন সিংকে নতুন মরশুমের আগে দলে নিয়েছে ইস্টবেঙ্গল ৷ ফলত বাড়তি নজর থাকবে এই দুই ফুটবলারের দিকে ৷

একনজরে কেরালার বিরুদ্ধে লাল-হলুদের সম্ভাব্য একাদশ:

প্রভসুখন গিল (গোলরক্ষক), হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, মার্ক জোথানপুইয়া, মহম্মদ রাকিপ, জিকসন সিং, সউল ক্রেসপো, মাদিহ তালাল, নাওরেম মহেশ সিং, নন্দকুমার শেকর, দিমিত্রিয়স দিয়ামানতাকোস ৷

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে প্রথম ম্য়াচে হেরে আইএসএল অভিযানের শুরুটা মোটেই আশানরূপ হয়নি ইস্টবেঙ্গলের ৷ উপরন্তু কোচের স্ট্র্য়াটেজি বিস্তর সমালোচনার মুখে পড়েছে ৷ মাদিহ তালালকে প্রথম একাদশে না-রেখে সেন্টার-ব্য়াক হিসেবে দুই বিদেশি হেক্টর ইউস্তে ও হিজাজি মাহেরকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ কিন্তু সেই সিদ্ধান্ত কাজে আসেনি ৷ সবমিলিয়ে ব্য়াপক সমালোচিত হয় কুয়াদ্রাতের সাজানো একাদশ ৷

বেঙ্গালুরু ম্য়াচে লেফট-ব্য়াক হিসেবে লালচুংনুঙ্গাকে খেলানোর সিদ্ধান্তও ব্যুমেরাং হয় কুয়াদ্রাতের জন্য ৷ শেষ পর্যন্ত জোড়া হলুদে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান নুঙ্গা ৷ স্বাভাবিকভাবেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রবিবার নেই তিনি ৷ তবে ইয়েলো আর্মির বিরুদ্ধে লাল-হলুদ একাদশে আশার আলো আনোয়ার আলি ৷ ফেডারেশনের প্লেয়ার স্ট্য়াটাস কমিটির নির্দেশ অনুযায়ী আপাতত লাল-হলুদ জার্সিতে খেলতে অসুবিধা নেই ডিফেন্ডারের ৷ প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত এ ব্য়াপারে ধোঁয়াশা জিইয়ে রাখলেও রবিবার ইস্টবেঙ্গল একাদশে আনোয়ার যে শুরু করছেন, সেটা একপ্রকার নিশ্চিত ৷

আনোয়ারের অভিষেক হতে চলায় সেন্টার ব্য়াক হিসেবে বসতে হবে হিজাজি মাহেরকে ৷ কারণ, বেঙ্গালুরুর বিরুদ্ধে জর্ডান ডিফেন্ডারের পারফরম্য়ান্স নিরাশ করেছিল ৷ পরিবর্তে কেরালার বিরুদ্ধে শুরু করতে চলেছেন মাদিহ তালাল ৷ অর্থাৎ, চার বিদেশি হিসেবে আজ শুরু করতে চলেছেন হেক্টর ইউস্তে, সউল ক্রেসপো, মাদিহ তালাল এবং দিমিত্রিয়স দিয়ামানতাকোস ৷ গ্রিক স্ট্রাইকার দিয়ামানতাকোসের পাশাপাশি জিকসন সিংকে নতুন মরশুমের আগে দলে নিয়েছে ইস্টবেঙ্গল ৷ ফলত বাড়তি নজর থাকবে এই দুই ফুটবলারের দিকে ৷

একনজরে কেরালার বিরুদ্ধে লাল-হলুদের সম্ভাব্য একাদশ:

প্রভসুখন গিল (গোলরক্ষক), হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, মার্ক জোথানপুইয়া, মহম্মদ রাকিপ, জিকসন সিং, সউল ক্রেসপো, মাদিহ তালাল, নাওরেম মহেশ সিং, নন্দকুমার শেকর, দিমিত্রিয়স দিয়ামানতাকোস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.