কলকাতা, 6 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডের প্রতিবাদে টিফো, ব্যানার এবং স্লোগান কলকাতা লিগের গ্যালারিতে এখন নিত্য ছবি। 9 সেপ্টেম্বর ফের প্রতিবাদে রাস্তায় নামবেন তিন প্রধানের সমর্থকরা ৷ তার আগে শুক্রবার কলকাতা পুলিশের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ম্যাচের গ্যালারিতে দেখা গেল বিশেষ ব্য়ানার ৷ যাতে লেখা, 'তিলোত্তমার রক্ত চোখ, আঁধার রাতের মশাল হোক। উই ওয়ান্ট জাস্টিস।' প্রতিবাদের আবহেই ঘরের মাঠে এদিন কলকাতা পুলিশকে 3-0 গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। সেইসঙ্গে শীর্ষে থেকেই সুপার সিক্সে পৌঁছল লাল-হলুদ ৷
দু'টি গ্রুপের মধ্যেও সর্বাধিক 34 পয়েন্ট নিয়ে পরবর্তী পর্বে পা রাখছে ইস্টবেঙ্গল ৷ যা তাদের লিগ জয়ের পথে সহায় হতে পারে ৷ ইস্টবেঙ্গলের হয়ে এদিন গোল সুনীল বাথালা, তন্ময় দাস এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের। ম্যাচের সেরা সায়ন। সুপার সিক্স আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় বিনো জর্জের দলের মোটিভেশন নিয়ে চিন্তিত ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু এদিনও তেল খাওয়া মেশিনের মত খেলল বিনোর ছেলেরা। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও গ্রাফ তাঁদের উঁচুতেই।
FT | You're now looking at the Group B toppers! 😍
— East Bengal FC (@eastbengal_fc) September 6, 2024
5️⃣ more to go! 👊#JoyEastBengal #EmamiEastBengal #CFL pic.twitter.com/IwLT1ASbcB
ম্যাচের পাঁচ মিনিটে হীরা মণ্ডলের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে প্রথম গোল সুনীল বাথালার। অন্ধ্রের ফুটবলারটি চলতি মরশুমে লাল-হলুদের আবিষ্কার। 35 মিনিটে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল তন্ময় দাসের। দূরপাল্লার ভলিতে গোল করে যান তন্ময়। বক্সের বাইরে শ্যামল বেসরার থেকে বল পেয়ে চকিতে তাঁর গোলার মত শট খুঁজে নেয় গোলের ঠিকানা ৷ দ্বিতীয়ার্ধে 70 মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জেসিন টিকে। এখনও পর্যন্ত লিগে 10 গোল করা দক্ষিণী ফুটবলার অপ্রত্যাশিতভাবে স্পটকিক পুলিশ গোলরক্ষকের হাতে মারেন।
87 মিনিটে অবশ্য সায়নকে গোলের বল সাজিয়ে দেন জেসিন ৷ শীর্ষে থেকে সুপার সিক্সে পৌঁছে ইস্টবেঙ্গল কোচ জানান, সুপার সিক্সে বাকি পাঁচ প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী। কড়া লড়াই অপেক্ষা করছে। তাই চ্যাম্পিয়নশিপ না-ভেবে একটা করে ম্যাচ ধরে এগোতে চান তিনি।