ETV Bharat / sports

বিষ্ণুর জোড়া গোল, কাস্টমসকে হেলায় উড়িয়ে সুপার সিক্স শুরু ইস্টবেঙ্গলের - CFL 2024

EAST BENGAL WIN IN CFL: যে কাস্টমসের কাছে গ্রুপ পর্বে আটকে গিয়েছিল, তাদেরই সুপার সিক্সের প্রথম ম্যাচে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল ৷ জোড়া গোল করলেন পিভি বিষ্ণু ৷

EAST BENGAL WIN IN CFL
সুপার সিক্সে জিতল ইস্টবেঙ্গল (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 12, 2024, 8:05 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: আক্রমণই আত্মরক্ষার সেরা পথ। ফুটবলে এই দর্শনে বিশ্বাস করেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। আর কলকাতা লিগে সুপার সিক্সের প্রথম ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে এই মন্ত্রেই 4-1 গোলে সহজ জয় তুলে নিল ইস্টবেঙ্গল। পিছিয়ে পড়ে এদিন বাজিমাত করে গেল লাল-হলুদ ৷ গ্রুপ পর্বে কাস্টমসের কড়া চেকিংয়েই আটকে যেতে হয়েছিল বিনো জর্জের ছেলেদের ৷ পিভি বিষ্ণুর জোড়া গোলের পাশে স্কোরশিটে নাম তুলে উজ্জ্বল শ্যামল বেসরা, আদিল আমল ৷ সবমিলিয়ে চলতি লিগের খেতাবি দৌড়ে ইস্টবেঙ্গল যেন অশ্বমেধের ঘোড়া।

এদিন ম্য়াচের 25 মিনিটে রবি হাঁসদার গোলে এগিয়ে গিয়েছিল কাস্টমস। চলতি লিগে বড় দলের বিরুদ্ধে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা কাঁটা ছড়িয়ে দিয়েছেন বারেবারে। লক্ষ্মীবারেও ইস্টবেঙ্গল মাঠে তেমনই আশঙ্কা তৈরি করেছিল। কিন্তু বিনো জর্জের ছেলেরা ধারাবাহিকভাবে চলতি লিগে অসাধারণ ফুটবল উপহার দিয়ে চলেছেন। যেখানে পিছিয়ে পড়লেও পিছিয়ে যাওয়ার লক্ষণ নেই। এদিনও প্রত্যাঘাতেই প্রতিপক্ষকে চূর্ণ করলেন তারা ৷

25 মিনিটে কাস্টমস এগিয়ে গেলেও তার আগে অন্তত গোটা ছ'য়েক সুযোগ নষ্ট করেন লাল-হলুদ ফুটবলাররা। শেষপর্যন্ত 43 মিনিটে হীরা মণ্ডলের সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান শ্যামল বেসরা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ফের গোল। এবার পিভি বিষ্ণুর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিরতির পরে খেলা শুরু হলে ফের বিষ্ণু ম্যাজিক। 51 মিনিটে বিপক্ষের একাধিক ডিফেন্ডারকে নাটমেগ করে দলের তৃতীয় গোলটি করেন তিনি। 72 মিনিটে কাস্টমসের কফিনে শেষ পেরেক আদিল আমলের।

চার গোলের পর ফের ইস্টবেঙ্গল ফুটবলাররা গোল নষ্টের প্রদর্শনীতে মাতলেন। অন্তত গোটা চারেক এমন সুযোগ নষ্ট করলেন, যা থেকে গোল না হওয়াই আশ্চর্যের ৷ ম্যাচ শেষে বিনো জর্জও জানালেন, অন্তত আট গোলে জিততে পারত দল। এদিকে বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত মহমেডান স্পোর্টিং বনাম ভবানীপুর ম্যাচে জয়ী হল সাদা-কালো শিবির। খেতাবি দৌড়ে এর ফলে আরও সুবিধা হল ইস্টবেঙ্গলের।

কলকাতা, 12 সেপ্টেম্বর: আক্রমণই আত্মরক্ষার সেরা পথ। ফুটবলে এই দর্শনে বিশ্বাস করেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। আর কলকাতা লিগে সুপার সিক্সের প্রথম ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে এই মন্ত্রেই 4-1 গোলে সহজ জয় তুলে নিল ইস্টবেঙ্গল। পিছিয়ে পড়ে এদিন বাজিমাত করে গেল লাল-হলুদ ৷ গ্রুপ পর্বে কাস্টমসের কড়া চেকিংয়েই আটকে যেতে হয়েছিল বিনো জর্জের ছেলেদের ৷ পিভি বিষ্ণুর জোড়া গোলের পাশে স্কোরশিটে নাম তুলে উজ্জ্বল শ্যামল বেসরা, আদিল আমল ৷ সবমিলিয়ে চলতি লিগের খেতাবি দৌড়ে ইস্টবেঙ্গল যেন অশ্বমেধের ঘোড়া।

এদিন ম্য়াচের 25 মিনিটে রবি হাঁসদার গোলে এগিয়ে গিয়েছিল কাস্টমস। চলতি লিগে বড় দলের বিরুদ্ধে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা কাঁটা ছড়িয়ে দিয়েছেন বারেবারে। লক্ষ্মীবারেও ইস্টবেঙ্গল মাঠে তেমনই আশঙ্কা তৈরি করেছিল। কিন্তু বিনো জর্জের ছেলেরা ধারাবাহিকভাবে চলতি লিগে অসাধারণ ফুটবল উপহার দিয়ে চলেছেন। যেখানে পিছিয়ে পড়লেও পিছিয়ে যাওয়ার লক্ষণ নেই। এদিনও প্রত্যাঘাতেই প্রতিপক্ষকে চূর্ণ করলেন তারা ৷

25 মিনিটে কাস্টমস এগিয়ে গেলেও তার আগে অন্তত গোটা ছ'য়েক সুযোগ নষ্ট করেন লাল-হলুদ ফুটবলাররা। শেষপর্যন্ত 43 মিনিটে হীরা মণ্ডলের সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান শ্যামল বেসরা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ফের গোল। এবার পিভি বিষ্ণুর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিরতির পরে খেলা শুরু হলে ফের বিষ্ণু ম্যাজিক। 51 মিনিটে বিপক্ষের একাধিক ডিফেন্ডারকে নাটমেগ করে দলের তৃতীয় গোলটি করেন তিনি। 72 মিনিটে কাস্টমসের কফিনে শেষ পেরেক আদিল আমলের।

চার গোলের পর ফের ইস্টবেঙ্গল ফুটবলাররা গোল নষ্টের প্রদর্শনীতে মাতলেন। অন্তত গোটা চারেক এমন সুযোগ নষ্ট করলেন, যা থেকে গোল না হওয়াই আশ্চর্যের ৷ ম্যাচ শেষে বিনো জর্জও জানালেন, অন্তত আট গোলে জিততে পারত দল। এদিকে বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত মহমেডান স্পোর্টিং বনাম ভবানীপুর ম্যাচে জয়ী হল সাদা-কালো শিবির। খেতাবি দৌড়ে এর ফলে আরও সুবিধা হল ইস্টবেঙ্গলের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.