ব্যারাকপুর, 30 জুন: লিগের শুরুতে লাল-হলুদ ঝড়ে লণ্ডভণ্ড টালিগঞ্জ। রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে 7-1 গোলে টালিগঞ্জ অগ্রগামীকে হারাল বিনো জর্জের ইস্টবেঙ্গল। জেসিন টিকে'র জোড়া গোল ছাড়াও স্কোরশিটে নাম তুললেন শ্যামল বেসরা, আমন সিকে, সুব্রত মুর্মু, আনান্থু, সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ টালিগঞ্জের হয়ে একমাত্র গোল সঞ্জয় শর্মার।
জায়ান্ট কিলার হিসেবে টালিগঞ্জ অগ্রগামীর পরিচিতি থাকলেও সেসব এখন অতীতের ছায়ামাত্র ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে সঞ্জয় শর্মার গোল ছাড়া দলের পুরো পারফরম্যান্সই ছন্নছাড়া । অন্যদিকে সাত গোলে জিতেও উন্নতির অবকাশ রয়েছে বলে মনে করেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। এদিন ম্যাচের 15 মিনিটে শ্যামল বেসরার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গলের। তার আগে অবশ্য জোড়া সুযোগ নষ্ট করেন আমন সিকে এবং রোশল পিপি। লাল-হলুদের দ্বিতীয় গোল আমন সিকে'র। 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় ইস্টবেঙ্গল ৷
FT | A 7⃣ ⭐ performance to kickstart the season! ❤💛#JoyEastBengal #EmamiEastBengal #CFL pic.twitter.com/wd5dDB5J7J
— East Bengal FC (@eastbengal_fc) June 30, 2024
যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে সঞ্জয় শর্মার দুরন্ত গোলে ব্যবধান কমায় টালিগঞ্জ। কিন্তু ব্যবধান কমতেই আরও ঝড় তোলে 39 বারের চ্যাম্পিয়নরা। বিরতির পর সায়ন বন্দ্যোপাধ্য়ায়কে নামান বিনো জর্জ। ফলে বৈচিত্র্য বাড়ে লাল-হলুদ আক্রমণে। প্রথমে পেনাল্টি থেকে তারপর একক দক্ষতায় গোল করেন জেসিন টিকে ৷ এরপর পরিবর্ত সুব্রত মুর্মু, আনান্থু এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাইকে সাত গোলের বৃত্ত সম্পূর্ণ হয় ৷
বড় ব্যবধানে জিতে শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামে। এই দল পরিকল্পনা করে গড়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই নতুন এক স্ট্রাইকার যোগ দেওয়ারও খবর দেন তিনি। কোচ বিনো জর্জ জানান, কলকাতা লিগ থেকে ভালো ফুটবলার তৈরি করে সিনিয়র দলে পাঠানোই লক্ষ্য।