ETV Bharat / sports

চুক্তি বাড়ল ক্যাপ্টেনের, আরও একবছর ইস্টবেঙ্গলে ক্লেইটন সিলভা - East Bengal - EAST BENGAL

EB Captain Cleiton Silva: আরও এক বছরের জন্য ইস্টবেঙ্গলে থেকে গেলেন অধিনায়ক ক্লেইটন সিলভা ৷ তাঁর সঙ্গে চুক্তি নবীকরণের বিষয়টি সরকারিভাবে লাল-হলুদের তরফ থেকে জানানো হয়েছে ৷

Etv Bharat
ক্লেইটন সিলভা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 11:04 PM IST

কলকাতা, 20 জুন: আরও একবছরের জন্য চুক্তি নবীকরণ হল ক্লেইটন সিলভার । লাল-হলুদ জার্সিতে পরের মরশুমেও ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে খেলতে দেখা যাবে । তাঁর চুক্তি নবীকরণের বিষয়টি সরকারিভাবে ইমামি ইস্টবেঙ্গল জানিয়েছে । গত মরশুমে সুপার কাপে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর ছিলেন ক্লেইটন সিলভা । টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছিলেন তিনি ।

গত দু’বছর ধরেই লাল-হলুদ জার্সিতে খেলছেন ক্লেইটন । কার্যত একার কাঁধেই ইস্টবেঙ্গলের গোল করার দায়িত্ব বহন করেছেন । নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে । এবছর অবশ্য পরিস্থিতি বদল হতে চলেছে । গোল করার জন্য শুধুমাত্র ক্লেইটন সিলভার দিকে তাকিয়ে থাকতে হবে না ইস্টবেঙ্গলকে । শেষ হওয়া আইএসএলে সর্বোচ্চ স্কোরার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে কেরালা ব্লাস্টার্স থেকে নিয়েছে লাল-হলুদ । এছাড়াও প্রতিশ্রুতিমান ভারতীয় স্ট্রাইকার ডেভিডকে নিয়েছে ইস্টবেঙ্গল । বিদেশি হিসেবে দিয়ামান্তাকোস, সাউল ক্রেসপোর যোগদানের খবর সামনে এসেছে । রয়েছেন হিজাজি মাহের । মাহিদা তালালকেও নেওয়ার পথে পদ্মাপাড়ের ক্লাব । আরও একজন বিদেশির খোঁজ চলছে । এছাড়াও কয়েকজন ভারতীয় ফুটবলার যোগ দেবেন ।

ক্লাবের তরফে বলা হয়েছে, গত চার বছরের তুলনায় শক্তিশালী দল গড়া হচ্ছে । এই বছর ডুরান্ড, আইএসএল, কলকাতা লিগ ছাড়াও এএফসি কাপের খেলা রয়েছে ইস্টবেঙ্গলের । 14 অগস্ট এএফসি কাপে প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলবে । সেই ম্যাচের সাফল্যে পরের পর্বে যাওয়ার বিষয়টি নির্ভর করবে । ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাব ভারতীয় ব্রিগেড নিয়ে আসন্ন কলকাতা লিগের প্রস্তুতি শুরু করেছে । কোচিং করাচ্ছেন বিনো জর্জ । চলতি মাসের শেষ দিকে হেড কোচ কার্লেস কুয়াদ্রাত এবং দলের বাকি ফুটবলাররা যোগ দেবেন । ফলে দলগঠন যেমন চলছে তেমনই নতুন মরশুমের প্রস্তুতিও চলছে ইস্টবেঙ্গলে ।

কলকাতা, 20 জুন: আরও একবছরের জন্য চুক্তি নবীকরণ হল ক্লেইটন সিলভার । লাল-হলুদ জার্সিতে পরের মরশুমেও ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে খেলতে দেখা যাবে । তাঁর চুক্তি নবীকরণের বিষয়টি সরকারিভাবে ইমামি ইস্টবেঙ্গল জানিয়েছে । গত মরশুমে সুপার কাপে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর ছিলেন ক্লেইটন সিলভা । টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছিলেন তিনি ।

গত দু’বছর ধরেই লাল-হলুদ জার্সিতে খেলছেন ক্লেইটন । কার্যত একার কাঁধেই ইস্টবেঙ্গলের গোল করার দায়িত্ব বহন করেছেন । নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে । এবছর অবশ্য পরিস্থিতি বদল হতে চলেছে । গোল করার জন্য শুধুমাত্র ক্লেইটন সিলভার দিকে তাকিয়ে থাকতে হবে না ইস্টবেঙ্গলকে । শেষ হওয়া আইএসএলে সর্বোচ্চ স্কোরার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে কেরালা ব্লাস্টার্স থেকে নিয়েছে লাল-হলুদ । এছাড়াও প্রতিশ্রুতিমান ভারতীয় স্ট্রাইকার ডেভিডকে নিয়েছে ইস্টবেঙ্গল । বিদেশি হিসেবে দিয়ামান্তাকোস, সাউল ক্রেসপোর যোগদানের খবর সামনে এসেছে । রয়েছেন হিজাজি মাহের । মাহিদা তালালকেও নেওয়ার পথে পদ্মাপাড়ের ক্লাব । আরও একজন বিদেশির খোঁজ চলছে । এছাড়াও কয়েকজন ভারতীয় ফুটবলার যোগ দেবেন ।

ক্লাবের তরফে বলা হয়েছে, গত চার বছরের তুলনায় শক্তিশালী দল গড়া হচ্ছে । এই বছর ডুরান্ড, আইএসএল, কলকাতা লিগ ছাড়াও এএফসি কাপের খেলা রয়েছে ইস্টবেঙ্গলের । 14 অগস্ট এএফসি কাপে প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলবে । সেই ম্যাচের সাফল্যে পরের পর্বে যাওয়ার বিষয়টি নির্ভর করবে । ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাব ভারতীয় ব্রিগেড নিয়ে আসন্ন কলকাতা লিগের প্রস্তুতি শুরু করেছে । কোচিং করাচ্ছেন বিনো জর্জ । চলতি মাসের শেষ দিকে হেড কোচ কার্লেস কুয়াদ্রাত এবং দলের বাকি ফুটবলাররা যোগ দেবেন । ফলে দলগঠন যেমন চলছে তেমনই নতুন মরশুমের প্রস্তুতিও চলছে ইস্টবেঙ্গলে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.