ETV Bharat / sports

জীবনকৃতি প্রণব-রুনা, বর্ষসেরা অনুস্টুপ; শামিকে বিশেষ সম্মান দেবে সিএবি - CAB Awards - CAB AWARDS

CAB Award Distribution Ceremony: গত কয়েক মরশুম ধরেই অনুস্টুপ মজুমদার বাংলার হয়ে ধারাবাহিক রান করে চলেছেন । ফলে বাংলার বছরের সেরা খেলোয়াড় তিনি ৷ 14 সেপ্টেম্বর জীবনকৃতি সম্মান দেওয়া হবে রুনা রায় ও প্রণব রায়কে । বিশেষ পুরস্কার পাবেন মহম্মদ শামি ৷

CAB Award Distribution Ceremony
প্রণব রায় ও অনুস্টুপ মজুমদার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 4, 2024, 5:27 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: সিএবির চলতি বছরের জীবনকৃতি সম্মান পেতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার প্রণব রায় । মহিলা ক্রিকেটারদের মধ্যে জীবনকৃতি সম্মান পাচ্ছেন রুনা রায় । বর্ষসেরা ক্রিকেটার অনুস্টুপ মজুমদার । বাংলার ব্যাটিংয়ের প্রাণভোমরা তিনি । গত মরশুমে বাংলা গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও পাঁচশো প্লাস রান করেছিলেন অনুস্টুপ । আগামী 14 সেপ্টেম্বর ধনধান্যে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে ।

14 সেপ্টেম্বরের ওই অনুষ্ঠানে থাকতে পারেন মহম্মদ শামি । তাঁকেও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে বলে সিএবির সূত্র জানিয়েছে । সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে । গতবছর 50 ওভারের বিশ্বকাপে অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্যই এই সম্মান দেওয়ার কথা ভাবা হচ্ছে । তবে পুরোটাই শামিকে পাওয়ার ওপর নির্ভর করবে । জাতীয় দলের এই পেসার বর্তমানে চোট সারিয়ে রিহ্যাবে ব্যস্ত । চলতি মরসুমে বাংলার হয়ে প্রথম রঞ্জি ম্যাচটি খেলবেন তিনি ৷ অস্ট্রেলিয়া সফরের আগে শামিকে দেখে নিতে চাইছেন নির্বাচকরা । তাছাড়া অক্টোবরের তৃতীয় সপ্তাহের শুরুতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ চলবে । তিন টেস্টের সিরিজেও সবকিছু ঠিক থাকলে শামিকে দেখে নেওয়া হতে পারে । সেক্ষেত্রে রঞ্জি ট্রফির ম্যাচ এবং আর্ন্তজাতিক ক্রিকেটে শামিকে ভালো করে পরীক্ষার সুযোগ পাবেন নির্বাচকরা ।

CAB Award Distribution Ceremony
বর্ষসেরা পুরস্কার পেতে চলেছেন অনুস্টুপ (ইটিভি ভারত)

14 সেপ্টেম্বরের অনুষ্ঠানে ‘জেন্টলম্যান ক্রিকেটার অব দ্য ইয়ার’ পুরস্কার পাচ্ছেন অভিষেক পোড়েল । এছাড়াও ওইদিনের অনুষ্ঠানে সিএবির বিভিন্ন প্রতিযোগিতার সফল দলকেও পুরস্কৃত করা হবে । এদিকে প্রণব রায়কে জীবনকৃতি সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তা নিয়ে সিএবির একাংশের ক্ষোভ রয়েছে । বাংলার অনুর্ধ্ব 23 দলের কোচের পদে রয়েছেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার । কিন্তু সাফল্য পায়নি বাংলা । যা নিয়েও ক্ষোভ রয়েছে । অনেকেই বলছেন, সিএবি’র ভোটের অঙ্কের কথা মাথায় রেখে প্রণব রায়কে বাছা হয়েছে । আরেকটি অংশ আবার প্রণবকে জীবনকৃতি সম্মানের জন্য বাছার সিদ্ধান্তকে সমর্থন করছেন ।

বাংলা দলের রঞ্জি মরশুমের চুড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে । দুবরাজপুর থেকে দু’সপ্তাহ শিবির করে আসার পরে বর্তমানে ইডেনের ইন্ডোরে বাংলার প্রস্তুতি ফের শুরু হয়েছে । চলতি মাসের শেষের দিকে পঞ্জাবের বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলা ।

কলকাতা, 4 সেপ্টেম্বর: সিএবির চলতি বছরের জীবনকৃতি সম্মান পেতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার প্রণব রায় । মহিলা ক্রিকেটারদের মধ্যে জীবনকৃতি সম্মান পাচ্ছেন রুনা রায় । বর্ষসেরা ক্রিকেটার অনুস্টুপ মজুমদার । বাংলার ব্যাটিংয়ের প্রাণভোমরা তিনি । গত মরশুমে বাংলা গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও পাঁচশো প্লাস রান করেছিলেন অনুস্টুপ । আগামী 14 সেপ্টেম্বর ধনধান্যে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে ।

14 সেপ্টেম্বরের ওই অনুষ্ঠানে থাকতে পারেন মহম্মদ শামি । তাঁকেও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে বলে সিএবির সূত্র জানিয়েছে । সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে । গতবছর 50 ওভারের বিশ্বকাপে অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্যই এই সম্মান দেওয়ার কথা ভাবা হচ্ছে । তবে পুরোটাই শামিকে পাওয়ার ওপর নির্ভর করবে । জাতীয় দলের এই পেসার বর্তমানে চোট সারিয়ে রিহ্যাবে ব্যস্ত । চলতি মরসুমে বাংলার হয়ে প্রথম রঞ্জি ম্যাচটি খেলবেন তিনি ৷ অস্ট্রেলিয়া সফরের আগে শামিকে দেখে নিতে চাইছেন নির্বাচকরা । তাছাড়া অক্টোবরের তৃতীয় সপ্তাহের শুরুতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ চলবে । তিন টেস্টের সিরিজেও সবকিছু ঠিক থাকলে শামিকে দেখে নেওয়া হতে পারে । সেক্ষেত্রে রঞ্জি ট্রফির ম্যাচ এবং আর্ন্তজাতিক ক্রিকেটে শামিকে ভালো করে পরীক্ষার সুযোগ পাবেন নির্বাচকরা ।

CAB Award Distribution Ceremony
বর্ষসেরা পুরস্কার পেতে চলেছেন অনুস্টুপ (ইটিভি ভারত)

14 সেপ্টেম্বরের অনুষ্ঠানে ‘জেন্টলম্যান ক্রিকেটার অব দ্য ইয়ার’ পুরস্কার পাচ্ছেন অভিষেক পোড়েল । এছাড়াও ওইদিনের অনুষ্ঠানে সিএবির বিভিন্ন প্রতিযোগিতার সফল দলকেও পুরস্কৃত করা হবে । এদিকে প্রণব রায়কে জীবনকৃতি সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তা নিয়ে সিএবির একাংশের ক্ষোভ রয়েছে । বাংলার অনুর্ধ্ব 23 দলের কোচের পদে রয়েছেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার । কিন্তু সাফল্য পায়নি বাংলা । যা নিয়েও ক্ষোভ রয়েছে । অনেকেই বলছেন, সিএবি’র ভোটের অঙ্কের কথা মাথায় রেখে প্রণব রায়কে বাছা হয়েছে । আরেকটি অংশ আবার প্রণবকে জীবনকৃতি সম্মানের জন্য বাছার সিদ্ধান্তকে সমর্থন করছেন ।

বাংলা দলের রঞ্জি মরশুমের চুড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে । দুবরাজপুর থেকে দু’সপ্তাহ শিবির করে আসার পরে বর্তমানে ইডেনের ইন্ডোরে বাংলার প্রস্তুতি ফের শুরু হয়েছে । চলতি মাসের শেষের দিকে পঞ্জাবের বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.