কলকাতা, 27 সেপ্টেম্বর: গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ নিযুক্ত হওয়ার পর থেকে ফাঁকা ছিল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদ ৷ কে হবেন নয়া মেন্টর? চলছিল জল্পনা ৷ সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে নতুন মেন্টর হিসেবে ডোয়েন ব্র্যাভোর নাম ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ বৃহস্পতিবার রাতে সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন ব্র্যাভো ৷ পরদিন সকালেই ওয়েস্ট ইন্ডিজের জোড়া টি-20 বিশ্বজয়ী দলের সদস্যকে গম্ভীরের স্থলাভিষিক্ত করল নাইটরা ৷
নাইট সংসারে প্রবেশ করার আগে আইপিএলের আরেক ফ্র্য়াঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করলেন ব্র্যাভো ৷ সিএসকে'র হয়ে চারবারের আইপিএল জয়ী ক্য়ারিবিয়ান ক্রিকেটার গত দু'টি মরশুমে ইয়েলো ব্রিগেডের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন ৷ সেই পদ ছেড়ে নয়া চ্যালেঞ্জ নিয়ে কলকাতায় এলেন ব্র্যাভো ৷
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো'র তরফে জানানো হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের মাঝেই নাইট শিবিরের সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ব্র্যাভো ৷ দু'জনের মধ্যে দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ৷ কেবল কলকাতা নাইট রাইডার্স নয়, বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্য়াঞ্চাইজি লিগে নাইটদের সবক'টি দলেরই (ত্রিনবাঙ্গো নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এবং আবু ধাবি নাইট রাইডার্স) মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ব্র্যাভো ৷
Say hello to our new Mentor, DJ 'sir champion' Bravo! 💜
— KolkataKnightRiders (@KKRiders) September 27, 2024
Welcome to the City of Champions! 🎶🏆 pic.twitter.com/Kq03t4J4ia
ক্যারিবিয়ান ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজির মেন্টর পদে বসানো নিয়ে বিবৃতিতে সিইও ভেঙ্কি মাইসোর বলেন, "ব্র্যাভোর আমাদের দলে যোগদান একটা দুর্দান্ত ব্যাপার ৷ জয়ের খোঁজে ওর নিরন্তর পরিশ্রম, সঙ্গে ওর প্রচুর অভিজ্ঞতা ও জ্ঞান দলের ক্রিকেটারদের উপকৃত করবে ৷" অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়ে ব্র্যাভো জানান, ক্রিকেটার থেকে মেন্টর কিংবা কোচ হিসেবে নিজেকে গড়ে তোলার যে প্রক্রিয়া; সেই প্রক্রিয়ায় নাইট রাইডার্স তাঁর জন্য সেরা প্ল্যাটফর্ম ৷