রাজকোট, 18 ফেব্রুয়ারি: শতরান পূর্ণ করেছিলেন গতকালই ৷ রাজকোটে রবিবার তৃতীয় টেস্টের চতুর্থদিন মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিশতরান পূর্ণ করে ফেললেন যশস্বী জয়সওয়াল ৷ ভাইজ্যাগে গত ম্যাচের পর কেরিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকালেন তরুণ ভারতীয় ওপেনার ৷ চতুর্থদিন মধ্যাহ্নভোজের বিরতিতে 149 রানে অপরাজিত ছিলেন যশস্বী ৷ বিরতি থেকে ফিরে ইংরেজদের বোলারদের প্রতি আরও নির্মম হয়ে ওঠেন বাঁ-হাতি ওপেনার ৷ 231 বলে এদিন দ্বিশতরান পূর্ণ করেন তিনি ৷ যশস্বী দ্বিশতরান পূর্ণ করার পরই দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ ভারতের রান তখন 4 উইকেটে 430 ৷ সবমিলিয়ে রাজকোট টেস্টে ইংরেজদের সামনে পাহাড়প্রমাণ 557 রানের লক্ষ্যমাত্রা খাড়া করল ভারত ৷
যশস্বীর ধ্রুপদী 214 রানের ইনিংসে ছিল 14টি চার এবং 12টি ছয় ৷ দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন সরফরাজ খান ৷ 72 বলে 68 রানে অপরাজিত থাকলেন তিনি ৷ যদিও শতরানের দোরগোড়া থেকে ফিরতে হল গতম্যাচের শতরানকারী শুভমন গিল ৷ শতরান থেকে ন'রান দূরে রান-আউট হয়ে ফিরতে হল পঞ্জাব ব্যাটারকে ৷
শতরান পূর্ণ করার পর রবিবার তৃতীয়দিনের খেলা শেষ হওয়ার কয়েক ওভার আগে 104 রানের মাথায় আহত ও অবসৃত হন যশস্বী ৷ 2 উইকেটে 196 রান নিয়ে চতুর্থদিন খেলা শুরু করেন দুই ভারতীয় ব্যাটার শুভমন গিল ও কুলদীপ যাদব ৷ 91 রানে গিল প্য়াভিলিয়নে ফিরে যাওয়ার পর ফের এদিন ব্যাট হাতে নামেন যশস্বী ৷ পঞ্চম উইকেটে এদিন 128 রান যোগ করেন যশস্বী এবং নবাগত সরফরাজ ৷
এর আগে তৃতীয়দিন প্রথম ইনিংসে 319 রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড ৷ 126 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারতীয় দল ৷ প্রথম ইনিংসে শতরানকারী অধিনায়ক রোহিত শর্মা 19 রানে ফিরলেও ইংরেজ বোলারদের শাসন করে দলের লিড বাড়িয়ে নিয়ে যান যশস্বী-শুভমন ৷ বাঁ-হাতি ওপেনার শতরান পূর্ণ করে আহত ও অবসৃত হওয়ার পর ক্রিজে নামেন রজত পাতিদার ৷ যদিও রানের খাতা না-খুলেই ফিরে যান তিনি ৷ তৃতীয়দিনের শেষে 69 রানে অপরাজিত ছিলেন শুভমন ৷ 3 রানে অপরাজিত ছিলেন 'নাইট ওয়াচম্যান' কুলদীপ ৷
আরও পড়ুন: