কলকাতা, 1 অগস্ট: মোহনবাগান দিবসের দিনেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে 'ভারত গৌরব' দেওয়ার কথা ঘোষণা করেছিল লাল-হলুদ ৷ বুধবার ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে 'প্রাইড অফ বেঙ্গল' সম্মান দেওয়ার কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার 1 আগস্ট ক্লাবের 105তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে লাল-হলুদ মঞ্চ আলো করবেন এই দুই তারকা ক্রিকেটার ৷
ক্রিকেটার হিসেবে শামি ইস্টবেঙ্গলের হয়ে খেলেননি। কিন্তু বাংলা ও ভারতের হয়ে অর্জিত কৃতিত্বকে সম্মান দিতেই তাঁর হাতে 'প্রাইড অফ বেঙ্গল' সম্মান তুলে দেওয়া হবে বলে জানান লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ এদিনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতেও ‘ভারত গৌরব’ সম্মান তুলে দেওয়া হবে ৷ এমনটাই আগেই জানিয়েছিল ইস্টবেঙ্গল ৷ শুধু 'ভারত গৌরব' এবং 'প্রাইড অফ বেঙ্গল' সম্মান নয়, এবার জানানো হয়েছে বর্ষসেরাদের নামও।
ক্লাব রূপক সাহা জানিয়েছেন, লাল-হলুদের বিচারে গত মরশুমের বর্ষসেরা ফুটবলার হয়েছেন নন্দাকুমার শেখার। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের সম্মান পাচ্ছেন প্রভসুখন গিল (জীবন চক্রবর্তী স্মৃতি সম্মান)। একই সঙ্গে পিকে বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে দেওয়া হবে সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাতের হাতে। পাশাপাশি জানানো হল ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হবে জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে ৷ এছাড়াও সানিয়া মির্জার বাবা ইমরাজ আজিজ মির্জার হাতে তুলে দেওয়া হবে 'দ্য মেকার অফ এ চ্যাম্পিয়ন' সম্মান। কারণ চ্যাম্পিয়ন তৈরি করার পিছনে যাঁদের অবদান থাকে, তাঁদের সম্মানিত করতে এই পুরস্কার দেয় ইস্টবেঙ্গল ৷
বিকেলে ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠান হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ৷ সেখানেই পুরস্কার প্রাপকদের হাতে এই সব সম্মান তুলে দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মহানাগরিক ফিরহাদ হাকিম-সহ অন্যান্য বিশিষ্টরা। প্রতিবারের মতো এবারও দু’জন প্রাক্তন ফুটবলারকে জীবনকৃতি সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল। এবারে জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় (নশা সেন জীবনকৃতি সম্মান)। আরেক প্রাক্তন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন বোমকেশ বসু জীবনকৃতি পুরস্কার।
বর্ষসেরা ক্রিকেটার পাচ্ছেন সাত্যকি দত্তকে। বর্ষসেরা দুই সমর্থককেও সম্মানিত করবেন লাল-হলুদ কর্তারা। স্বপন বল স্মৃতি সম্মান পাচ্ছেন লাল-হলুদ অন্তপ্রাণ মুকুল গঙ্গোপাধ্যায় ও গনেশ দাস। সুকৃতি দত্ত ও জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের মত প্রাক্তন রেফারিদের সম্মানিত করবে ইস্টবেঙ্গল। দুই বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সারদেশাই ও সরোজ চক্রবর্তীকেও এই অনুষ্ঠানে সম্মান জানানো হবে।
ক্লাবের একশো পাঁচতম জন্মদিনে লাল-হলুদের ডেভলপমেন্ট দল ইংল্যাণ্ডের মাটিতে নেক্সট জেন কাপে নামছে। প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। অ্যাস্টন ভিলার মাঠে ইস্টবেঙ্গলের যুব দলের ভালো পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী কোচ বিনো জর্জ। ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গলের ছোটরা লাওটন টাউন এফসি-র অনূর্ধ্ব-18 দলকে 3-0 ব্যবধানে হারিয়েছে।