ETV Bharat / sports

সিএবি'র অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে উপস্থিত ক্যাগ প্রতিনিধি, কী আলোচনা হল? - CAB Meeting

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 1:32 PM IST

CAB's Apex Council Meeting: বৃহস্পতি সন্ধ্য়ায় ইডেন গার্ডেন্সের বিসি রায় ক্লাব হাউসে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক বসে ৷ তাতে নানাবিধ আলোচনা হয় ৷ সেই বৈঠকে হাজির ছিলেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ ক্যাগ আধিকারিক সতীশ কুমার গর্গও বৈঠকে উপস্থিত ছিলেন ৷ তিনি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে টিকিট সংক্রান্ত বিষয়ে বেশ কিছু প্রশ্নও করেন ৷

CAB's Apex Council Meeting
বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা (ইটিভি ভারত)

কলকাতা, 28 জুন: বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা ওরফে সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক হল ইডেন গার্ডেন্সে ৷ বৃহস্পতিবার সন্ধ্য়ায় বিসি রায় ক্লাব হাউসের ওই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন বিসিসিআই এবং সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ কাউন্সিলের সদস্যদের পাশাপাশি এই সভায় আরও একজন উপস্থিত ছিলেন। তিনি 'ক্যাগ'এর (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া) আধিকারিক সতীশ কুমার গর্গ ৷

ওই বৈঠকে স্পষ্টতই অ্যাসোসিয়েশনের টিকিট বিতরণ সম্পর্কিত ওঠা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হয় ৷ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ক্যাগ আধিকারিক এ নিয়ে প্রশ্ন করেন ৷ জানা গিয়েছে, সিএবি সভাপতি তাঁর জবাব ঠিকমতোই দিয়েছেন ৷ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরির্বতে বৈঠকটি হয় সন্ধ্যার দিকে ৷ স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় বৈঠকের পরে সংবাদমাধ্যমকে জানান, তিনি ক্যাগের আধিকারিক গর্গকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন ৷ যেমনটা তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল ৷ সিএবি সভাপতি আরও জানান, সরকারি ওই কর্মকর্তা তাঁর এই উত্তরে সন্তুষ্ট ৷

এদিকে সম্প্রতি, প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ গর্গ সিএবি-র কাছে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছিলেন ৷ কোনও সদুত্তর পাননি। তাই তিনি নিজেই এদিন সশরীরে চলে আসেন সিএবি-তে ৷ এমনটাই সূত্রের খবর ৷ ক্যাগের তরফ থেকে মে মাসে সিএবি-র কাছে টিকিট বন্টন নিয়ে কিছু তথ্য জানতে চাওয়া হয় ৷ তার উত্তরে এদিন সিএবি কী উত্তর দিয়েছে তা খোলসা করেই কিছু জানা যায়নি ৷ তবে এদিন সন্ধ্যার বিসি রায় ক্লাব হাউসে উপস্থিত হয়ে গর্গ এরকম বেশকিছু প্রশ্ন করেন সিএবি সভাপতিকে ৷

কলকাতা, 28 জুন: বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা ওরফে সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক হল ইডেন গার্ডেন্সে ৷ বৃহস্পতিবার সন্ধ্য়ায় বিসি রায় ক্লাব হাউসের ওই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন বিসিসিআই এবং সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ কাউন্সিলের সদস্যদের পাশাপাশি এই সভায় আরও একজন উপস্থিত ছিলেন। তিনি 'ক্যাগ'এর (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া) আধিকারিক সতীশ কুমার গর্গ ৷

ওই বৈঠকে স্পষ্টতই অ্যাসোসিয়েশনের টিকিট বিতরণ সম্পর্কিত ওঠা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হয় ৷ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ক্যাগ আধিকারিক এ নিয়ে প্রশ্ন করেন ৷ জানা গিয়েছে, সিএবি সভাপতি তাঁর জবাব ঠিকমতোই দিয়েছেন ৷ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরির্বতে বৈঠকটি হয় সন্ধ্যার দিকে ৷ স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় বৈঠকের পরে সংবাদমাধ্যমকে জানান, তিনি ক্যাগের আধিকারিক গর্গকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন ৷ যেমনটা তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল ৷ সিএবি সভাপতি আরও জানান, সরকারি ওই কর্মকর্তা তাঁর এই উত্তরে সন্তুষ্ট ৷

এদিকে সম্প্রতি, প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ গর্গ সিএবি-র কাছে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছিলেন ৷ কোনও সদুত্তর পাননি। তাই তিনি নিজেই এদিন সশরীরে চলে আসেন সিএবি-তে ৷ এমনটাই সূত্রের খবর ৷ ক্যাগের তরফ থেকে মে মাসে সিএবি-র কাছে টিকিট বন্টন নিয়ে কিছু তথ্য জানতে চাওয়া হয় ৷ তার উত্তরে এদিন সিএবি কী উত্তর দিয়েছে তা খোলসা করেই কিছু জানা যায়নি ৷ তবে এদিন সন্ধ্যার বিসি রায় ক্লাব হাউসে উপস্থিত হয়ে গর্গ এরকম বেশকিছু প্রশ্ন করেন সিএবি সভাপতিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.