কলকাতা, 27 জুলাই: গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন, আইএসএলে প্রথমবারের জন্য লিগ-শিল্ড জয় ৷ গত বছর দ্বিমুকুটজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট শনিবার যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড অভিযান শুরু করছে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে ৷
শুক্রবার ক্লাবের মাঠে বিজ্ঞাপনী বোর্ডে দেখা গেল ‘হোম অব দ্য চ্যাম্পিনয়ন্স’। কিন্ত কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনে এখনও পর্যন্ত নড়বড়ে সুপার জায়ান্ট। শনিবার রিজার্ভ দল নিয়েই ডুরান্ড কাপে জম্মু-কাশ্মীরের ডাউনটাউন হিরোজ এফসি-র বিরুদ্ধে অভিযান শুরু করছে বাস্তব রায়ের সবুজ-মেরুন। ম্যাচের 24 ঘণ্টা আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোচ বাস্তব রায় বলেন, "ঘুরে দাঁড়ানোই আমাদের মোটিভেশন ৷" একই সঙ্গে তিনি আরও বলেন, "কলকাতা লিগের ব্যর্থতা দ্রুত ভুলতে হবে। ডুরান্ড কাপের মত সর্বভারতীয় টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করার জন্য মরিয়া হয়ে রয়েছে ছেলেরা ।"
বৃহস্পতিবার অনুশীলনে যোগ দিয়েছেন মোহনবাগানের নতুন স্কটিশ ডিফেন্ডার টম অলড্রেড। প্রথম দিন তাঁকে বল পায়ে দেখা না-গেলেও, দ্বিতীয় দিনেই পুরোদমে অনুশীলন করলেন তিনি ৷ পাশাপাশি প্রথম দিন দলে যোগ দিয়েই মাঠে নেমে পড়লেন ধীরাজ সিং। শুরুতে বেশ কিছুক্ষণ শারীরিক অনুশীলন করালেন কোচ। এদিন অনুশীলনে টম অলড্রেড এবং ধীরাজ সিংকে রেখেই পরিকল্পনা করেন তিনি। সুমিত রাঠি, রাজ বাসফোরের সঙ্গে আশিস রাই এবং টম অলড্রেডকে খেলিয়ে দেখে নিলেন তিনি।
মাঝমাঠে অভিষেক সূর্যবংশীর সঙ্গী হলেন গ্লেন মার্টিন্স। কখনও টাইসন, আবার কখনও এংসন উইং দিয়ে আক্রমণ তৈরি করলেন। অনুশীলনে দীর্ঘ সময় সেট পিসের মহড়া দিতে দেখা গেল বাগান ফুটবলারদের। টম অলড্রেডকে রেখেই সেট পিস অনুশীলন করালেন বাস্তব রায়।
অনুশীলনের একেবারে শেষ দিকে পেনাল্টির প্রস্তুতিও সেরে নিলেন বাগান কোচ। অনুশীলন শেষের আগে কোচ ও ফিজিও-র সঙ্গে কথা বলতে দেখা গেল টম অলড্রেড। তবে আজ ডুরান্ড কাপের প্রথম ম্যাচে স্কটিশ ডিফেন্ডারকে মাঠে দেখা যাবে কি না, তা নিশ্চিত নয় ৷ ডাউনটাউন হিরোজ সম্পূর্ণ অচেনা প্রতিপক্ষ, তাই বিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ। খুব বেশিদিন দায়িত্ব হাতে পাননি বাস্তব রায়। তবুও একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চান তিনি।
সাংবাদিক সম্মেলনে এদিন কোচের সঙ্গে উপস্থিত ছিলেন ধীরাজ সিং। দীর্ঘদিন পর আবার মোহনবাগানে ফিরেছেন তিনি। ধীরাজ বললেন "মোহনবাগানের মত বড় দলে ফিরে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছি ৷"