ETV Bharat / sports

প্রস্তুতি ম্যাচে হারের পর আজ ইউরো অভিযান ইংল্যান্ডের, আত্মবিশ্বাসী সার্বিয়া - UEFA Euro 2024 - UEFA EURO 2024

UEFA Euro 2024: ইউরো কাপ 2024-এর তৃতীয় দিনে টুর্নামেন্টে অভিযান শুরু করছে ইংল্যান্ড ৷ যেখানে তাদের প্রতিপক্ষ সার্বিয়া, তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল ৷ কিন্তু, আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জুড বেলিংহ্যাম এবং হ্যারি কেনদের হারের পর, বেশ আত্মবিশ্বাসী সার্বিয়া ৷

ETV BHARAT
ইউয়েফা ইউরোর প্রস্তুতিতে ইংল্যান্ড এবং সার্বিয়া (ছবি- ইংল্যান্ড ও সার্বিয়া ফুটবল এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 4:17 PM IST

জেলসেনকির্চেন (জার্মানি), 16 জুন: জুড বেলিংহ্যাম, হ্যারি কেন, মার্কস ব়্যাশফোর্ড, হ্যারি ম্যাগুয়ের ৷ ইংল্যান্ড ফুটবল দলের প্রধান চার স্তম্ভ ৷ আর এই চার দ্বিগজের ইংল্যান্ডের বিরুদ্ধে আজ মাঠে নামছে সার্বিয়া ৷ উয়েফা ইউরো কাপে ইংল্যান্ড এবং সার্বিয়া একে অপরের মুখোমুখি ৷ যে ম্যাচের আগে অবশ্য আত্মবিশ্বাসী সার্বিয়ার ডুসান ভ্লাহোভিচ ৷ সেরি এ লিগে খেলা সার্বিয়ান ফুটবলারের কথায়, আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের হার থেকে তাঁরা সেই আত্মবিশ্বাস পাচ্ছেন ৷

উল্লেখ্য, ইউরো কাপ অভিযান শুরুর আগে আইসল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইংল্যান্ড ৷ সেই ম্যাচে 1-0 গোলে হেরেছিল হ্যারি কেনের দল ৷ পুরো ম্যাচেই ছন্নছাড়া ফুটবল খেলেছিলেন তাঁরা ৷ সেই ম্যাচে ইংল্যান্ডের দুর্বলতাগুলি প্রকোট হয়েছিল ৷ আর সেগুলিকেই হাতিয়ার করতে চাইছে সার্বিয়া ৷ সেরি এ লিগে জুভেন্তাসের হয়ে খেলা ভ্লাহোভিচ মনে করেন, প্রথমবার একটি স্বাধীন দেশ হিসেবে জার্মানির মাঠে ইউরো খেলতে নামা সার্বিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে এবং আগামী ম্যাচগুলিতেও ভালো পারফর্ম করবে ৷ উল্লেখ্য, গত মরশুমে জুভেন্তাসের হয়ে 16 গোল করেছিলেন ভ্লাহোভিচ নিজেই ৷

2022 কাতার বিশ্বকাপে গ্রুপ পর্যায়েই যাত্রা শেষ হয়ে গিয়েছিল সার্বিয়ার ৷ তবে, এবার আর তা হবে না-বলে মনে করেন ডুসান ভ্লাহোভিচ ৷ তাঁর মতে, ঈগল বাহিনী গ্যারেথ সাউথগেটের দলকে হারিয়েই মাঠ ছাড়বে ৷ তিনি বলেন, "কেউ কারও নজরের বাইরে নেই ৷ আমরা আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দেখেছি ৷ সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে করতে পারি ৷ কারণ, আইসল্যান্ড ওয়েম্বলির মাঠে 80 হাজার দর্শকের সামনে ইংল্যান্ডকে হারিয়েছে ৷"

খেলার আরও খবর জানুন...

তাঁর মতে, "সব কিছুই সম্ভব ৷ ইংল্যান্ড এই ম্যাচে সেরা হিসেবে নামবে ৷ হয়তো বা এই টুর্নামেন্টের সেরা দল ৷ কিন্তু, আমরা নিজেদের উপর বিশ্বাস রাখছি ৷ ধাপে ধাপে এগিয়ে যাব ৷ নিজেদের সেরাটা সময় মতো বের করে আনব ৷ তাই আমরা নিজেদের শান্ত রাখছি এবং আসন্ন ম্যাচগুলির জন্য গুরুত্বের সঙ্গে নিজেদের প্রস্তুত করছি ৷" ইউরোর গ্রুপ-সি’তে ইংল্যান্ড, সার্বিয়া ছাড়াও রয়েছে স্লোভেনিয়া এবং ডেনমার্ক ৷

জেলসেনকির্চেন (জার্মানি), 16 জুন: জুড বেলিংহ্যাম, হ্যারি কেন, মার্কস ব়্যাশফোর্ড, হ্যারি ম্যাগুয়ের ৷ ইংল্যান্ড ফুটবল দলের প্রধান চার স্তম্ভ ৷ আর এই চার দ্বিগজের ইংল্যান্ডের বিরুদ্ধে আজ মাঠে নামছে সার্বিয়া ৷ উয়েফা ইউরো কাপে ইংল্যান্ড এবং সার্বিয়া একে অপরের মুখোমুখি ৷ যে ম্যাচের আগে অবশ্য আত্মবিশ্বাসী সার্বিয়ার ডুসান ভ্লাহোভিচ ৷ সেরি এ লিগে খেলা সার্বিয়ান ফুটবলারের কথায়, আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের হার থেকে তাঁরা সেই আত্মবিশ্বাস পাচ্ছেন ৷

উল্লেখ্য, ইউরো কাপ অভিযান শুরুর আগে আইসল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইংল্যান্ড ৷ সেই ম্যাচে 1-0 গোলে হেরেছিল হ্যারি কেনের দল ৷ পুরো ম্যাচেই ছন্নছাড়া ফুটবল খেলেছিলেন তাঁরা ৷ সেই ম্যাচে ইংল্যান্ডের দুর্বলতাগুলি প্রকোট হয়েছিল ৷ আর সেগুলিকেই হাতিয়ার করতে চাইছে সার্বিয়া ৷ সেরি এ লিগে জুভেন্তাসের হয়ে খেলা ভ্লাহোভিচ মনে করেন, প্রথমবার একটি স্বাধীন দেশ হিসেবে জার্মানির মাঠে ইউরো খেলতে নামা সার্বিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে এবং আগামী ম্যাচগুলিতেও ভালো পারফর্ম করবে ৷ উল্লেখ্য, গত মরশুমে জুভেন্তাসের হয়ে 16 গোল করেছিলেন ভ্লাহোভিচ নিজেই ৷

2022 কাতার বিশ্বকাপে গ্রুপ পর্যায়েই যাত্রা শেষ হয়ে গিয়েছিল সার্বিয়ার ৷ তবে, এবার আর তা হবে না-বলে মনে করেন ডুসান ভ্লাহোভিচ ৷ তাঁর মতে, ঈগল বাহিনী গ্যারেথ সাউথগেটের দলকে হারিয়েই মাঠ ছাড়বে ৷ তিনি বলেন, "কেউ কারও নজরের বাইরে নেই ৷ আমরা আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দেখেছি ৷ সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে করতে পারি ৷ কারণ, আইসল্যান্ড ওয়েম্বলির মাঠে 80 হাজার দর্শকের সামনে ইংল্যান্ডকে হারিয়েছে ৷"

খেলার আরও খবর জানুন...

তাঁর মতে, "সব কিছুই সম্ভব ৷ ইংল্যান্ড এই ম্যাচে সেরা হিসেবে নামবে ৷ হয়তো বা এই টুর্নামেন্টের সেরা দল ৷ কিন্তু, আমরা নিজেদের উপর বিশ্বাস রাখছি ৷ ধাপে ধাপে এগিয়ে যাব ৷ নিজেদের সেরাটা সময় মতো বের করে আনব ৷ তাই আমরা নিজেদের শান্ত রাখছি এবং আসন্ন ম্যাচগুলির জন্য গুরুত্বের সঙ্গে নিজেদের প্রস্তুত করছি ৷" ইউরোর গ্রুপ-সি’তে ইংল্যান্ড, সার্বিয়া ছাড়াও রয়েছে স্লোভেনিয়া এবং ডেনমার্ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.