ETV Bharat / sports

বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনায় আইপিএলের বিশেষ প্রভাব নেই, স্পষ্ট করলেন রোহিত - Rohit Sharma on T20 WC Squad

Rohit Sharma: বৃহস্পতিবার নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরকে নিয়ে মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন রোহিত ৷ সেখানে বিশ্বকাপের দলবাছাই নিয়ে নিজেদের মতপোষণ করলেন অধিনায়ক এবং প্রধান নির্বাচক ৷ বললেন নানা কথা ৷

Rohit Sharma
রোহিত শর্মা (RKC (Getty))
author img

By PTI

Published : May 2, 2024, 8:01 PM IST

মুম্বই, 2 মে: আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে চার স্পিনার নেওয়ার বিষয়টি জলের মতো পরিষ্কার ছিল আগে থেকেই ৷ পাশাপাশি আইপিএল পারফরম্যান্স যে এই দলগঠনে খুব একটা প্রভাব ফেলেনি, স্পষ্ট করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ দলঘোষণার 48 ঘণ্টা পর বৃহস্পতিবার নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরকে নিয়ে মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন রোহিত ৷ সেখানেই বিশ্বকাপের দলগঠন নিয়ে মুখ খোলেন তিনি ৷

ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের জন্য ভারতের ঘোষিত 15 জনের দলে দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল ছাড়াও রয়েছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মতো স্পিনিং অলরাউন্ডার ৷ যা বেশ বৈচিত্র্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এবিষয়ে 'হিটম্য়ান' এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি বিশদে যেতে চাই না ৷ তবে নিঃসন্দেহে আমরা চার স্পিনারকেই স্কোয়াডে চেয়েছিলাম ৷ ওখানে আমরা অনেক ম্যাচ খেলেছি ৷ সকাল 10টায় বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ৷ সুতরাং এর পিছনে টেকনিক্য়াল অনেক বিষয় আছে ৷"

যদিও চার স্পিনারে স্কোয়াড ঘোষণার আসল কারণ জানাতে এদিন নারাজ ছিলেন রোহিত ৷ তবে ভারত অধিনায়ক এটুকু জানালেন যে, এতে দলে ভারসাম্য় বেড়েছে ৷ একইসঙ্গে প্রতিপক্ষকে বুঝে চার স্পিনার ব্যবহারের পক্ষে সওয়াল করলেন তিনি ৷ মুম্বইকর আরও জানান, স্কোয়াডের 70-80 শতাংশ নির্বাচন আইপিএল শুরুর আগেই নির্ধারিত ছিল ৷ তবে কয়েকটা জায়গা যে আইপিএলের পারফরম্যান্স দেখার পরই নির্ধারিত হয়েছে, সে কথা অস্বীকার করেননি রোহিত ৷

এদিনের সম্মেলনে বিশ্বকাপে রোহিতের ডেপুটির দায়িত্ব পালন করতে চলা হার্দিক পান্ডিয়াকে নিয়ে মতামত জানান আগরকর ৷ বরোদা ক্রিকেটারকে সমর্থন করে তিনি বলেন, "সহ-অধিনায়কত্ব নিয়ে আগে কিছু আলোচনা হয়নি ৷ চলতি আইপিএলে এখনও পর্যন্ত সব ম্যাচই খেলেছে ও (হার্দিক পান্ডিয়া) ৷ বিশ্বকাপের প্রথম ম্য়াচের আগে এখনও এক মাসের বেশি সময় রয়েছে ৷ হার্দিক ফিট থাকলে দলে ওর কোনও বিকল্পই হয় না ৷"

আরও পড়ুন:

  1. বিশ্বকাপে রোহিতের ডেপুটি পান্ডিয়া, ঘোষিত 15 সদস্যের ভারতীয় দল
  2. আর্চারকে ফিরিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপের দলঘোষণা ইংরেজদের

মুম্বই, 2 মে: আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে চার স্পিনার নেওয়ার বিষয়টি জলের মতো পরিষ্কার ছিল আগে থেকেই ৷ পাশাপাশি আইপিএল পারফরম্যান্স যে এই দলগঠনে খুব একটা প্রভাব ফেলেনি, স্পষ্ট করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ দলঘোষণার 48 ঘণ্টা পর বৃহস্পতিবার নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরকে নিয়ে মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন রোহিত ৷ সেখানেই বিশ্বকাপের দলগঠন নিয়ে মুখ খোলেন তিনি ৷

ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের জন্য ভারতের ঘোষিত 15 জনের দলে দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল ছাড়াও রয়েছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মতো স্পিনিং অলরাউন্ডার ৷ যা বেশ বৈচিত্র্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এবিষয়ে 'হিটম্য়ান' এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি বিশদে যেতে চাই না ৷ তবে নিঃসন্দেহে আমরা চার স্পিনারকেই স্কোয়াডে চেয়েছিলাম ৷ ওখানে আমরা অনেক ম্যাচ খেলেছি ৷ সকাল 10টায় বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ৷ সুতরাং এর পিছনে টেকনিক্য়াল অনেক বিষয় আছে ৷"

যদিও চার স্পিনারে স্কোয়াড ঘোষণার আসল কারণ জানাতে এদিন নারাজ ছিলেন রোহিত ৷ তবে ভারত অধিনায়ক এটুকু জানালেন যে, এতে দলে ভারসাম্য় বেড়েছে ৷ একইসঙ্গে প্রতিপক্ষকে বুঝে চার স্পিনার ব্যবহারের পক্ষে সওয়াল করলেন তিনি ৷ মুম্বইকর আরও জানান, স্কোয়াডের 70-80 শতাংশ নির্বাচন আইপিএল শুরুর আগেই নির্ধারিত ছিল ৷ তবে কয়েকটা জায়গা যে আইপিএলের পারফরম্যান্স দেখার পরই নির্ধারিত হয়েছে, সে কথা অস্বীকার করেননি রোহিত ৷

এদিনের সম্মেলনে বিশ্বকাপে রোহিতের ডেপুটির দায়িত্ব পালন করতে চলা হার্দিক পান্ডিয়াকে নিয়ে মতামত জানান আগরকর ৷ বরোদা ক্রিকেটারকে সমর্থন করে তিনি বলেন, "সহ-অধিনায়কত্ব নিয়ে আগে কিছু আলোচনা হয়নি ৷ চলতি আইপিএলে এখনও পর্যন্ত সব ম্যাচই খেলেছে ও (হার্দিক পান্ডিয়া) ৷ বিশ্বকাপের প্রথম ম্য়াচের আগে এখনও এক মাসের বেশি সময় রয়েছে ৷ হার্দিক ফিট থাকলে দলে ওর কোনও বিকল্পই হয় না ৷"

আরও পড়ুন:

  1. বিশ্বকাপে রোহিতের ডেপুটি পান্ডিয়া, ঘোষিত 15 সদস্যের ভারতীয় দল
  2. আর্চারকে ফিরিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপের দলঘোষণা ইংরেজদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.