ETV Bharat / sports

সুপার কাপ সেরা স্মৃতি, নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর আশ্বাস কুয়াদ্রাতের - East Bengal Bar Puja

East Bengal Bar Puja: ময়দানের বারপুজোর সঙ্গে প্রথমবার পরিচিত হলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত এবং অধিনায়ক ক্লেটন সিলভা ৷ কেন এই বারপুজো হয় ? কী এর নিয়ম ? সব জানলেন তাঁরা ৷ অভিভূত হলেন ৷ সঙ্গে নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর আশ্বাস ইস্টবেঙ্গল কোচের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 9:23 PM IST

কলকাতা, 14 এপ্রিল: নতুন বছরে ঘুরে দাঁড়ানোর আশ্বাস কার্লেস কুয়াদ্রাতের ৷ ইস্টবেঙ্গল ক্লাবের বারপুজোয় উপস্থিত হয়েছিলেন কুয়াদ্রাতের ডেপুটি ডেলগার্ডো এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা এবং শৌভিক চক্রবর্তী ৷ বারপুজো ঘিরে উন্মাদনার সঙ্গে শৌভিক পরিচিত ৷ কিন্তু, পুরো অভিজ্ঞতাটাই নতুন কুয়াদ্রাত এবং ক্লেটনের কাছে ৷ পুরো সময় ধরে পুজো দেখলেন এবং উপভোগ করলেন তাঁরা ৷ ক্লেটন পুজোর কারণ জানতে চাইলেন ৷ বারপুজো শেষে সমর্থকদের আবদারে সেলফিও তুললেন তিনি ৷

তবে, যাবতীয় উন্মাদনা ও অনুচ্চরিত আবেদন যে, নতুন মরশুমে সাফল্য উপহার, তা বুঝতে বাকি নেই তাঁদের ৷ তাই কার্লেস কুয়াদ্রাত জানিয়েছেন, এই উৎসবের সাক্ষী হওয়া নতুন অভিজ্ঞতা ৷ সবাই বাঙালি উচ্চারণে শুভ নববর্ষ বলেছেন ৷ একই সঙ্গে আশ্বস্ত করেছেন, যে লক্ষ্যে তাঁরা কাজ শুরু করেছিলেন, তা শেষ হতে চলা মরশুমে কিছুটা সফল হয়েছে ৷ নতুন মরশুমে নতুন লক্ষ্যের দিকে এগোনোর কথা বললেন ইস্টবেঙ্গল কোচ ৷ আর সেই চেষ্টায় তাঁরা যে সফল হবেন, সে ব্যাপারে নিশ্চিত তিনি ৷ ইস্টবেঙ্গলের দল গঠনেও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কুয়াদ্রাত ৷

ইস্টবেঙ্গল ক্লাবের বারপুজোয় মনোরঞ্জন ভট্টাচার্য, শিশির ঘোষ, অলোক মুখোপাধ্যায়, রঞ্জন চৌধুরী, সঞ্জয় মাঝি, বিকাশ পাঁজিদের মতো প্রাক্তন হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ৷ তবে, অবশ্যই ফেডারেশন প্রেসিডেন্ট হিসেবে নয় ৷ একজন লাল-হলুদ প্রাক্তনী হিসেবে কুয়াদ্রাতের সঙ্গে আড্ডা দিলেন ৷

তবে ফেডারেশনের সভাপতি হিসেবে তিনি জানিয়েছেন, নতুন মরশুমে তিন প্রধানের আইএসএলে খেলা বাংলার ফুটবলের দাপটের প্রত্যাবর্তনের ইঙ্গিত ৷ ক্লেটন সিলভা বারপুজোর আবহ দেখে অভিভূত ৷ তবে, লাল-হলুদ জার্সিতে সদ্য শেষ হওয়া বছরে সুপার কাপ জয়ের স্মৃতি সেরা তাঁর কাছে ৷ ডার্বিতে গোল পাওয়া আনন্দ দিয়েছে ৷ কিন্তু, তা ব্যক্তিগত ৷ ব্যক্তি ছাপিয়ে দলের সাফল্য সবার আগে, তা মনে করিয়ে দিলেন ক্লেটন ৷ দলগত প্রচেষ্টার এই ছবিটা নতুন মরশুমে আরও বেশি করে চাইছেন কুয়াদ্রাত ৷

আরও পড়ুন:

  1. দলের ভিতরের খবর না-পেলেও আক্ষেপ নেই, মোহনবাগানের বারপুজোয় এসে মন্তব্য টুটু বসুর
  2. নববর্ষের দিন জয়ে ফিরল নাইটরা, সল্টের ব্যাটে লখনউকে হারিয়ে ইতিহাস কলকাতার
  3. 'বাদশাহী জৌলুস' ভরা ইডেন, গালভরা হাসি-হাততালি দিয়ে ম্যাচ উপভোগ শাহরুখের

কলকাতা, 14 এপ্রিল: নতুন বছরে ঘুরে দাঁড়ানোর আশ্বাস কার্লেস কুয়াদ্রাতের ৷ ইস্টবেঙ্গল ক্লাবের বারপুজোয় উপস্থিত হয়েছিলেন কুয়াদ্রাতের ডেপুটি ডেলগার্ডো এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা এবং শৌভিক চক্রবর্তী ৷ বারপুজো ঘিরে উন্মাদনার সঙ্গে শৌভিক পরিচিত ৷ কিন্তু, পুরো অভিজ্ঞতাটাই নতুন কুয়াদ্রাত এবং ক্লেটনের কাছে ৷ পুরো সময় ধরে পুজো দেখলেন এবং উপভোগ করলেন তাঁরা ৷ ক্লেটন পুজোর কারণ জানতে চাইলেন ৷ বারপুজো শেষে সমর্থকদের আবদারে সেলফিও তুললেন তিনি ৷

তবে, যাবতীয় উন্মাদনা ও অনুচ্চরিত আবেদন যে, নতুন মরশুমে সাফল্য উপহার, তা বুঝতে বাকি নেই তাঁদের ৷ তাই কার্লেস কুয়াদ্রাত জানিয়েছেন, এই উৎসবের সাক্ষী হওয়া নতুন অভিজ্ঞতা ৷ সবাই বাঙালি উচ্চারণে শুভ নববর্ষ বলেছেন ৷ একই সঙ্গে আশ্বস্ত করেছেন, যে লক্ষ্যে তাঁরা কাজ শুরু করেছিলেন, তা শেষ হতে চলা মরশুমে কিছুটা সফল হয়েছে ৷ নতুন মরশুমে নতুন লক্ষ্যের দিকে এগোনোর কথা বললেন ইস্টবেঙ্গল কোচ ৷ আর সেই চেষ্টায় তাঁরা যে সফল হবেন, সে ব্যাপারে নিশ্চিত তিনি ৷ ইস্টবেঙ্গলের দল গঠনেও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কুয়াদ্রাত ৷

ইস্টবেঙ্গল ক্লাবের বারপুজোয় মনোরঞ্জন ভট্টাচার্য, শিশির ঘোষ, অলোক মুখোপাধ্যায়, রঞ্জন চৌধুরী, সঞ্জয় মাঝি, বিকাশ পাঁজিদের মতো প্রাক্তন হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ৷ তবে, অবশ্যই ফেডারেশন প্রেসিডেন্ট হিসেবে নয় ৷ একজন লাল-হলুদ প্রাক্তনী হিসেবে কুয়াদ্রাতের সঙ্গে আড্ডা দিলেন ৷

তবে ফেডারেশনের সভাপতি হিসেবে তিনি জানিয়েছেন, নতুন মরশুমে তিন প্রধানের আইএসএলে খেলা বাংলার ফুটবলের দাপটের প্রত্যাবর্তনের ইঙ্গিত ৷ ক্লেটন সিলভা বারপুজোর আবহ দেখে অভিভূত ৷ তবে, লাল-হলুদ জার্সিতে সদ্য শেষ হওয়া বছরে সুপার কাপ জয়ের স্মৃতি সেরা তাঁর কাছে ৷ ডার্বিতে গোল পাওয়া আনন্দ দিয়েছে ৷ কিন্তু, তা ব্যক্তিগত ৷ ব্যক্তি ছাপিয়ে দলের সাফল্য সবার আগে, তা মনে করিয়ে দিলেন ক্লেটন ৷ দলগত প্রচেষ্টার এই ছবিটা নতুন মরশুমে আরও বেশি করে চাইছেন কুয়াদ্রাত ৷

আরও পড়ুন:

  1. দলের ভিতরের খবর না-পেলেও আক্ষেপ নেই, মোহনবাগানের বারপুজোয় এসে মন্তব্য টুটু বসুর
  2. নববর্ষের দিন জয়ে ফিরল নাইটরা, সল্টের ব্যাটে লখনউকে হারিয়ে ইতিহাস কলকাতার
  3. 'বাদশাহী জৌলুস' ভরা ইডেন, গালভরা হাসি-হাততালি দিয়ে ম্যাচ উপভোগ শাহরুখের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.