ETV Bharat / sports

হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে তারকা খেলোয়াড়, চাপের মধ্যেই ওড়িশা ম্যাচে চোখ ইস্টবেঙ্গলের - SAUL CRESPO

অন্তত সপ্তাহ দু’য়েক মাঠের বাইরে থাকতে হবে । ফলে সাউল ক্রেসপোর হ্যামস্ট্রিংয়ের চোট বড় ধাক্কা ইস্টবেঙ্গলের কাছে ।

East Bengal FC
সাউল ক্রেসপোর হ্যামস্ট্রিংয়ের চোট বড় ধাক্কা ইস্টবেঙ্গলের কাছে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 8, 2024, 4:46 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: হ্যামস্ট্রিংয়ে চোট । দু’সপ্তাহের জন্য ছিটকে গেলেন সাউল ক্রেসপো । মাঝমাঠের গুরুত্বপূর্ণ বিদেশির ছিটকে যাওয়া বড় ধাক্কা । 12 ডিসেম্বর ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল । জোড়া জয়ে ইতিমধ্যে লাস্ট বয়ের স্থান ছেড়ে এগারো নম্বরে দল । পুরো দলই নিজেদের বদলে ফেলার মেজাজে রয়েছে । যে সুযোগ পাচ্ছেন নিজেকে নিংড়ে দিচ্ছেন ।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে আইএসএলে শেষ তিনটি ম্যাচে লাল-হলুদ রক্ষণ অক্ষত । ওড়িশা এফসি ম্যাচ তাই সেই মরিয়া লড়াইয়ের গুরুত্বপূর্ণ ধাপ বলে মানছেন কোচ অস্কার ব্রুঁজো । এর মধ্যে সাউল ক্রেসপোর হ্যামস্ট্রিংয়ের চোট বড় ধাক্কা । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, ‘‘স্প্যানিশ মিডফিল্ডারের না-থাকা বড় ধাক্কা । তবে যারা আছেন, তাঁদের অভাব পূরণ করতে হবে । পরপর জয় আনন্দের ৷ তবে খেলায় গতি বাড়াতে হবে । আশা করা যায় এই বিষয়টিতে কোচ নজর দেবেন । দু’টো জয়েই খুশি হওয়ার জায়গা নেই ।’’

East Bengal FC
জোড়া জয়ে ইতিমধ্যে লাস্ট বয়ের স্থান ছেড়ে এগারো নম্বরে দল (ইটিভি ভারত)

এরই মধ্যে সাউল ক্রেসপোর চোট বড় ধাক্কা মানছে লাল-হলুদ শিবির । কোচ অস্কার ব্রুঁজো বলছেন, “সাউলের হ্যামস্ট্রিংয়ে সমস্যা । সোমবার পরীক্ষার পর জানা যাবে, ওকে কতদিন পাওয়া যাবে না । মনে হয় অন্তত সপ্তাহ দু’য়েক ওকে মাঠের বাইরে থাকতে হবে ।” চেন্নাইয়ের মাটিতে চেন্নাইয়িনকে হারানো সবসময়ই বড় পরীক্ষা । তবে দলগত প্রচেষ্টা গড়ে উঠছে দেখে কিছুটা খুশি । চেন্নাইয়িনের বিরুদ্ধে জয়ের ব্যবধান বড় হতে পারত বলে মনে করেন ।

“আমার মনে হয় 2-0 ব্যবধানটা কমই হয়েছে । দ্বিতীয়ার্ধে আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। শুধু তা-ই নয়। ওদের দখল থেকে বল ছিনিয়ে নেওয়া, দ্রুত আক্রমণে ওঠা, উপযুক্ত জায়গা তৈরি করা এবং সুযোগ তৈরি করার দিক থেকে আমরা ওদের চেয়ে এগিয়েই ছিলাম । সেই জন্যই ম্যাচটা জিততে পেরেছি”, বলছেন লাল-হলুদ চাণক্য ।

কিন্তু ওয়েন কোয়েলের দলকে হারানোর পেছনে কি কৌশল নিয়েছিলেন তিনি ? “ওদের পা থেকে অনেক বল কেড়েছি এবং আক্রমণে ওঠার জন্য অনেক জায়গাও তৈরি করতে পেরেছি । এটা আমাদের ছেলেদেরই কৃতিত্ব,” লক্ষ্যপূরণের তৃপ্তি অস্কার ব্রুঁজোর গলায় ।

আরও পড়ুন

কলকাতা, 8 ডিসেম্বর: হ্যামস্ট্রিংয়ে চোট । দু’সপ্তাহের জন্য ছিটকে গেলেন সাউল ক্রেসপো । মাঝমাঠের গুরুত্বপূর্ণ বিদেশির ছিটকে যাওয়া বড় ধাক্কা । 12 ডিসেম্বর ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল । জোড়া জয়ে ইতিমধ্যে লাস্ট বয়ের স্থান ছেড়ে এগারো নম্বরে দল । পুরো দলই নিজেদের বদলে ফেলার মেজাজে রয়েছে । যে সুযোগ পাচ্ছেন নিজেকে নিংড়ে দিচ্ছেন ।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে আইএসএলে শেষ তিনটি ম্যাচে লাল-হলুদ রক্ষণ অক্ষত । ওড়িশা এফসি ম্যাচ তাই সেই মরিয়া লড়াইয়ের গুরুত্বপূর্ণ ধাপ বলে মানছেন কোচ অস্কার ব্রুঁজো । এর মধ্যে সাউল ক্রেসপোর হ্যামস্ট্রিংয়ের চোট বড় ধাক্কা । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, ‘‘স্প্যানিশ মিডফিল্ডারের না-থাকা বড় ধাক্কা । তবে যারা আছেন, তাঁদের অভাব পূরণ করতে হবে । পরপর জয় আনন্দের ৷ তবে খেলায় গতি বাড়াতে হবে । আশা করা যায় এই বিষয়টিতে কোচ নজর দেবেন । দু’টো জয়েই খুশি হওয়ার জায়গা নেই ।’’

East Bengal FC
জোড়া জয়ে ইতিমধ্যে লাস্ট বয়ের স্থান ছেড়ে এগারো নম্বরে দল (ইটিভি ভারত)

এরই মধ্যে সাউল ক্রেসপোর চোট বড় ধাক্কা মানছে লাল-হলুদ শিবির । কোচ অস্কার ব্রুঁজো বলছেন, “সাউলের হ্যামস্ট্রিংয়ে সমস্যা । সোমবার পরীক্ষার পর জানা যাবে, ওকে কতদিন পাওয়া যাবে না । মনে হয় অন্তত সপ্তাহ দু’য়েক ওকে মাঠের বাইরে থাকতে হবে ।” চেন্নাইয়ের মাটিতে চেন্নাইয়িনকে হারানো সবসময়ই বড় পরীক্ষা । তবে দলগত প্রচেষ্টা গড়ে উঠছে দেখে কিছুটা খুশি । চেন্নাইয়িনের বিরুদ্ধে জয়ের ব্যবধান বড় হতে পারত বলে মনে করেন ।

“আমার মনে হয় 2-0 ব্যবধানটা কমই হয়েছে । দ্বিতীয়ার্ধে আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। শুধু তা-ই নয়। ওদের দখল থেকে বল ছিনিয়ে নেওয়া, দ্রুত আক্রমণে ওঠা, উপযুক্ত জায়গা তৈরি করা এবং সুযোগ তৈরি করার দিক থেকে আমরা ওদের চেয়ে এগিয়েই ছিলাম । সেই জন্যই ম্যাচটা জিততে পেরেছি”, বলছেন লাল-হলুদ চাণক্য ।

কিন্তু ওয়েন কোয়েলের দলকে হারানোর পেছনে কি কৌশল নিয়েছিলেন তিনি ? “ওদের পা থেকে অনেক বল কেড়েছি এবং আক্রমণে ওঠার জন্য অনেক জায়গাও তৈরি করতে পেরেছি । এটা আমাদের ছেলেদেরই কৃতিত্ব,” লক্ষ্যপূরণের তৃপ্তি অস্কার ব্রুঁজোর গলায় ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.