কলকাতা, 12 অগস্ট: কঠিন বাধা টপকে গ্রুপ শীর্ষে ইস্টবেঙ্গল। সোমবার ঘরের মাঠে ভবানীপুরকে হারিয়ে জয় পেতেই 22 পয়েন্ট ঝুলিতে নিয়ে সবার ওপরে বিনো জর্জের ছেলেরা। লিগ টেবিলের বর্তমান পরিস্থিতিতে ইস্টবেঙ্গল বনাম ভবানীপুরের আজকের ম্যাচ ছিল শীর্ষে ওঠার লড়াই। সেই লড়াইয়ে 1-0 গোলে জয়ী কলকাতা জায়ান্টরা। ম্যাচের 6 মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল জেসিন টিকে'র।
চলতি কলকাতা লিগে বাকি দু'প্রধানের তুলনায় ইস্টবেঙ্গল অনেক বেশি ধারাবাহিক। সোমবার প্রথম দশ মিনিটের আক্রমণে জয়ের কড়ি তুলে নিল ইস্টবেঙ্গল। বাকি সময় প্রত্যাশিত ঝাঁঝটা যদিও দেখা গেল না জেসিন টিকে, সায়ন বন্দ্যোপাধ্য়ায়, তন্ময় দাসদের ফুটবলে। আক্রমণভাগে অত্যাধিক বল ধরে কেলার প্রবণতা প্রতিপক্ষকে গুছিয়ে নেওয়ার সময় দিয়েছে। ফলে গোল করার পরিস্থিতি তৈরি হয়েও নষ্ট হয়েছে একাধিক সুযোগ।
FT | A crucial win! We stay at the 🔝 of the standings! 🔴🟡#JoyEastBengal #EmamiEastBengal #CFL pic.twitter.com/jWsDelhqYr
— East Bengal FC (@eastbengal_fc) August 12, 2024
পেনাল্টি থেকে গোল করলেও দিনের সহজতম সুযোগ নষ্ট করার দায়ও জেসিনের। 18 মিনিটে ভবানীপুর গোলরক্ষক প্রিয়ন্ত সিংকে কাটিয়েও গোলে বল ঠেলতে ব্যর্থ তিনি। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে কোচ বিনো জর্জ জানান, দল জিতেছে তাতেই তিনি খুশি। কারণ, দিনের শেষে তিন পয়েন্টটাই আসল। নিজের যুক্তির সমর্থনে তিনি জানান, দল একাধিক সুযোগ তৈরি করেছে। যেখানে প্রতিপক্ষ দু-একটা সুযোগ তৈরি করা ছাড়া কিছুই করতে পারেনি। কোচ ফুটবলারদের হয়ে ব্যাটন ধরলেও দলের গুণগত মান চিন্তায় রাখবে।
বিনো জর্জ জানালেন, সুপার সিক্স নিশ্চিত হলেও খেতাব নিয়ে চিন্তা করছেন না। পাশাপাশি, ইস্টবেঙ্গলের জয়ের দিনে ব্যাপক সমালোচিত রেফারিং। বেশকিছু সিদ্ধান্ত যা দৃষ্টিকটু। ইস্টবেঙ্গল এবং ভবানীপুর দুই দলই রেফারিং নিয়ে সরব। বিনো জর্জ বলছেন রেফারিও মানুষ। তারাও নিজেদের ভুলগুলো ঠিক করার চেষ্টা করবেন। সবমিলিয়ে টানা চার জয়ে সুপার সিক্স নিশ্চিত করে ফেললেও ইস্টবেঙ্গলের চিন্তায় দলের কিছু ভুলত্রুটি। একাধিক চোট-আঘাতও চিন্তা বাড়াচ্ছে বিনোর।