ETV Bharat / sports

ঝোড়ো অর্ধশতরান পন্তের, ধোনির নজিরের দিনে চেন্নাইয়ের সামনে কঠিন লক্ষ্যমাত্রা - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 9:41 PM IST

Updated : Mar 31, 2024, 10:58 PM IST

Indian Premier League 2024: বিশাখাপত্তনমের মাঠে ঋষভ পন্তের ব্যাটিং গর্জন দেখলেন ক্রিকেটপ্রেমীরা ৷ তাঁর ব্যাটে ভর করে দিল্লি তুলল 191 রান। সিএসকে'র বিরুদ্ধে 32 বলে 51 রান করে প্রায় দেড় বছর ধরে ছেদ পড়ে থাকা ঝুলিতে তুললেন অর্ধশতরানের রেকর্ড ৷ পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন নজির গড়েন ধোনিও ৷ প্রথম উইকেটকিপার হিসাবে টি20-তে 300তম শিকার করলেন ধোনি।

Indian Premier League 2024
Indian Premier League 2024

বিশাখাপত্তনম, 31 মার্চ: প্রায় দেড় বছর বাইশ গজে কোনও রেকর্ডে ছিলেন না ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত ৷ রুরকি দুর্ঘটনার কালো অধ্যায় পেরিয়ে চলতি আইপিএলে 'মৃত্যুঞ্জয়ী' হয়ে ক্রিকেট মাঠে ফিরেছেন দিল্লি অধিনায়ক ৷ রবিবার বিশাখাপত্তনমে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে নেমে সিদ্ধান্ত নিয়ে ছেদ পড়ে থাকা রেকর্ডের খাতা খুললেন পন্ত ৷ 32 বলে 51 রান করে দলকে এগিয়ে নিয়ে গেলেন চেন্নাইকে টক্কর দিতে ৷ প্রথমে ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান এবং পরে অধিনায়কের ব্যাটে ইয়েলো আর্মিকে 191 রানের কঠিন লক্ষ্যমাত্রা দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল ৷

দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত কোটিপতি লিগে প্রত্যাবর্তনের পর প্রথম দু'টি ম্যাচে খুব বেশি রান করতে পারেননি। স্বাভাবিকভাবেই ফর্ম ফিরে পেতে সময় লাগছিল তাঁর। তৃতীয় ম্যাচে এসে তাঁর ব্যাট আর খামোশ থাকল না ৷ তিনি যে কতটা প্রতিভাবান ব্যাটার এবং পারফর্মার, রবিবার বিশাখাপত্তনমে তা বুঝিয়ে দিলেন ৷ সেইসঙ্গে এটাও বুঝিয়ে দিলেন যে, প্রয়োজনে যে কোনও সময় তিনি ব্যাট হাতে খুনে মেজাজ ধারণ করতে পারেন। এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে 32 বলে 51 রানের ইনিংসে তিনটি ছক্কা এবং চারটি চার হাঁকালেন তিনি।

ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারকে সঙ্গে করে ক্রিজে নামেন পৃথ্বী শ ৷ পৃথ্বী শ'য়ের ব্যাট থেকে এদিন আসে 42 রান ৷ অজি ব্যাটার ডেভিড ওয়ার্নারও দলকে 191 রানে পৌঁছতে সাহায্য করেন ৷ 52 রানের দুরন্ত ইনিংস খেলেন অজি ব্যাটার ৷ বাকি ব্যাটাররা কেউই 20 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ পালটা চেন্নাইয়ের মাথিসা পাথিরানা 31 রান দিয়ে 3টি উইকেট নেন ৷ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ত্রিস্তান স্টাবসকে ফেরান দাগ-আউটে ৷ একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও মুস্তাফিজুর ৷

  • এদিন ইয়েলো ব্রিগেডের নম্বর 7 জার্সি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির আরও এক নজির গড়েন ৷ প্রথম স্টাম্পার-ব্যাটার হিসাবে টি20 ক্রিকেটে 300 শিকারের নজির গড়লেন বিয়াল্লিশের মাহি ৷ এরমধ্যে উইকেটের পিছনে দাঁড়িয়ে 213টি ক্যাচ ও 87টি স্টাম্প ৷

আরও পড়ুন:

  1. শেষবেলায় ঝোড়ো ইনিংস সামাদের, হায়দরাবাদকে 162 রানে বাঁধল গিলের গুজরাত
  2. ঘরের মাঠে দাপুটে জয়, 7 উইকেটে হায়দরাবাদ 'বধ' গিল ব্রিগেডের
  3. বিশাখাপত্তনমে টস জিতে ব্যাটিং পন্তদের, জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ধোনিরা

বিশাখাপত্তনম, 31 মার্চ: প্রায় দেড় বছর বাইশ গজে কোনও রেকর্ডে ছিলেন না ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত ৷ রুরকি দুর্ঘটনার কালো অধ্যায় পেরিয়ে চলতি আইপিএলে 'মৃত্যুঞ্জয়ী' হয়ে ক্রিকেট মাঠে ফিরেছেন দিল্লি অধিনায়ক ৷ রবিবার বিশাখাপত্তনমে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে নেমে সিদ্ধান্ত নিয়ে ছেদ পড়ে থাকা রেকর্ডের খাতা খুললেন পন্ত ৷ 32 বলে 51 রান করে দলকে এগিয়ে নিয়ে গেলেন চেন্নাইকে টক্কর দিতে ৷ প্রথমে ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান এবং পরে অধিনায়কের ব্যাটে ইয়েলো আর্মিকে 191 রানের কঠিন লক্ষ্যমাত্রা দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল ৷

দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত কোটিপতি লিগে প্রত্যাবর্তনের পর প্রথম দু'টি ম্যাচে খুব বেশি রান করতে পারেননি। স্বাভাবিকভাবেই ফর্ম ফিরে পেতে সময় লাগছিল তাঁর। তৃতীয় ম্যাচে এসে তাঁর ব্যাট আর খামোশ থাকল না ৷ তিনি যে কতটা প্রতিভাবান ব্যাটার এবং পারফর্মার, রবিবার বিশাখাপত্তনমে তা বুঝিয়ে দিলেন ৷ সেইসঙ্গে এটাও বুঝিয়ে দিলেন যে, প্রয়োজনে যে কোনও সময় তিনি ব্যাট হাতে খুনে মেজাজ ধারণ করতে পারেন। এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে 32 বলে 51 রানের ইনিংসে তিনটি ছক্কা এবং চারটি চার হাঁকালেন তিনি।

ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারকে সঙ্গে করে ক্রিজে নামেন পৃথ্বী শ ৷ পৃথ্বী শ'য়ের ব্যাট থেকে এদিন আসে 42 রান ৷ অজি ব্যাটার ডেভিড ওয়ার্নারও দলকে 191 রানে পৌঁছতে সাহায্য করেন ৷ 52 রানের দুরন্ত ইনিংস খেলেন অজি ব্যাটার ৷ বাকি ব্যাটাররা কেউই 20 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ পালটা চেন্নাইয়ের মাথিসা পাথিরানা 31 রান দিয়ে 3টি উইকেট নেন ৷ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ত্রিস্তান স্টাবসকে ফেরান দাগ-আউটে ৷ একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও মুস্তাফিজুর ৷

  • এদিন ইয়েলো ব্রিগেডের নম্বর 7 জার্সি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির আরও এক নজির গড়েন ৷ প্রথম স্টাম্পার-ব্যাটার হিসাবে টি20 ক্রিকেটে 300 শিকারের নজির গড়লেন বিয়াল্লিশের মাহি ৷ এরমধ্যে উইকেটের পিছনে দাঁড়িয়ে 213টি ক্যাচ ও 87টি স্টাম্প ৷

আরও পড়ুন:

  1. শেষবেলায় ঝোড়ো ইনিংস সামাদের, হায়দরাবাদকে 162 রানে বাঁধল গিলের গুজরাত
  2. ঘরের মাঠে দাপুটে জয়, 7 উইকেটে হায়দরাবাদ 'বধ' গিল ব্রিগেডের
  3. বিশাখাপত্তনমে টস জিতে ব্যাটিং পন্তদের, জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ধোনিরা
Last Updated : Mar 31, 2024, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.