ETV Bharat / sports

ব্যর্থ সুয়ারেজ ! ভাগ্য ও লারমার হেডে 23 বছর পর কোপা ফাইনালে কলম্বিয়া - COPA America 2024 - COPA AMERICA 2024

Colombia in Copa America Final: কানাডাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা ৷ এবার দ্বিতীয় সেমি-ফাইনালে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল কলম্বিয়া ৷ 23 বছর পর লাতিন আমেরিকা সেরা হওয়ার থেকে একধাপ দূরে দাঁড়িয়ে হামেস রদ্রিগেজরা ৷

Copa America Semi Final
ব্যর্থ লুইস সুয়ারেজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 7:37 AM IST

Updated : Jul 11, 2024, 8:15 AM IST

শার্লট, 11 জুলাই: লাতিন আমেরিকার সেই চিরপরিচিত ফুটবল ৷ গায়ের জোরে বিপক্ষকে দমানোর চেষ্টা, একক ফুটবলশৈলী ৷ ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়ে সবই করল ৷ শুধু গোলটাই করতে পারল না ৷ লাভ হল না দলের সেরা তূণ লুইস সুয়ারেজকে নামিয়েও ৷ জেফারসন লারমার একমাত্র গোলে কোপা ফাইনালে চলে গেল কলম্বিয়া ৷

ম্যাচের 45 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গিয়েছিলেন ড্যানিয়েল মুনোজ ৷ ফলে গোটা দ্বিতীয়ার্ধটাই দশজনে খেলতে হল 2014 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টদের ৷ তার ফায়দা তুলতে পারল না কোপার সফলতম দল ৷ 15বার লাতিন আমেরিকা সেরা হওয়া উরুগুয়ে বারবার আটকে গেল কলম্বিয়ার ডিফেন্সিভ লাইন-আপে ৷

38 শতাংশ বল পজেশন, গোটা ম্যাচে 258টি পাস ৷ তারমধ্যে সফল পাস মাত্র 72 শতাংশ ৷ মেগা ম্যাচে খারাপ খেললেও প্রথমার্ধেই কাজের কাজটা করে ফেলেছিল কলম্বিয়া ৷ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার লালকার্ড দেখে বেরিয়ে গেলেও গোলের দরজা বন্ধ করে রেখেছিলেন ‘গেটওয়ে অফ লাতিন আমেরিকা’র খেলোয়াড়েরা ৷ গোলমুখ খুলছে না দেখে 67 মিনিটে গুইলারমো ভালেরাকে তুলে লুইস সুয়ারেজকে নামিয়ে দেন কোচ মার্সেলো বিয়েলসা ৷ দুরন্ত শটে প্রায় গোলও করে ফেলেছিলেন কিংবদন্তি ফরোয়ার্ড ৷ বছর কয়েক আগের সুয়ারেজ হলে কলম্বিয়ার জালে ওই বল জড়ানো কার্যত জলভাত ছিল ৷ দিশাহীন শট মারলেন ডারউইন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো আরাউজোরা ৷

2001 সালে শেষবার কোপা জিতেছিল কলম্বিয়া ৷ ঘরের মাঠে ইন্তার মিলান কিংবদন্তি ইভান কর্ডোবার গোলে মেক্সিকোকে হারিয়েছিল ‘লস ক্যাফেতেরস’ ৷ 23 বছর পর ফের ফাইনালে কলম্বিয়া ৷ 15 জুলাই আর্জেন্তিনার বিরুদ্ধে মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে নামবেন হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজরা ৷

শার্লট, 11 জুলাই: লাতিন আমেরিকার সেই চিরপরিচিত ফুটবল ৷ গায়ের জোরে বিপক্ষকে দমানোর চেষ্টা, একক ফুটবলশৈলী ৷ ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়ে সবই করল ৷ শুধু গোলটাই করতে পারল না ৷ লাভ হল না দলের সেরা তূণ লুইস সুয়ারেজকে নামিয়েও ৷ জেফারসন লারমার একমাত্র গোলে কোপা ফাইনালে চলে গেল কলম্বিয়া ৷

ম্যাচের 45 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গিয়েছিলেন ড্যানিয়েল মুনোজ ৷ ফলে গোটা দ্বিতীয়ার্ধটাই দশজনে খেলতে হল 2014 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টদের ৷ তার ফায়দা তুলতে পারল না কোপার সফলতম দল ৷ 15বার লাতিন আমেরিকা সেরা হওয়া উরুগুয়ে বারবার আটকে গেল কলম্বিয়ার ডিফেন্সিভ লাইন-আপে ৷

38 শতাংশ বল পজেশন, গোটা ম্যাচে 258টি পাস ৷ তারমধ্যে সফল পাস মাত্র 72 শতাংশ ৷ মেগা ম্যাচে খারাপ খেললেও প্রথমার্ধেই কাজের কাজটা করে ফেলেছিল কলম্বিয়া ৷ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার লালকার্ড দেখে বেরিয়ে গেলেও গোলের দরজা বন্ধ করে রেখেছিলেন ‘গেটওয়ে অফ লাতিন আমেরিকা’র খেলোয়াড়েরা ৷ গোলমুখ খুলছে না দেখে 67 মিনিটে গুইলারমো ভালেরাকে তুলে লুইস সুয়ারেজকে নামিয়ে দেন কোচ মার্সেলো বিয়েলসা ৷ দুরন্ত শটে প্রায় গোলও করে ফেলেছিলেন কিংবদন্তি ফরোয়ার্ড ৷ বছর কয়েক আগের সুয়ারেজ হলে কলম্বিয়ার জালে ওই বল জড়ানো কার্যত জলভাত ছিল ৷ দিশাহীন শট মারলেন ডারউইন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো আরাউজোরা ৷

2001 সালে শেষবার কোপা জিতেছিল কলম্বিয়া ৷ ঘরের মাঠে ইন্তার মিলান কিংবদন্তি ইভান কর্ডোবার গোলে মেক্সিকোকে হারিয়েছিল ‘লস ক্যাফেতেরস’ ৷ 23 বছর পর ফের ফাইনালে কলম্বিয়া ৷ 15 জুলাই আর্জেন্তিনার বিরুদ্ধে মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে নামবেন হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজরা ৷

Last Updated : Jul 11, 2024, 8:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.