ETV Bharat / sports

'রোহিতকে স্বাধীনতা দিয়েছিল শিখর', ইটিভি ভারতকে বললেন ধাওয়ানের ছেলেবেলার কোচ - SHIKHAR DHAWAN RETIREMENT - SHIKHAR DHAWAN RETIREMENT

MADAN SHARMA EXCLUSIVE: রোহিতের সঙ্গে ওপেন করার দরুণ শিখর ধাওয়ান যেমন আত্মবিশ্বাস পেয়েছিল, তেমনই স্বাধীনতা পেয়েছিল রোহিতও ৷ ছাত্রের অবসর ঘোষণার পর ইটিভি ভারতের সঞ্জীব গুহকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই জানালেন ধাওয়ানের ছোটবেলার কোচ মদন শর্মা ৷

MADAN SHARMA EXCLUSIVE
এক্সক্লুসিভ মদন শর্মা (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 24, 2024, 6:49 PM IST

মদন শর্মার বক্তব্য (ETV Bharat)

কলকাতা, 24 অগস্ট: আইসিসি টুর্নামেন্টে ঈর্ষণীয় রেকর্ডের কারণে অনুরাগীরা তাঁকে ডাকতেন 'মিঃ আইসিসি' নামে ৷ তবে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন 2020 সালের পর থেকেই ৷ শনিবার 14 বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন শিখর ধাওয়ান ৷ যাঁকে সতীর্থরা আদর করে আবার ডাকতেন 'গব্বর' নামেও ৷ প্রিয় ছাত্রের অবসর ঘোষণার পর ইটিভি ভারতকে ধাওয়ানের বিষয়ে অনেক কথাই শোনালেন তাঁর ছোটবেলার কোচ মদন শর্মা ৷ কি বললেন তিনি?

আমার কাছে খুশির দিন: ছোটবেলা থেকে কেরিয়ারের শেষদিন পর্যন্ত আমি ওর জার্নির প্রত্যেকটা দিনের সাক্ষী ৷ এটা আমার কাছে খুব খুশির যে ভারতীয় দলের হয়ে ও এতদিন খেলেছে ৷ 2023 বিশ্বকাপে ও যদি খেলত তাহলে আরও ভালো লাগত ৷ সেটা না হলেও কোনও আক্ষেপ নেই ৷ আজ বলতে পারেন আমার কাছে খুশির দিন ৷

পরিশ্রমী ছিলেন ধাওয়ান: অনূর্ধ্ব-15 দলে প্রথম সুযোগের পর দল থেকে বাদ পড়েছিল ও ৷ কিন্তু দুরন্ত পারফরম্যান্সে ইন্টার-17 দলে আগামী বছর প্রত্য়াবর্তন করে ৷ সেখানেও দারুণ খেলে ওই বছরেই এশিয়া কাপে ডাক পায় ৷ কোনও ভুল ধরিয়ে দিলে সেটাকে শুধরে মাঠে প্রয়োগ করার ক্ষমতা ছিল ওর মধ্যে ৷ ঘরোয়া ক্রিকেট থেকেই ও আত্মবিশ্বাস সঞ্চয় করে পরবর্তীতে অনূর্ধ্ব-17 এশিয়া কাপ এবং পরবর্তীতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলে সুযোগ পায় শিখর ৷ সবই ওর পরিশ্রমের ফল ৷

অনুশীলনেই সাফল্য: ছোট থেকেই অফসাইড এবং অনসাইড, দু'দিকেই সমান স্বচ্ছন্দ ছিল ও ৷ পরিণতবোধের সঙ্গে সঙ্গে আরও বেশি করে কভার ড্রাইভ অনুশীলন শুরু করে শিখর ৷ আর অনুশীলনের মধ্যে দিয়েই অফসাইডের জন্য নিজেকে পরিপক্ক করে শিখর ৷ ওর কভার ড্রাইভ ছিল দেখার মত ৷

রোহিতকে স্বাধীনতা দিয়েছিল শিখর: ভারতীয় ক্রিকেটে ও বেশিরভাগ সময়টা রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে খেলেছে ৷ ওর মাথায় সবসময় চলত যে, রোহিত যতক্ষণ না সেট হচ্ছে; আমাকে চালিয়ে খেলতে হবে ৷ আর চালিয়ে খেলতে যেমন আউট হয়েছে, তেমন রানও প্রচুর করেছে ও ৷ রোহিতের সঙ্গে খেলে শিখরের যেমন আত্মবিশ্বাস বেড়েছে তেমন রোহিতও স্বাধীনভাবে খেলতে পেরেছে ৷

বীরু-গৌতমের সঙ্গে একাসনে: আগেকার দিনের ক্রিকেটের সঙ্গে আধুনিক ক্রিকেটের বিশাল ফারাক ৷ আগেকার দিনের ক্রিকেটে কিছু ট্র্য়াডিশনাল শট ছিল ৷ ওপেনার হিসেবে বীরু সেইসব শটে বদল এনেছিল ৷ তারপর থেকে ব্যাটারদের স্ট্রাইক রেটের বিষয়টি মাথায় রাখতে হয় ৷ শিখর ধাওয়ানও দুরন্ত স্ট্রাইক রেটেই অভিষেক টেস্টে শতরান হাঁকিয়েছিল ৷ সেদিক থেকে দেখতে গেলে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার হিসেবে আমি শিখরকে বীরু, গৌতমের সঙ্গেই রাখব ৷

আজও প্রথমদিনের মতই: শিখরকে প্রথমদিন যা দেখেছিলাম ও আজও একইরকম রয়েছে ৷ আজও এর সঙ্গে আমার কথা হয়েছে ৷ পুরনো দিনের কথা স্মরণ করছিল ও ৷ বাইরের দুনিয়ার কাছে শিখর কেমন আমি জানি না ৷ কিন্তু আমার কাছে ও আজও প্রথমদিনের মতই ৷

মদন শর্মার বক্তব্য (ETV Bharat)

কলকাতা, 24 অগস্ট: আইসিসি টুর্নামেন্টে ঈর্ষণীয় রেকর্ডের কারণে অনুরাগীরা তাঁকে ডাকতেন 'মিঃ আইসিসি' নামে ৷ তবে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন 2020 সালের পর থেকেই ৷ শনিবার 14 বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন শিখর ধাওয়ান ৷ যাঁকে সতীর্থরা আদর করে আবার ডাকতেন 'গব্বর' নামেও ৷ প্রিয় ছাত্রের অবসর ঘোষণার পর ইটিভি ভারতকে ধাওয়ানের বিষয়ে অনেক কথাই শোনালেন তাঁর ছোটবেলার কোচ মদন শর্মা ৷ কি বললেন তিনি?

আমার কাছে খুশির দিন: ছোটবেলা থেকে কেরিয়ারের শেষদিন পর্যন্ত আমি ওর জার্নির প্রত্যেকটা দিনের সাক্ষী ৷ এটা আমার কাছে খুব খুশির যে ভারতীয় দলের হয়ে ও এতদিন খেলেছে ৷ 2023 বিশ্বকাপে ও যদি খেলত তাহলে আরও ভালো লাগত ৷ সেটা না হলেও কোনও আক্ষেপ নেই ৷ আজ বলতে পারেন আমার কাছে খুশির দিন ৷

পরিশ্রমী ছিলেন ধাওয়ান: অনূর্ধ্ব-15 দলে প্রথম সুযোগের পর দল থেকে বাদ পড়েছিল ও ৷ কিন্তু দুরন্ত পারফরম্যান্সে ইন্টার-17 দলে আগামী বছর প্রত্য়াবর্তন করে ৷ সেখানেও দারুণ খেলে ওই বছরেই এশিয়া কাপে ডাক পায় ৷ কোনও ভুল ধরিয়ে দিলে সেটাকে শুধরে মাঠে প্রয়োগ করার ক্ষমতা ছিল ওর মধ্যে ৷ ঘরোয়া ক্রিকেট থেকেই ও আত্মবিশ্বাস সঞ্চয় করে পরবর্তীতে অনূর্ধ্ব-17 এশিয়া কাপ এবং পরবর্তীতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলে সুযোগ পায় শিখর ৷ সবই ওর পরিশ্রমের ফল ৷

অনুশীলনেই সাফল্য: ছোট থেকেই অফসাইড এবং অনসাইড, দু'দিকেই সমান স্বচ্ছন্দ ছিল ও ৷ পরিণতবোধের সঙ্গে সঙ্গে আরও বেশি করে কভার ড্রাইভ অনুশীলন শুরু করে শিখর ৷ আর অনুশীলনের মধ্যে দিয়েই অফসাইডের জন্য নিজেকে পরিপক্ক করে শিখর ৷ ওর কভার ড্রাইভ ছিল দেখার মত ৷

রোহিতকে স্বাধীনতা দিয়েছিল শিখর: ভারতীয় ক্রিকেটে ও বেশিরভাগ সময়টা রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে খেলেছে ৷ ওর মাথায় সবসময় চলত যে, রোহিত যতক্ষণ না সেট হচ্ছে; আমাকে চালিয়ে খেলতে হবে ৷ আর চালিয়ে খেলতে যেমন আউট হয়েছে, তেমন রানও প্রচুর করেছে ও ৷ রোহিতের সঙ্গে খেলে শিখরের যেমন আত্মবিশ্বাস বেড়েছে তেমন রোহিতও স্বাধীনভাবে খেলতে পেরেছে ৷

বীরু-গৌতমের সঙ্গে একাসনে: আগেকার দিনের ক্রিকেটের সঙ্গে আধুনিক ক্রিকেটের বিশাল ফারাক ৷ আগেকার দিনের ক্রিকেটে কিছু ট্র্য়াডিশনাল শট ছিল ৷ ওপেনার হিসেবে বীরু সেইসব শটে বদল এনেছিল ৷ তারপর থেকে ব্যাটারদের স্ট্রাইক রেটের বিষয়টি মাথায় রাখতে হয় ৷ শিখর ধাওয়ানও দুরন্ত স্ট্রাইক রেটেই অভিষেক টেস্টে শতরান হাঁকিয়েছিল ৷ সেদিক থেকে দেখতে গেলে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার হিসেবে আমি শিখরকে বীরু, গৌতমের সঙ্গেই রাখব ৷

আজও প্রথমদিনের মতই: শিখরকে প্রথমদিন যা দেখেছিলাম ও আজও একইরকম রয়েছে ৷ আজও এর সঙ্গে আমার কথা হয়েছে ৷ পুরনো দিনের কথা স্মরণ করছিল ও ৷ বাইরের দুনিয়ার কাছে শিখর কেমন আমি জানি না ৷ কিন্তু আমার কাছে ও আজও প্রথমদিনের মতই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.