মুম্বই, 28 মে: দ্রাবিড়ীয় যুগ সমাপ্ত হতে চলেছে আগামী 2 জুন থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপের পর ৷ রোহিত শর্মাদের পরবর্তী হেডস্যর কে ? তা নিয়ে জল্পনা চলছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে ৷ সপ্তাহ দু'য়েক আগে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের নয়া হেড কোচ নিয়ে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ৷ আবেদনের সময়সীমা শেষ হয়েছে সোমবার ৷ কে হবেন দ্রাবিড়ের উত্তরসূরি ? তা নিয়ে জোর জল্পনা ৷ বিরাট-রোহিতদের হেডস্যর হওয়ার দৌড়ে রয়েছেন মেন্টর হিসেবে কেকেআর-কে আইপিএল ট্রফি দেওয়া গৌতম গম্ভীর৷
গত 26 মে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই গম্ভীরের চাহিদা আরও বেড়ে গিয়েছে ৷ তবে নাইট শিবিরের মেন্টর ভারতীয় কোচ পদের আবেদন করেছেন কি না, তা এখনও জানা যায়নি। তবে বিসিসিআই এখনও কোচের দৌড়ে কোনও বড় নাম জমা পড়েনি বলেই শোনা যাচ্ছে। বোর্ড সচিব জয় শাহ আবেদন নেওয়ার বিজ্ঞপ্তি দিনই জানিয়ে দিয়েছিলেন, কোচ হিসাবে এমন কাউকে খোঁজা হচ্ছে, যিনি ভারতের ঘরোয়া ক্রিকেট সম্পর্কে খুব ভালো করে অবগত ৷
গত 14 মে বিসিসিআই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দেয়। ওয়েবসাইটে একটি গুগল ফর্মের লিঙ্ক দেয় বিসিসিআই, যেখানে ইচ্ছুক ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন। 27 মে সন্ধে 6টা পর্যন্ত আবেদন করা যেত। সেই সময়সীমা শেষ হওয়ার পরেই দেখা যায় যে 3 হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে ভারতের হেড কোচ হতে চেয়ে। সবথেকে বড় ব্যাপার ভারতীয় কোচ পদের আবেদনের তালিকায় রয়েছে হেভিওয়েট নাম।