ETV Bharat / sports

'কংগ্রেসের ষড়যন্ত্র আজ প্রমাণিত', ভিনেশের বিরুদ্ধে তোপ ব্রিজভূষণের - BRIJ BHUSHAN SLAMS VINESH - BRIJ BHUSHAN SLAMS VINESH

BRIJ BHUSHAN LASHES OUT AT VINESH: কংগ্রেস যা করল তার জন্য তাদের আফসোস করতে হবে ৷ ভিনেশ ফোগতের কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিতে এই ভাষাতেই ব্যক্ত করলেন ব্রিজভূষণ শরণ সিং ৷ যৌন হেনস্তার প্রতিবাদে তাঁর বিরুদ্ধে কুস্তিগীরদের আন্দোলন কংগ্রেসের সাজানো চিত্রনাট্য বলে তোপ দাগলেন তিনি ৷

BRIJ BHUSHAN LASHES OUT AT VINESH
ভিনেশকে আক্রমণ ব্রিজভূষণের (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 7, 2024, 3:21 PM IST

গোন্ডা (উত্তরপ্রদেশ), 7 সেপ্টেম্বর: হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা কেন্দ্র থেকে লড়বেন ভিনেশ ফোগত ৷ শুক্রবার তারকা কুস্তিগীরের দলে যোগদানের পরই ভিনেশের নির্বাচনী কেন্দ্র নিশ্চিত করা হয়েছে কংগ্রেসের তরফে ৷ এরপরই ফোঁস করে উঠলেন ব্রিজভূষণ শরণ সিং ৷ ভিনেশ ফোগতের হরিয়ানার নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি জানালেন, কংগ্রেসের ষড়যন্ত্র প্রকাশ্যে চলে এল ৷ এরজন্য কংগ্রেসকে আফসোস করতে হবে ৷

ব্রিজভূষণ জানালেন এই ষড়যন্ত্রের পিছনে রয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা এবং দীপেন্দ্র হুডা ৷ সাংবাদিকদের ব্রিজভূষণএদিন বলেন, "18 জানুয়ারি, 2023 যখন কুস্তিগীরদের প্রতিবাদ শুরু হয়েছিল সেদিনই আমি বলেছিলাম এর পিছনে কংগ্রেসের হাত রয়েছে ৷ বিশেষ করে ভূপেন্দ্র হুডা, দীপেন্দ্র হুডা, প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধি ৷ আজ সেটা প্রমাণিত সত্য়ি ৷"

প্রাক্তন কুস্তি ফেডারেশনের সভাপতি হরিয়ানার মানুষের উদ্দেশে আরও জানান, নারীদের সম্মানের স্বার্থে কখনোই নয় বরং রাজনৈতিক স্বার্থে কংগ্রেসে এবং তার নেতারা কুস্তিগীরদের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ কংগ্রেস রাজনৈতির স্বার্থ চরিতার্থ করতে কুস্তিগীরদের সম্মান এবং আবেগকে কাজে লাগিয়েছিল বলেও তোপ দাগেন ব্রিজভূষণ ৷ তিনি বলেন, "আন্দোলনের চিত্রনাট্য লেখা হয়েছিল কংগ্রেসের তরফে ৷"

এখানেই শেষ নয় ৷ প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য ভিনেশ অসৎ উপায় অবলম্বন করেছিলেন বলেও জানিয়েছেন ব্রিজভূষণ ৷ 53 কেজি ক্যাটেগরিতে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর একইদিনে 50 কেজি ক্যাটেগরিতে অংশ নিয়েছিলেন বলে জানান তিনি ৷ এর ফলে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং'য়ের নিয়ম অমান্য করেছিলেন বলে জানান কাইসারগঞ্জের প্রাক্তন বিজেপি সাংসদ ৷

গোন্ডা (উত্তরপ্রদেশ), 7 সেপ্টেম্বর: হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা কেন্দ্র থেকে লড়বেন ভিনেশ ফোগত ৷ শুক্রবার তারকা কুস্তিগীরের দলে যোগদানের পরই ভিনেশের নির্বাচনী কেন্দ্র নিশ্চিত করা হয়েছে কংগ্রেসের তরফে ৷ এরপরই ফোঁস করে উঠলেন ব্রিজভূষণ শরণ সিং ৷ ভিনেশ ফোগতের হরিয়ানার নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি জানালেন, কংগ্রেসের ষড়যন্ত্র প্রকাশ্যে চলে এল ৷ এরজন্য কংগ্রেসকে আফসোস করতে হবে ৷

ব্রিজভূষণ জানালেন এই ষড়যন্ত্রের পিছনে রয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা এবং দীপেন্দ্র হুডা ৷ সাংবাদিকদের ব্রিজভূষণএদিন বলেন, "18 জানুয়ারি, 2023 যখন কুস্তিগীরদের প্রতিবাদ শুরু হয়েছিল সেদিনই আমি বলেছিলাম এর পিছনে কংগ্রেসের হাত রয়েছে ৷ বিশেষ করে ভূপেন্দ্র হুডা, দীপেন্দ্র হুডা, প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধি ৷ আজ সেটা প্রমাণিত সত্য়ি ৷"

প্রাক্তন কুস্তি ফেডারেশনের সভাপতি হরিয়ানার মানুষের উদ্দেশে আরও জানান, নারীদের সম্মানের স্বার্থে কখনোই নয় বরং রাজনৈতিক স্বার্থে কংগ্রেসে এবং তার নেতারা কুস্তিগীরদের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ কংগ্রেস রাজনৈতির স্বার্থ চরিতার্থ করতে কুস্তিগীরদের সম্মান এবং আবেগকে কাজে লাগিয়েছিল বলেও তোপ দাগেন ব্রিজভূষণ ৷ তিনি বলেন, "আন্দোলনের চিত্রনাট্য লেখা হয়েছিল কংগ্রেসের তরফে ৷"

এখানেই শেষ নয় ৷ প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য ভিনেশ অসৎ উপায় অবলম্বন করেছিলেন বলেও জানিয়েছেন ব্রিজভূষণ ৷ 53 কেজি ক্যাটেগরিতে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর একইদিনে 50 কেজি ক্যাটেগরিতে অংশ নিয়েছিলেন বলে জানান তিনি ৷ এর ফলে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং'য়ের নিয়ম অমান্য করেছিলেন বলে জানান কাইসারগঞ্জের প্রাক্তন বিজেপি সাংসদ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.