ETV Bharat / sports

দিয়ামান্টাকোসকে নিয়ে সাবধানে এগোতে চাইছে ইস্টবেঙ্গল - EAST BENGAL - EAST BENGAL

Dimitrios Diamantakos: গ্রিক ফুটবলার দিমিত্রিওস দিয়ামান্টাকোসকে জোর চর্চা ভারতীয় ফুটবলে। তাঁর কেরালা ব্লাস্টার্স ছাড়ার পর তাঁকে নিতে ঝাঁপায় ইস্টবেঙ্গল। তবে ম্যানেজমেন্টও বেশ সন্তর্পণে কাজ সারছে। কোনও তাড়াহুড়ো করতে রাজি নয় লাল-হলুদ শিবির ৷

Dimitrios Diamantakos
দিমিত্রিয়স দিয়ামান্টাকোস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 2:11 PM IST

কলকাতা, 24 মে: সদ্য সমাপ্ত আইএসএল মরশুমে সর্বোচ্চ গোলদাতা গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস ডায়মান্টাকোসকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ইস্টবেঙ্গল। তিনি কয়েক দিন আগে কেরালা ব্লাস্টার্স ছাড়ার কথা জানিয়েছিলেন। তবে কোন ক্লাবে যাচ্ছেন সেটা জানাননি।

2022 সালে দিমিত্রিওস কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন। গত দুই বছরে তিনি কেরালার হয়ে নিজের অন্যতম সেরা পারফর্ম করেছেন। দুই বছরে তিনি কেরালার হয়ে 38টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন 23টা। গোলের জন্য বল বাড়িয়েছেন ছয়টা। মোট 3089 মিনিট খেলেছেন তিনি।
এবার তাঁর ভবিষ্যতের দল নিয়ে উঠে আসছে ইস্টবেঙ্গলের নাম। নতুন মরশুমে ক্লেইটন সিলভার সঙ্গে তাঁকে খেলানোর চেষ্টা করছেন লাল-হলুদ কর্তারা। জানা গিয়েছে, কোচ কার্লেস কুয়াদ্রাত যেই প্লেয়ারকে চেয়ে ক্লাব কর্তাদের জানিয়েছেন তাঁদের মধ্যে একজন হলেন দিমিত্রিয়স দিয়ামান্টাকোস।

এছাড়াও সেই তালিকায় রয়েছেন ওড়িশা এফসির স্ট্রাইকার রয় কৃষ্ণা। সূত্রের খবর, গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতা লাল-হলুদের পথেই। চূড়ান্ত আলোচনা চলছে। চুক্তিবদ্ধ করানোর আগে ইস্টবেঙ্গল ডায়মান্টাকোসের মেডিক্যাল রিপোর্ট দেখতে চাইছে। কারণ আইএসএলের শেষ কয়েকটি ম্যাচে গ্রিক স্ট্রাইকার নাকি চোটের জন্য খেলেননি। আশা করা যায়, তাঁর চোট বড় কিছু নয়। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল চূড়ান্ত কথাবার্তার দিকে এগোবে। তাছাড়া গতবছর কোচ হিসেবে সের্জিও লোবেরার নাম ঘোষণা হয়ে গেলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন:

সেই শিক্ষা থেকেই অংক কষে এগোতে চাইছেন লাল-হলুদ কর্তারা। এছাড়াও 12 জুন থেকে ট্রান্সফার উইন্ডো শুরু। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যেই জানিয়েছেন, বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে। 31 মে'র পর থেকে তা জানানো হবে। বিদেশি ব্রিগেডে তিন ফুটবলারকে রাখা হচ্ছে। বাকি তিনের খোঁজ চলছে। তাদের মধ্যে দিমিত্রিয়স দিয়ামান্টাকোস চূড়ান্ত হলে একজন সেন্ট্রাল মিডফিল্ডারকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন এলসে রয়েছেন। তাঁর চোটের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রয়েছে। এই ব্যাপারে কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শ মেনেই দলগঠনের যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দল গঠনের কাজ শেষ হবে বলা হচ্ছে। বিদেশি ফুটবলার নেওয়ার পাশাপাশি ভারতীয় ফুটবলার নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। হায়দরাবাদ এফসির অ্যালেক্স সাজি সম্ভবত নতুন মরশুমে লাল-হলুদ জার্সিতে খেলবেন। ইতিমধ্যেই লাল-হলুদ সই করিয়েছে গোলকিপার দেবজিৎ মজুমদারকে। তিনি চেন্নাইয়িন এফসি থেকে সই করেছেন লাল-হলুদে । এছাড়া প্রভাত লাকড়া এবং ডেভিডকে সই করানো হয়েছে।

আরও পড়ুন:

কলকাতা, 24 মে: সদ্য সমাপ্ত আইএসএল মরশুমে সর্বোচ্চ গোলদাতা গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস ডায়মান্টাকোসকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ইস্টবেঙ্গল। তিনি কয়েক দিন আগে কেরালা ব্লাস্টার্স ছাড়ার কথা জানিয়েছিলেন। তবে কোন ক্লাবে যাচ্ছেন সেটা জানাননি।

2022 সালে দিমিত্রিওস কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন। গত দুই বছরে তিনি কেরালার হয়ে নিজের অন্যতম সেরা পারফর্ম করেছেন। দুই বছরে তিনি কেরালার হয়ে 38টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন 23টা। গোলের জন্য বল বাড়িয়েছেন ছয়টা। মোট 3089 মিনিট খেলেছেন তিনি।
এবার তাঁর ভবিষ্যতের দল নিয়ে উঠে আসছে ইস্টবেঙ্গলের নাম। নতুন মরশুমে ক্লেইটন সিলভার সঙ্গে তাঁকে খেলানোর চেষ্টা করছেন লাল-হলুদ কর্তারা। জানা গিয়েছে, কোচ কার্লেস কুয়াদ্রাত যেই প্লেয়ারকে চেয়ে ক্লাব কর্তাদের জানিয়েছেন তাঁদের মধ্যে একজন হলেন দিমিত্রিয়স দিয়ামান্টাকোস।

এছাড়াও সেই তালিকায় রয়েছেন ওড়িশা এফসির স্ট্রাইকার রয় কৃষ্ণা। সূত্রের খবর, গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতা লাল-হলুদের পথেই। চূড়ান্ত আলোচনা চলছে। চুক্তিবদ্ধ করানোর আগে ইস্টবেঙ্গল ডায়মান্টাকোসের মেডিক্যাল রিপোর্ট দেখতে চাইছে। কারণ আইএসএলের শেষ কয়েকটি ম্যাচে গ্রিক স্ট্রাইকার নাকি চোটের জন্য খেলেননি। আশা করা যায়, তাঁর চোট বড় কিছু নয়। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল চূড়ান্ত কথাবার্তার দিকে এগোবে। তাছাড়া গতবছর কোচ হিসেবে সের্জিও লোবেরার নাম ঘোষণা হয়ে গেলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন:

সেই শিক্ষা থেকেই অংক কষে এগোতে চাইছেন লাল-হলুদ কর্তারা। এছাড়াও 12 জুন থেকে ট্রান্সফার উইন্ডো শুরু। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যেই জানিয়েছেন, বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে। 31 মে'র পর থেকে তা জানানো হবে। বিদেশি ব্রিগেডে তিন ফুটবলারকে রাখা হচ্ছে। বাকি তিনের খোঁজ চলছে। তাদের মধ্যে দিমিত্রিয়স দিয়ামান্টাকোস চূড়ান্ত হলে একজন সেন্ট্রাল মিডফিল্ডারকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন এলসে রয়েছেন। তাঁর চোটের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রয়েছে। এই ব্যাপারে কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শ মেনেই দলগঠনের যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দল গঠনের কাজ শেষ হবে বলা হচ্ছে। বিদেশি ফুটবলার নেওয়ার পাশাপাশি ভারতীয় ফুটবলার নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। হায়দরাবাদ এফসির অ্যালেক্স সাজি সম্ভবত নতুন মরশুমে লাল-হলুদ জার্সিতে খেলবেন। ইতিমধ্যেই লাল-হলুদ সই করিয়েছে গোলকিপার দেবজিৎ মজুমদারকে। তিনি চেন্নাইয়িন এফসি থেকে সই করেছেন লাল-হলুদে । এছাড়া প্রভাত লাকড়া এবং ডেভিডকে সই করানো হয়েছে।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.