ETV Bharat / sports

আরজি কর কাণ্ডে প্রতিবাদের পরিকল্পনা,মোহন-ইস্ট ডার্বি বাতিল - Durand Derby Cancelled - DURAND DERBY CANCELLED

East Bengal vs Mohun Bagan: রবিবার ডুরান্ড কাপের ডার্বি বাতিল। ডুরান্ড কমিটি এবং রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পরেই ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল ৷

East Bengal vs Mohun Bagan
টিফো আতঙ্কে ডার্বি বাতিল করল প্রশাসন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 17, 2024, 2:41 PM IST

Updated : Aug 17, 2024, 5:39 PM IST

কলকাতা, 17 অগস্ট: বাতিল ডুরান্ড কাপ ডার্বি । ডুরান্ড কমিটি এবং রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পরেই ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল ৷ ডার্বি আয়োজনে সঙ্কট ঘনাচ্ছে যে তার ইঙ্গিত গত চব্বিশ ঘণ্টা আগেই মিলেছিল ৷ কারণ দু’দলের সমর্থকরা পারস্পরিক মেঠো বৈরিতা ভুলে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হওয়ার কথা বলছিলেন । টিফো নিয়ে মাঠে যাওয়ার কথা বলেছিল তারা ৷

দু’পক্ষই রাজি ছিল ৷ এই নিয়ে তৎপরতাও শুরু হয়। বিষয়টি নজর এড়ায়নি প্রশাসনের । তাই বেলা সাড়ে এগারোটায় ডার্বির সাংবাদিক সম্মেলন পিছিয়ে সাড়ে পাঁচটা করা হয় ৷ তখনই জটিলতা যে জোরালো হচ্ছে তা বোঝা যায় ৷ ইতিমধ্যে দুই প্রধানের কাছে ডার্বি বাতিলের চিঠি গিয়েছে ৷ পরে কবে আয়োজিত হবে এবং তা কলকাতার বাইরে করা হবে তার ইঙ্গিত রয়েছে ৷

East Bengal vs Mohun Bagan
আরজি কর কাণ্ডে প্রতিবাদের পরিকল্পনা (ইটিভি ভারত)

বৈঠকে পয়েন্ট ভাগ করার কথাও বলা হয়েছিল ৷ কিন্তু নক-আউট পর্বে পৌঁছনোর বিষয়টি রয়েছে ৷ কারণ ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট দু’দলই দু’টি করে ম্যাচ জিতেছে ৷ গ্রুপ শীর্ষে পৌঁছনোর বিষয়টি এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভরশীল ছিল ৷ গোলপার্থক্যে এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ ডার্বি ড্র হলে শীর্ষে থেকে নক-আউটে যাবে সবুজ-মেরুন ৷ লাল-হলুদ সেকেন্ড বেস্ট হয়ে পৌঁছবে ।

কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে প্রশাসন ডার্বি আয়োজন করার ঝুঁকি নিতে পারল না । পর্যাপ্ত পুলিশ না-থাকার কথা বলা হলেও ওয়াকিবহাল মহল বলছে, স্বাধীনতার মধ্যরাতে মেয়েদের রাত দখলের ডাকে বিপুল সমাবেশ এবং পরবর্তী সময়ে প্রতিবাদ আন্দোলন নানান স্তরে ছড়িয়ে পড়াতেই ডার্বিকে আর প্রতিবাদের মঞ্চ করে দিতে প্রশাসন রাজি নয় ৷ সব মিলিয়ে এই বাতিল আদতে প্রতিবাদীর জয় ৷

কলকাতা, 17 অগস্ট: বাতিল ডুরান্ড কাপ ডার্বি । ডুরান্ড কমিটি এবং রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পরেই ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল ৷ ডার্বি আয়োজনে সঙ্কট ঘনাচ্ছে যে তার ইঙ্গিত গত চব্বিশ ঘণ্টা আগেই মিলেছিল ৷ কারণ দু’দলের সমর্থকরা পারস্পরিক মেঠো বৈরিতা ভুলে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হওয়ার কথা বলছিলেন । টিফো নিয়ে মাঠে যাওয়ার কথা বলেছিল তারা ৷

দু’পক্ষই রাজি ছিল ৷ এই নিয়ে তৎপরতাও শুরু হয়। বিষয়টি নজর এড়ায়নি প্রশাসনের । তাই বেলা সাড়ে এগারোটায় ডার্বির সাংবাদিক সম্মেলন পিছিয়ে সাড়ে পাঁচটা করা হয় ৷ তখনই জটিলতা যে জোরালো হচ্ছে তা বোঝা যায় ৷ ইতিমধ্যে দুই প্রধানের কাছে ডার্বি বাতিলের চিঠি গিয়েছে ৷ পরে কবে আয়োজিত হবে এবং তা কলকাতার বাইরে করা হবে তার ইঙ্গিত রয়েছে ৷

East Bengal vs Mohun Bagan
আরজি কর কাণ্ডে প্রতিবাদের পরিকল্পনা (ইটিভি ভারত)

বৈঠকে পয়েন্ট ভাগ করার কথাও বলা হয়েছিল ৷ কিন্তু নক-আউট পর্বে পৌঁছনোর বিষয়টি রয়েছে ৷ কারণ ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট দু’দলই দু’টি করে ম্যাচ জিতেছে ৷ গ্রুপ শীর্ষে পৌঁছনোর বিষয়টি এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভরশীল ছিল ৷ গোলপার্থক্যে এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ ডার্বি ড্র হলে শীর্ষে থেকে নক-আউটে যাবে সবুজ-মেরুন ৷ লাল-হলুদ সেকেন্ড বেস্ট হয়ে পৌঁছবে ।

কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে প্রশাসন ডার্বি আয়োজন করার ঝুঁকি নিতে পারল না । পর্যাপ্ত পুলিশ না-থাকার কথা বলা হলেও ওয়াকিবহাল মহল বলছে, স্বাধীনতার মধ্যরাতে মেয়েদের রাত দখলের ডাকে বিপুল সমাবেশ এবং পরবর্তী সময়ে প্রতিবাদ আন্দোলন নানান স্তরে ছড়িয়ে পড়াতেই ডার্বিকে আর প্রতিবাদের মঞ্চ করে দিতে প্রশাসন রাজি নয় ৷ সব মিলিয়ে এই বাতিল আদতে প্রতিবাদীর জয় ৷

Last Updated : Aug 17, 2024, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.