ETV Bharat / sports

রূপকথার প্রত্যাবর্তনে গোল করে 'শাপমুক্তি' মৃত্যুঞ্জয়ী এরিকসেনের - UEFA EURO 2024 - UEFA EURO 2024

Christian Eriksen Scores on EURO return: ঠিক 1100 দিন আগে ইউরোর মঞ্চে খেলতে খেলতে লুটিয়ে পড়েছিলেন ৷ রবিবার ইউরো প্রত্য়াবর্তন গোল করে স্মরণীয় রাখলেন ক্রিশ্চিয়ান এরিকসেন ৷ যদিও স্লোভেনিয়ার বিরুদ্ধে আটকে গেল ডেনমার্ক ৷

Christian Eriksen Scores on EURO return
গোলের উচ্ছ্বাস এরিকসেনের (ডেনমার্ক ফুটবল -এক্স)
author img

By PTI

Published : Jun 17, 2024, 8:46 AM IST

স্টুটগার্ট, 17 জুন: তিন বছর আগে 12 জুন দিনটা যদি অভিশাপ হয়ে থাকে তবে 17 জুন, 2024 তারিখটা আশীর্বাদ হয়ে থেকে যাবে ক্রিশ্চিয়ান এরিকসেনের জন্য ৷ তিন বছর আগে এমনই ইউরোর মঞ্চে ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল ডেনমার্ক ৷ ম্যাচের 42 মিনিটের মাথায় হঠাতই মাঠে লুটিয়ে পড়েছিলেন এরিকসেন ৷ কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল পৃথিবী ৷ যমে-মানুষে টানাটানির পর সুস্থ হয়ে উঠলেও ফুটবল মাঠে ফেরা নিয়ে সংশয় ছিল ডেনমার্ক তারকার ৷ কিন্তু তিন বছর পর সেই ইউরোর মঞ্চে প্রত্যাবর্তনে দেশের জার্সিতে প্রথম গোলটা এল তাঁর পা থেকেই ৷ ঠিক 1100 দিন পর ৷

তিন বছর আগের ঘটনায় জীবনকে যতটা নির্মম বলে মনে হয়েছিল ক্রীড়াপ্রেমীদের, রবিবার মাঠে নামার পর নিশ্চিতভাবে জীবনটাকে ম্যাজিক বলে মনে হয়েছে এরিকসেনের ৷ রবিবার স্লোভেনিয়ার বিরুদ্ধে ম্যাচে পুরনো কথা মনে করে স্নায়ুর চাপে এরিকসেন ভুগেছেন কি না জানা নেই, তবে 17 মিনিটে যে গোলটা এদিন ম্যান ইউ তারকা করেছেন; তাতে স্নায়ুর চাপে ভোগার কোনও লক্ষণ নেই ৷

  • মাঝমাঠ ও রক্ষণে নজর লাল-হলুদের, বসুন্ধরা কিংসের রবিনহো কি ইস্টবেঙ্গলে ?

থ্রো-ইন থেকে জোনাস উইন্ডের ব্যাক হিল বক্সের মধ্যে বুক দিয়ে রিসিভ করে চকিতে শট নেন এরিকসেন ৷ যা বিপক্ষ গোলরক্ষক জন ওবলাকের নাগাল এড়িয়ে গোলের ঠিকানা খুঁজে নেয় ৷ যদিও এরিকসেনের গোল পুরো পয়েন্ট এনে দিতে পারেনি ডেনমার্ককে ৷ 77 মিনিটে এরিক জানজা'র বিশ্বমানের গোলে ম্যাচে সমতা ফেরায় স্লোভেনিয়া ৷ 20 জুন ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে ডেনমার্ক ৷

স্টুটগার্ট, 17 জুন: তিন বছর আগে 12 জুন দিনটা যদি অভিশাপ হয়ে থাকে তবে 17 জুন, 2024 তারিখটা আশীর্বাদ হয়ে থেকে যাবে ক্রিশ্চিয়ান এরিকসেনের জন্য ৷ তিন বছর আগে এমনই ইউরোর মঞ্চে ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল ডেনমার্ক ৷ ম্যাচের 42 মিনিটের মাথায় হঠাতই মাঠে লুটিয়ে পড়েছিলেন এরিকসেন ৷ কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল পৃথিবী ৷ যমে-মানুষে টানাটানির পর সুস্থ হয়ে উঠলেও ফুটবল মাঠে ফেরা নিয়ে সংশয় ছিল ডেনমার্ক তারকার ৷ কিন্তু তিন বছর পর সেই ইউরোর মঞ্চে প্রত্যাবর্তনে দেশের জার্সিতে প্রথম গোলটা এল তাঁর পা থেকেই ৷ ঠিক 1100 দিন পর ৷

তিন বছর আগের ঘটনায় জীবনকে যতটা নির্মম বলে মনে হয়েছিল ক্রীড়াপ্রেমীদের, রবিবার মাঠে নামার পর নিশ্চিতভাবে জীবনটাকে ম্যাজিক বলে মনে হয়েছে এরিকসেনের ৷ রবিবার স্লোভেনিয়ার বিরুদ্ধে ম্যাচে পুরনো কথা মনে করে স্নায়ুর চাপে এরিকসেন ভুগেছেন কি না জানা নেই, তবে 17 মিনিটে যে গোলটা এদিন ম্যান ইউ তারকা করেছেন; তাতে স্নায়ুর চাপে ভোগার কোনও লক্ষণ নেই ৷

  • মাঝমাঠ ও রক্ষণে নজর লাল-হলুদের, বসুন্ধরা কিংসের রবিনহো কি ইস্টবেঙ্গলে ?

থ্রো-ইন থেকে জোনাস উইন্ডের ব্যাক হিল বক্সের মধ্যে বুক দিয়ে রিসিভ করে চকিতে শট নেন এরিকসেন ৷ যা বিপক্ষ গোলরক্ষক জন ওবলাকের নাগাল এড়িয়ে গোলের ঠিকানা খুঁজে নেয় ৷ যদিও এরিকসেনের গোল পুরো পয়েন্ট এনে দিতে পারেনি ডেনমার্ককে ৷ 77 মিনিটে এরিক জানজা'র বিশ্বমানের গোলে ম্যাচে সমতা ফেরায় স্লোভেনিয়া ৷ 20 জুন ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে ডেনমার্ক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.