ETV Bharat / sports

শতরানে 'যশস্বী' জয়সওয়াল, রোহিতদের হারিয়ে মগডালে অবস্থান মজবুত করল রয়্যালস - IPL 2024 - IPL 2024

IPL 2024: শতরানে ফর্মে ফিরলেন যশস্বী জয়সওয়াল ৷ তাঁর ব্যাটে ভর করেই মুম্বইকে হেলায় হারাল রাজস্থান ৷ বল হাতে রয়্যালসের জয়ের নায়ক সন্দীপ শর্মা ৷ নিলেন 5 উইকেট ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Apr 23, 2024, 7:48 AM IST

জয়পুর, 23 এপ্রিল: চ্যাম্পিয়নের মতো দেখাচ্ছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে ৷ জয়পুরে সোমবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে 9 উইকেটে হারাল পিঙ্ক ব্রিগেড ৷ বল হাতে সন্দীপ শর্মার 5 উইকেটের পর ব্যাট হাতে রাজস্তানের জয়ে নেতৃত্ব দিলেন যশস্বী জয়সওয়াল ৷ প্রথমবারের জন্য চলতি আইপিএলে তরুণ তুর্কির ব্যাট ঝলসে উঠতেই জারিজুরি শেষ মুম্বই বোলারদের ৷ পল্টনদের দেওয়া 180 রানের লক্ষ্যমাত্রা তাড়া আট বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল রাজস্থান ৷

সোয়াই মান সিং স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ রোহিত-সহ টপ অর্ডারের ব্যর্থতায় প্রলেপ দিয়ে দলকে লড়াকু স্কোরে পৌঁছে দেন তিলক বর্মা এবং নেহাল ওয়াধেরা ৷ 45 বলে 65 রান আসে তিলকের ব্য়াটে ৷ 24 বলে ঝোড়ো 49 করেন নেহাল ৷ দুরন্ত স্পেল সন্দীপ শর্মার ৷ 4 ওভারে 18 রান দিয়ে 5 উইকেট তুলে নেন তিনি ৷ সবমিলিয়ে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 179 রানে শেষ হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের ইনিংস ৷

জবাবে শুরু থেকেই মারমুখী মেজাজে ধরা দেন যশস্বী এবং গত ম্যাচের শতরানকারী জস বাটলার ৷ পাওয়ার প্লে'তে রাজস্থান তোলে 61 রান (বিনা উইকেটে) ৷ তবে এরপর বাধ সাধে বৃষ্টি ৷ প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয় খেলা ৷ যদিও তাতে ছন্দপতন ঘটেনি যশস্বীর ব্য়াটে ৷ বাটলার 25 বলে 35 করে ফিরলেও থামানো যায়নি তাঁকে ৷ অধিনায়ককে সঙ্গী করে প্রথমে শতরানের জুটি গড়েন এরপর শতরান পূর্ণ করেন বাঁ-হাতি ওপেনার ৷ তিন অঙ্কের রানে পৌঁছতে মাত্র 59 বল খরচ করেন তিনি ৷

শেষমেশ 60 বলে 104 রানে অপরাজিত থেকে যান যশস্বী ৷ ম্যাচ উইনিং বাউন্ডারিও আসে তাঁরই ব্য়াটেই ৷ অধিনায়ক সঞ্জু অপরাজিত থাকেন 38 রানে ৷ এই ম্যাচ জিতে 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে অবস্থান আরও পোক্ত করল রাজস্থান ৷ আট ম্যাচে 6 পয়েন্ট নিয়ে সাতে মুম্বই ৷

আরও পড়ুন:

  1. 'বিরাট' বিতর্ক ইডেনে, জরিমানা দিয়ে খেসারত দিতে হল কোহলিকে
  2. খেলা দেখার বড় শখ ! হাজার মানুষের ভিড় ঠেলে বাবার কাঁধে চড়ে ইডেনে বিক্রম

জয়পুর, 23 এপ্রিল: চ্যাম্পিয়নের মতো দেখাচ্ছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে ৷ জয়পুরে সোমবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে 9 উইকেটে হারাল পিঙ্ক ব্রিগেড ৷ বল হাতে সন্দীপ শর্মার 5 উইকেটের পর ব্যাট হাতে রাজস্তানের জয়ে নেতৃত্ব দিলেন যশস্বী জয়সওয়াল ৷ প্রথমবারের জন্য চলতি আইপিএলে তরুণ তুর্কির ব্যাট ঝলসে উঠতেই জারিজুরি শেষ মুম্বই বোলারদের ৷ পল্টনদের দেওয়া 180 রানের লক্ষ্যমাত্রা তাড়া আট বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল রাজস্থান ৷

সোয়াই মান সিং স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ রোহিত-সহ টপ অর্ডারের ব্যর্থতায় প্রলেপ দিয়ে দলকে লড়াকু স্কোরে পৌঁছে দেন তিলক বর্মা এবং নেহাল ওয়াধেরা ৷ 45 বলে 65 রান আসে তিলকের ব্য়াটে ৷ 24 বলে ঝোড়ো 49 করেন নেহাল ৷ দুরন্ত স্পেল সন্দীপ শর্মার ৷ 4 ওভারে 18 রান দিয়ে 5 উইকেট তুলে নেন তিনি ৷ সবমিলিয়ে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 179 রানে শেষ হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের ইনিংস ৷

জবাবে শুরু থেকেই মারমুখী মেজাজে ধরা দেন যশস্বী এবং গত ম্যাচের শতরানকারী জস বাটলার ৷ পাওয়ার প্লে'তে রাজস্থান তোলে 61 রান (বিনা উইকেটে) ৷ তবে এরপর বাধ সাধে বৃষ্টি ৷ প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয় খেলা ৷ যদিও তাতে ছন্দপতন ঘটেনি যশস্বীর ব্য়াটে ৷ বাটলার 25 বলে 35 করে ফিরলেও থামানো যায়নি তাঁকে ৷ অধিনায়ককে সঙ্গী করে প্রথমে শতরানের জুটি গড়েন এরপর শতরান পূর্ণ করেন বাঁ-হাতি ওপেনার ৷ তিন অঙ্কের রানে পৌঁছতে মাত্র 59 বল খরচ করেন তিনি ৷

শেষমেশ 60 বলে 104 রানে অপরাজিত থেকে যান যশস্বী ৷ ম্যাচ উইনিং বাউন্ডারিও আসে তাঁরই ব্য়াটেই ৷ অধিনায়ক সঞ্জু অপরাজিত থাকেন 38 রানে ৷ এই ম্যাচ জিতে 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে অবস্থান আরও পোক্ত করল রাজস্থান ৷ আট ম্যাচে 6 পয়েন্ট নিয়ে সাতে মুম্বই ৷

আরও পড়ুন:

  1. 'বিরাট' বিতর্ক ইডেনে, জরিমানা দিয়ে খেসারত দিতে হল কোহলিকে
  2. খেলা দেখার বড় শখ ! হাজার মানুষের ভিড় ঠেলে বাবার কাঁধে চড়ে ইডেনে বিক্রম
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.