কলকাতা, 22 ফেব্রুয়ারি: একটা জয় সুপার সিক্সের দরজা খুলে দেবে। আইএসএলের ইতিহাসে প্রথমবার সুপার সিক্সে ঢুকে পড়ার সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে রাজি নয় ইস্টবেঙ্গল। নতুন বিদেশি আলেকজাণ্ডার পন্টিচকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে কোচ কার্লেস কুয়াদ্রাত জানান, আইএসএলে ইস্টবেঙ্গল কখনও পরপর দু’টো ম্যাচ জেতেনি ৷ তাই এটা দলের কাছে বড় চ্যালেঞ্জ। ফুটবলারদের ফোকাস বজায় রয়েছে । যেকোনও মূল্যে ম্যাচটা জেতার জন্য ফুটবলাররা মুখিয়ে। তাই 3 পয়েন্টের জন্য দলের প্রতিটি সদস্য ঝাঁপিয়ে পড়তে তৈরি বলে জানান কোচ কুয়াদ্রাত।
হায়দরাবাদ এফসি-কে 1-0 গোলে হারিয়ে ফের জয়ের সরণিতে উঠেছে লাল-হলুদ ব্রিগেড । আইএসএলের পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল এখন 8 নম্বরে । এবার সামনে খালিদ জামিলের জামশেদপুর এফসি। আইএসএলের প্রথম সাক্ষাতে দুই দলের লড়াই গোলশূন্য ভাবে শেষ হয়েছিল । সুপার কাপে ইস্টবেঙ্গল জয় লাভ করেছিল । এবার আইএসএলে লড়াই । জামশেদপুর এফসি ফর্মে রয়েছে । পঞ্জাব এফসিকে বড় ব্যবধানে হারিয়েছে চিমা চুকুয়ামারা। লাল-হলুদ কোচ কুয়াদ্রাত অবশ্য বলছেন, প্রতিপক্ষ সম্পর্কে হোমওয়ার্ক সেরে ফেলেছেন।
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে জামশেদপুরের খেলায় বেশ কিছু ভুল ধরা পড়েছে লাল-হলুদ কোচ কুয়াদ্রাতের চোখে। বৃহস্পতিবার সেই ভুলগুলো কাজে লাগিয়ে আইএসএলে প্রথমবার টানা দুটি জয় তুলে নিতে চান ৷ এই প্রসঙ্গেই কোচ কুয়াদ্রাত বলেন, "জামশেদপুর প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট কঠিন । শেষ কয়েকটি ম্যাচে ওরা ছন্দে ফিরেছে। আশা করছি, দল ছন্দে থেকে জয় তুলে নিতে পারবে।" তিনি আরও বলেন, "ওরা আমাদের মতই প্লে-অফের জন্য লড়াই করছে। আমরা শেষবার ওদের হারিয়েছিলাম । সেই ঘটনার পুনরাবৃত্তি চাই।"
গত ম্যাচে হায়দরাবাদ এফসি-কে হারালেও ইস্টবেঙ্গলের সেদিনের পারফরম্যান্স মোটেই ভালো ছিল না । এককথায় বলা যায় ওই ম্যাচে সৌভাগ্য ছিল ইস্টবেঙ্গলের। দুর্ভাগা হায়দরাবাদ এফসি । মাঝমাঠে ক্রেসপোর অভাব বোঝা গিয়েছিল । যদিও কোচ কুয়াদ্রাত সেই অভিযোগ মানতে রাজি নন। দলের পারফরম্যান্সে তিনি বেশ খুশি বলে জানিয়েছেন। কোচের পাশে বসে আলেজান্ডার পন্টিচ বলেন, "30 দিন দলের সঙ্গে কাটিয়ে ফেলেছি। ম্যাচের জন্য আমি প্রস্তুত । কোচ এবং ফুটবলারদের সঙ্গে কথা হয়েছে। সবাই নিজেকে উজাড় করে দেব।"
সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া সার্বিয়ান মিডফিল্ডারকে প্রথম একাদশে রাখা প্রসঙ্গে কুয়াদ্রাত প্রশ্ন এড়িয়ে যান। তবে 18 জনের দলে পন্টিচ যে থাকবেন তা পরিষ্কার। কার্ড সমস্যা কাটিয়ে হায়দরাবাদ ম্যাচে দলকে গোল করে জিতিয়ে ছিলেন ক্লেটন সিলভা । জামশেদপুর ম্যাচে ফিরছেন মহেশ নওরেম সিং এবং লালচুননুঙ্গা । আইএসএলের দ্বিতীয় পর্বের বাকি 8টি ম্যাচের প্রত্যেকটিকে ফাইনাল ধরে এগোনোর কথা বলছেন কোচ কুয়াদ্রাত ৷ "প্রতিটি ম্যাচই আলাদা । আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না । পয়েন্ট টেবিলে প্রত্যেকটি দলের ব্যবধান কম । একটি জয় অনেক কিছু বদলে দিতে পারে, " কৌশলী শোনায় কুয়াদ্রাতের কথা।
আরও পড়ুন: