ETV Bharat / sports

পায়ের তলায় জাতীয় পতাকা ! ভিনেশের অভ্যর্থনায় সীমা ছাড়ালেন বজরং; দেখুন ভিডিয়ো - Bajrang Punia Insults National Flag

Bajrang Punia Criticised: দেশে ফিরেছেন ভিনেশ ফোগত ৷ প্যারিস থেকে খালি হাতে ফিরলেও কুস্তিগীরকে ‘সোনাজয়ী’র মতোই সম্মান জানিয়েছে দেশ ৷ বিমানবন্দরে ছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারাও ৷ সেখানেই যাবতীয় সীমা ছাড়িয়ে গেলেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর ৷

Bajrang Punia Criticised
পায়ের তলায় জাতীয় পতাকা ! (এক্স পোস্ট)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 17, 2024, 5:34 PM IST

Updated : Aug 17, 2024, 9:43 PM IST

নয়াদিল্লি, 17 অগস্ট: প্রেমের শহরে মেডেল ঘরে আনতে পারেননি, কিন্তু দেশবাসীর হৃদয় জিতে নিয়েছেন ৷ যদিও ভিনেশ ফোগতকে দেশবাসী বরণ করেছে ‘সোনার মেয়ে’র সম্মানেই ৷ অলিম্পিক্স শেষে দিল্লি এয়ারপোর্টে নামা ভিনেশকে বরণ করা হল জমকালো রোড শো’য়ে ৷ সেখানেই যাবতীয় সীমা ছাড়িয়ে গেলেন বজরং পুনিয়া ৷ টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগীরকে দেখা গেল জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে থাকতে ৷ যা দেখে ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা ৷

এদিন সকাল 10:30টায় দিল্লি বিমানবন্দরে নামেন ভিনেশ, উষ্ণ অভ্যর্থনায় তাঁকে স্বাগত জানানো হয় । ছিলেন বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক ৷ ফুলের তোড়া দিয়ে তাঁরা স্বাগত জানান ‘সহযোদ্ধা’কে । বিমানবন্দরের বাইরে ভিনেশের অপেক্ষায় ছিলেন কয়েক হাজার ভক্ত । তাঁকে ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় ।

ভিনেশ ফোগতের ওই অভ্যর্থনার মধ্যেই বজরং পুনিয়াকে দেখা যায় তেরঙার উপর দাঁড়িয়ে থাকতে ৷ একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বজরং একটি গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে ৷ ওই বনেটের উপরেই জাতীয় পতাকা সাঁটানো ছিল ৷ ওই ভিডিয়ো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, পুনিয়া ভিড় এবং মিডিয়াকে সামলাচ্ছিলেন, তখনই অসাবধানতাবশত তাঁর পা তেরঙা'র উপর পড়ে । যদিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়োটি ৷ কুস্তিগীরের সমালোচনায় সরব নেটিজেনরাও।

একজন লিখেছেন, ‘দেশের গর্ব, তেরঙায় পা রেখে দাঁড়িয়ে আছেন বজরং পুনিয়া ৷ এই কুস্তিগীরকে কী বলবেন ?’ আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘বজরং পুনিয়ার সবচেয়ে লজ্জাজনক কাজ ! বজরংয়ের লজ্জা পাওয়া উচিত, তিনি আমাদের জাতীয় গর্বের তেরঙার উপর দাঁড়িয়ে সাংবাদিকদের মাইক ধরেছেন ৷ আমরা জানি, বজরং পুনিয়া যেভাবেই হোক কংগ্রেসের টিকিট পাবে, ইতালীয় পরিবারকে প্রভাবিত করার জন্য এটি করার দরকার নেই ।’

নয়াদিল্লি, 17 অগস্ট: প্রেমের শহরে মেডেল ঘরে আনতে পারেননি, কিন্তু দেশবাসীর হৃদয় জিতে নিয়েছেন ৷ যদিও ভিনেশ ফোগতকে দেশবাসী বরণ করেছে ‘সোনার মেয়ে’র সম্মানেই ৷ অলিম্পিক্স শেষে দিল্লি এয়ারপোর্টে নামা ভিনেশকে বরণ করা হল জমকালো রোড শো’য়ে ৷ সেখানেই যাবতীয় সীমা ছাড়িয়ে গেলেন বজরং পুনিয়া ৷ টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগীরকে দেখা গেল জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে থাকতে ৷ যা দেখে ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা ৷

এদিন সকাল 10:30টায় দিল্লি বিমানবন্দরে নামেন ভিনেশ, উষ্ণ অভ্যর্থনায় তাঁকে স্বাগত জানানো হয় । ছিলেন বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক ৷ ফুলের তোড়া দিয়ে তাঁরা স্বাগত জানান ‘সহযোদ্ধা’কে । বিমানবন্দরের বাইরে ভিনেশের অপেক্ষায় ছিলেন কয়েক হাজার ভক্ত । তাঁকে ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় ।

ভিনেশ ফোগতের ওই অভ্যর্থনার মধ্যেই বজরং পুনিয়াকে দেখা যায় তেরঙার উপর দাঁড়িয়ে থাকতে ৷ একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বজরং একটি গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে ৷ ওই বনেটের উপরেই জাতীয় পতাকা সাঁটানো ছিল ৷ ওই ভিডিয়ো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, পুনিয়া ভিড় এবং মিডিয়াকে সামলাচ্ছিলেন, তখনই অসাবধানতাবশত তাঁর পা তেরঙা'র উপর পড়ে । যদিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়োটি ৷ কুস্তিগীরের সমালোচনায় সরব নেটিজেনরাও।

একজন লিখেছেন, ‘দেশের গর্ব, তেরঙায় পা রেখে দাঁড়িয়ে আছেন বজরং পুনিয়া ৷ এই কুস্তিগীরকে কী বলবেন ?’ আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘বজরং পুনিয়ার সবচেয়ে লজ্জাজনক কাজ ! বজরংয়ের লজ্জা পাওয়া উচিত, তিনি আমাদের জাতীয় গর্বের তেরঙার উপর দাঁড়িয়ে সাংবাদিকদের মাইক ধরেছেন ৷ আমরা জানি, বজরং পুনিয়া যেভাবেই হোক কংগ্রেসের টিকিট পাবে, ইতালীয় পরিবারকে প্রভাবিত করার জন্য এটি করার দরকার নেই ।’

Last Updated : Aug 17, 2024, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.