ETV Bharat / sports

আট ছক্কায় পন্তের প্রত্যাবর্তন, ঋষভের ব্যাটে দু’শো পার দিল্লির - IPL 2024 - IPL 2024

Indian Premier League 2024: প্রথমে ব্যাট করতে নেমে সুরটা বেঁধে দিলেন ঋষভ পন্ত ৷ অধিনায়কোচিত 88 রানের ইনিংসে দিল্লি স্কোরবোর্ডে হাজার ওয়াটের আলো জ্বাললেন তিনি ৷

IPL 2024
আট ছক্কায় পন্তের প্রত্যাবর্তন, ঋষভের ব্যাটে দু’শো পার দিল্লির
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 9:39 PM IST

Updated : Apr 24, 2024, 10:31 PM IST

নয়াদিল্লি, 24 এপ্রিল: 43 বলে 88 রান ৷ ইনিংস সাজানো 8টি ছয় ও 5টি চারে ৷ স্ট্রাইক রেট 204.65 ৷ মৃত্যুকে জয় করে বাইশ গজে ফেরা ঋষভ কি আরও ধারালো ? রশিদ খান ছাড়া গুজরাত টাইটান্সের বেঞ্চে তেমন বোলার না-থাকলেও পন্তের কৃতিত্ব তাতে কোনওভাবে খাটো করা যাবে না ৷ অধিনায়ককে সঙ্গ দিলেন 66 রান করা অক্ষর প্যাটেল ৷ দু’জনের দাপটে স্কোরবোর্ডে 224 রান তুলল দিল্লি ক্যাপিটালস ৷

ঋষভ-অক্ষরের দাপট চললেও এদিন ব্যর্থ পৃথ্বী শ ও জ্যাক ফ্র্যাসার-ম্যাকগার্ক ৷ 11 রান এসেছে পৃথ্বীর ব্যাটে ৷ 23 রান করে ক্রিজ ছেড়েছেন ম্যাকগার্ক ৷ 5 রান এসেছে সাই হোপের ব্য়াট থেকে ৷ 26 রান করে অপরাজিত ট্রিস্টান স্টাবস ৷

সমস্ত কিছু ঠিক থাকলে বিশ্বকাপের দলের ফিরতে চলেছেন 2022 সালের ডিসেম্বরে পথ দুর্ঘটনায় বেঁচে ফেরা পন্ত ৷ বিসিসিআই’য়ের এক সূত্র ইটিভি ভারতকে জানিয়েছিল, আইপিএল শেষ হতে এখনও অনেক দেরি ৷ পন্তের উপর কড়া নজর রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ এই ফর্ম ধরে রাখতে পারলে ডিস্টিংশন পাবেন দিল্লির স্টাম্পার-ব্যাটার ৷

2019 সালের 4 মে শেষবার অরুণ জেটলি স্টেডিয়ামে ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন ঋষভ পন্ত ৷ এরপরের বছর 2020 সালের আইপিএল করোনা অতিমারির কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে চলে যায় ৷ পরের মরশুমে দিল্লিতে কয়েকটি ম্যাচ খেলা হলেও, সেখানে ক্যাপিটালসের ম্যাচ ছিল না ৷ কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে, সেই সময়ও টুর্নামেন্ট মরুদেশে সরিয়ে নেওয়া হয় ৷ 2022 সালে পুরো টুর্নামেন্ট মহারাষ্ট্রের তিনটি স্টেডিয়ামে আয়োজিত হয় ৷ আর পরের বছর ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ক্রিকেট থেকেই দূরে সরে যান ঋষভ ৷

হায়দরাবাদের বিরুদ্ধে 20 এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে 5 বছর পর প্রত্যাবর্তন হয়েছে ঋষভ পন্তের ৷ 44 রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি অধিনায়ক ৷ দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চেনালেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে আবেগঘন প্রত্যাবর্তনের অপেক্ষায় পন্ত, সামনে সানরাইজার্সের বিস্ফোরক ব্যাটিং
  2. ঋষভের প্রত্যাবর্তন মানুষের কাছে সত্যিকারের অনুপ্রেরণা, মত ওয়াটসনের
  3. বিয়াল্লিশেও রেকর্ড ফিনিশার ধোনির, দিল্লির জয়েও জরিমানা গুনলেন পন্ত

নয়াদিল্লি, 24 এপ্রিল: 43 বলে 88 রান ৷ ইনিংস সাজানো 8টি ছয় ও 5টি চারে ৷ স্ট্রাইক রেট 204.65 ৷ মৃত্যুকে জয় করে বাইশ গজে ফেরা ঋষভ কি আরও ধারালো ? রশিদ খান ছাড়া গুজরাত টাইটান্সের বেঞ্চে তেমন বোলার না-থাকলেও পন্তের কৃতিত্ব তাতে কোনওভাবে খাটো করা যাবে না ৷ অধিনায়ককে সঙ্গ দিলেন 66 রান করা অক্ষর প্যাটেল ৷ দু’জনের দাপটে স্কোরবোর্ডে 224 রান তুলল দিল্লি ক্যাপিটালস ৷

ঋষভ-অক্ষরের দাপট চললেও এদিন ব্যর্থ পৃথ্বী শ ও জ্যাক ফ্র্যাসার-ম্যাকগার্ক ৷ 11 রান এসেছে পৃথ্বীর ব্যাটে ৷ 23 রান করে ক্রিজ ছেড়েছেন ম্যাকগার্ক ৷ 5 রান এসেছে সাই হোপের ব্য়াট থেকে ৷ 26 রান করে অপরাজিত ট্রিস্টান স্টাবস ৷

সমস্ত কিছু ঠিক থাকলে বিশ্বকাপের দলের ফিরতে চলেছেন 2022 সালের ডিসেম্বরে পথ দুর্ঘটনায় বেঁচে ফেরা পন্ত ৷ বিসিসিআই’য়ের এক সূত্র ইটিভি ভারতকে জানিয়েছিল, আইপিএল শেষ হতে এখনও অনেক দেরি ৷ পন্তের উপর কড়া নজর রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ এই ফর্ম ধরে রাখতে পারলে ডিস্টিংশন পাবেন দিল্লির স্টাম্পার-ব্যাটার ৷

2019 সালের 4 মে শেষবার অরুণ জেটলি স্টেডিয়ামে ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন ঋষভ পন্ত ৷ এরপরের বছর 2020 সালের আইপিএল করোনা অতিমারির কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে চলে যায় ৷ পরের মরশুমে দিল্লিতে কয়েকটি ম্যাচ খেলা হলেও, সেখানে ক্যাপিটালসের ম্যাচ ছিল না ৷ কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে, সেই সময়ও টুর্নামেন্ট মরুদেশে সরিয়ে নেওয়া হয় ৷ 2022 সালে পুরো টুর্নামেন্ট মহারাষ্ট্রের তিনটি স্টেডিয়ামে আয়োজিত হয় ৷ আর পরের বছর ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ক্রিকেট থেকেই দূরে সরে যান ঋষভ ৷

হায়দরাবাদের বিরুদ্ধে 20 এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে 5 বছর পর প্রত্যাবর্তন হয়েছে ঋষভ পন্তের ৷ 44 রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি অধিনায়ক ৷ দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চেনালেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে আবেগঘন প্রত্যাবর্তনের অপেক্ষায় পন্ত, সামনে সানরাইজার্সের বিস্ফোরক ব্যাটিং
  2. ঋষভের প্রত্যাবর্তন মানুষের কাছে সত্যিকারের অনুপ্রেরণা, মত ওয়াটসনের
  3. বিয়াল্লিশেও রেকর্ড ফিনিশার ধোনির, দিল্লির জয়েও জরিমানা গুনলেন পন্ত
Last Updated : Apr 24, 2024, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.