ETV Bharat / sports

প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন উড়িয়ে অলিম্পিক্সে কড়া শাস্তি কানাডা ফুটবলের, নিষিদ্ধ কোচ - PARIS OLYMPICS 2024

FIFA Strips Canada Of 6 Points In Olympic Women’s Soccer: অলিম্পিকে ড্রোন কেলেঙ্কারি ৷ প্রতিপক্ষের অনুশীলনের স্ট্র্যাটেজি জানতে ড্রোন উড়িয়েছিলেন কানাডা মহিলা ফুটবলের দলের কোচেরা ৷ যার পরিপ্রেক্ষিতে বড়সড় শাস্তি মিলল তাঁদের ৷

CANADA WOMEN SOCCER TEAM
কানাডা মহিলা ফুটবল দল-ফাইল ছবি (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 28, 2024, 12:51 PM IST

প্যারিস, 28 জুলাই: অলিম্পিক্সে বড়সড় শাস্তির মুখে কানাডা মহিলা ফুটবল দল ৷ ড্রোন কাণ্ডের জেরে 6 পয়েন্ট তো কাটা গেলই, পাশাপাশি মহিলা দলের কোচকে একবছর নিষিদ্ধ ঘোষণা করল ফিফা ৷ ফলত, 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ কানাডার সোনা ধরে রাখার কাজ যে অনেকটাই কঠিন হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

কোচকে ব্যান, পয়েন্ট কেটে নেওয়াতেই শেষ নয় ৷ শৃঙ্খলাভঙ্গের দায়ে কানাডা ফুটবল ফেডারেশনকে মোটা অঙ্কের জরিমানা করেছে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় 2 কোটি টাকার মত ($226,000) ৷ কানাডা মহিলা ফুটবল দলের দুই সহকারী কোচের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রতিযোগিতার প্রথম ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে নামার আগে স্ট্র্য়াটেজি জানতে তাঁদের প্রস্তুতির উপর ড্রোন উড়িয়েছেন ৷ যদিও কেটে নেওয়া পয়েন্টের পরিপ্রেক্ষিতে কানাডা ফুটবল এবং সেদেশের অলিম্পিক্স কমিটি আবেদন জানাবে বলে সূত্রের খবর ৷ উল্লেখ্য, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কিউয়িদের 2-1 গোলে হারিয়েছে কানাডা ৷

হেড কোচ বেভ প্রিস্টম্যানের সঙ্গে তাঁর দুই সহকারী জোসেফ লোম্বার্ডি এবং জেসমিন ম্যান্ডারকেও একবছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা ৷ বিশ্ব ফুটবলের গভর্নিং বডি জানিয়েছে, কানাডা ফুটবল দলের কোচেদের আচরণ ফিফা ফেয়ার প্লে'র একেবারে পরিপন্থী এবং তা লঙ্ঘন করা হয়েছে ৷ মনে করা হচ্ছে বিষয়টি এবার কোর্ট অফ অরবিট্রেশন ফর স্পোর্টসে যাবে ৷ কারণ, নিষিদ্ধ হওয়া কোচ এবং কানাডা ফুটবল ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর বিষয়টি একপ্রকার নিশ্চিত ৷

আগামী বছর অর্থাৎ, 2026 বিশ্বকাপ ফুটবল আয়োজনের আগে কানাডা ফুটবলের কাছে এই ঘটনা নিঃসন্দেহে বড় ধাক্কা ৷ কানাডার দু'টি শহর ভ্যাঙ্কুভার এবং টরন্টো সিটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজিত হবে বিশ্বকাপের ৷ কানাডা ছাড়া 2026 বিশ্বকাপ ফুটবলের বাকি দুই আয়োজক দেশ মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৷

প্যারিস, 28 জুলাই: অলিম্পিক্সে বড়সড় শাস্তির মুখে কানাডা মহিলা ফুটবল দল ৷ ড্রোন কাণ্ডের জেরে 6 পয়েন্ট তো কাটা গেলই, পাশাপাশি মহিলা দলের কোচকে একবছর নিষিদ্ধ ঘোষণা করল ফিফা ৷ ফলত, 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ কানাডার সোনা ধরে রাখার কাজ যে অনেকটাই কঠিন হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

কোচকে ব্যান, পয়েন্ট কেটে নেওয়াতেই শেষ নয় ৷ শৃঙ্খলাভঙ্গের দায়ে কানাডা ফুটবল ফেডারেশনকে মোটা অঙ্কের জরিমানা করেছে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় 2 কোটি টাকার মত ($226,000) ৷ কানাডা মহিলা ফুটবল দলের দুই সহকারী কোচের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রতিযোগিতার প্রথম ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে নামার আগে স্ট্র্য়াটেজি জানতে তাঁদের প্রস্তুতির উপর ড্রোন উড়িয়েছেন ৷ যদিও কেটে নেওয়া পয়েন্টের পরিপ্রেক্ষিতে কানাডা ফুটবল এবং সেদেশের অলিম্পিক্স কমিটি আবেদন জানাবে বলে সূত্রের খবর ৷ উল্লেখ্য, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কিউয়িদের 2-1 গোলে হারিয়েছে কানাডা ৷

হেড কোচ বেভ প্রিস্টম্যানের সঙ্গে তাঁর দুই সহকারী জোসেফ লোম্বার্ডি এবং জেসমিন ম্যান্ডারকেও একবছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা ৷ বিশ্ব ফুটবলের গভর্নিং বডি জানিয়েছে, কানাডা ফুটবল দলের কোচেদের আচরণ ফিফা ফেয়ার প্লে'র একেবারে পরিপন্থী এবং তা লঙ্ঘন করা হয়েছে ৷ মনে করা হচ্ছে বিষয়টি এবার কোর্ট অফ অরবিট্রেশন ফর স্পোর্টসে যাবে ৷ কারণ, নিষিদ্ধ হওয়া কোচ এবং কানাডা ফুটবল ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর বিষয়টি একপ্রকার নিশ্চিত ৷

আগামী বছর অর্থাৎ, 2026 বিশ্বকাপ ফুটবল আয়োজনের আগে কানাডা ফুটবলের কাছে এই ঘটনা নিঃসন্দেহে বড় ধাক্কা ৷ কানাডার দু'টি শহর ভ্যাঙ্কুভার এবং টরন্টো সিটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজিত হবে বিশ্বকাপের ৷ কানাডা ছাড়া 2026 বিশ্বকাপ ফুটবলের বাকি দুই আয়োজক দেশ মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.