ETV Bharat / sports

সিএবির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসছেন জাদেজা-পাতিল, বিশেষ স্মারক উপহার শামিকে - CAB Award Distribution

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 14, 2024, 10:08 AM IST

CAB Annual Prize Distribution Ceremony: আজ ধনধান্য অডিটোরিয়ামে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান । জীবনকৃতি সম্মান দেওয়া হবে রুনা রায় ও প্রণব রায়কে । বিশেষ পুরস্কার পাবেন মহম্মদ শামি ৷

CAB Annual Prize Distribution Ceremony
আসছেন জাদেজা-পাতিল, বিশেষ স্মারক উপহার শামিকে (ইটিভি ভারত)

কলকাতা, 14 সেপ্টেম্বর: শনিবার সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার অজয় জাদেজা । থাকবেন সন্দীপ পাতিলও । সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই খবর জানিয়েছেন । ধনধান্য অডিটোরিয়ামে গতবছরের মত এবছরও সিএবির বর্ষসেরা অনুষ্ঠান আয়োজিত হবে ।

চলতি বছরের জীবনকৃতি সম্মান পেতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার প্রণব রায় । মহিলা ক্রিকেটারদের মধ্যে জীবনকৃতি সম্মান পাচ্ছেন রুনা রায় । বর্ষসেরা ক্রিকেটার অনুস্টুপ মজুমদার । গত কয়েক মরশুম ধরেই অনুস্টুপ মজুমদার বাংলার হয়ে ধারাবাহিক রান করে চলেছেন । এককথায় বাংলার ব্যাটিংয়ের প্রাণভোমরা তিনি । গত মরশুমে বাংলা রঞ্জির গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও পাঁচশো প্লাস রান করেছিলেন অনুস্টুপ । বছরের সেরা খেলোয়াড়ের সম্মান পেয়ে অনুস্টুপ অভিভূত এবং অনুপ্রাণিত । রুকু বলেছেন, যেকোনও পুরস্কার লাভে ভালোলাগা লেগে থাকে । বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার শুধু ভালোলাগা নয়, ভালো খেলতেও অনুপ্রাণিত করবে ।

আজকের অনুষ্ঠানে থাকছেন মহম্মদ শামি । তাঁকেও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে বলে সিএবির সূত্র জানিয়েছে । সোনায় মোড়া বিশেষ স্মারক পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে ভারতীয় দলের পেসারের হাতে । সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে । 2023 সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্যই এই সম্মান দেওয়ার কথা ভাবা হচ্ছে । জাতীয় দলের এই পেসার বর্তমানে চোট সারিয়ে রিহ্যাবে ব্যস্ত । চলতি মরসুমে বাংলার হয়ে প্রথম রঞ্জি ম্যাচে খেলবেন ।

আজকের অনুষ্ঠানে ‘জেন্টলম্যান ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার’ পাচ্ছেন অভিষেক পোড়েল । এছাড়াও সিএবির বিভিন্ন প্রতিযোগিতায় সফল দলকেও পুরস্কৃত করা হবে । এদিকে গত বছরের যে আয়-ব্যয়ের হিসেব সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে সিএবির আয় 52 কোটি টাকা । বোর্ডের থেকে আরও 20 কোটি টাকা বকেয়া রয়েছে । যা সামনের অর্থবর্ষে হাতে আসবে । সিএবি বলছে, অনাবশ্যক ব্যয়ে রাশ টানাতেই এই সাশ্রয় । আগামী দিনে আয় বাড়ানোর নতুন পরিকল্পনা সাজানো হচ্ছে । একইভাবে ক্রিকেটীয় পরিকাঠামো উন্নয়ন এবং ক্রিকেটারদের সাচ্ছ্যন্দে কোনও কার্পণ্য করা হবে না । বেঙ্গল প্রো টি-20 লিগে আরও জোর দেওয়ার কথা ভাবা হচ্ছে । টিভিতে দর্শক টানতে বেঙ্গল প্রো টি-20 লিগ অন্য রাজ্যের ঘরোয়া ক্রিকেটকে টেক্কা দিয়েছে । এই মরশুমে জানুয়ারি মাসে বেঙ্গল প্রো টি-20 লিগের নিলাম হওয়ার কথা । তবে ইডেন ছাড়াও সিএবির নিজস্ব স্টেডিয়াম তৈরিতে ডুমুরজলা এবং রাজারহাটে যে জমি দেখা হয়েছিল তা এখনও ফলপ্রসূ হয়নি ।

আরও পড়ুন:

কলকাতা, 14 সেপ্টেম্বর: শনিবার সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার অজয় জাদেজা । থাকবেন সন্দীপ পাতিলও । সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই খবর জানিয়েছেন । ধনধান্য অডিটোরিয়ামে গতবছরের মত এবছরও সিএবির বর্ষসেরা অনুষ্ঠান আয়োজিত হবে ।

চলতি বছরের জীবনকৃতি সম্মান পেতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার প্রণব রায় । মহিলা ক্রিকেটারদের মধ্যে জীবনকৃতি সম্মান পাচ্ছেন রুনা রায় । বর্ষসেরা ক্রিকেটার অনুস্টুপ মজুমদার । গত কয়েক মরশুম ধরেই অনুস্টুপ মজুমদার বাংলার হয়ে ধারাবাহিক রান করে চলেছেন । এককথায় বাংলার ব্যাটিংয়ের প্রাণভোমরা তিনি । গত মরশুমে বাংলা রঞ্জির গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও পাঁচশো প্লাস রান করেছিলেন অনুস্টুপ । বছরের সেরা খেলোয়াড়ের সম্মান পেয়ে অনুস্টুপ অভিভূত এবং অনুপ্রাণিত । রুকু বলেছেন, যেকোনও পুরস্কার লাভে ভালোলাগা লেগে থাকে । বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার শুধু ভালোলাগা নয়, ভালো খেলতেও অনুপ্রাণিত করবে ।

আজকের অনুষ্ঠানে থাকছেন মহম্মদ শামি । তাঁকেও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে বলে সিএবির সূত্র জানিয়েছে । সোনায় মোড়া বিশেষ স্মারক পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে ভারতীয় দলের পেসারের হাতে । সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে । 2023 সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্যই এই সম্মান দেওয়ার কথা ভাবা হচ্ছে । জাতীয় দলের এই পেসার বর্তমানে চোট সারিয়ে রিহ্যাবে ব্যস্ত । চলতি মরসুমে বাংলার হয়ে প্রথম রঞ্জি ম্যাচে খেলবেন ।

আজকের অনুষ্ঠানে ‘জেন্টলম্যান ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার’ পাচ্ছেন অভিষেক পোড়েল । এছাড়াও সিএবির বিভিন্ন প্রতিযোগিতায় সফল দলকেও পুরস্কৃত করা হবে । এদিকে গত বছরের যে আয়-ব্যয়ের হিসেব সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে সিএবির আয় 52 কোটি টাকা । বোর্ডের থেকে আরও 20 কোটি টাকা বকেয়া রয়েছে । যা সামনের অর্থবর্ষে হাতে আসবে । সিএবি বলছে, অনাবশ্যক ব্যয়ে রাশ টানাতেই এই সাশ্রয় । আগামী দিনে আয় বাড়ানোর নতুন পরিকল্পনা সাজানো হচ্ছে । একইভাবে ক্রিকেটীয় পরিকাঠামো উন্নয়ন এবং ক্রিকেটারদের সাচ্ছ্যন্দে কোনও কার্পণ্য করা হবে না । বেঙ্গল প্রো টি-20 লিগে আরও জোর দেওয়ার কথা ভাবা হচ্ছে । টিভিতে দর্শক টানতে বেঙ্গল প্রো টি-20 লিগ অন্য রাজ্যের ঘরোয়া ক্রিকেটকে টেক্কা দিয়েছে । এই মরশুমে জানুয়ারি মাসে বেঙ্গল প্রো টি-20 লিগের নিলাম হওয়ার কথা । তবে ইডেন ছাড়াও সিএবির নিজস্ব স্টেডিয়াম তৈরিতে ডুমুরজলা এবং রাজারহাটে যে জমি দেখা হয়েছিল তা এখনও ফলপ্রসূ হয়নি ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.