গোন্ডা (উত্তরপ্রদেশ), 7 সেপ্টেম্বর: হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা কেন্দ্র থেকে লড়বেন ভিনেশ ফোগত ৷ শুক্রবার তারকা কুস্তিগীরের দলে যোগদানের পরই ভিনেশের নির্বাচনী কেন্দ্র নিশ্চিত করা হয়েছে কংগ্রেসের তরফে ৷ এরপরই ফোঁস করে উঠলেন ব্রিজভূষণ শরণ সিং ৷ ভিনেশ ফোগতের হরিয়ানার নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি জানালেন, কংগ্রেসের ষড়যন্ত্র প্রকাশ্যে চলে এল ৷ এরজন্য কংগ্রেসকে আফসোস করতে হবে ৷
ব্রিজভূষণ জানালেন এই ষড়যন্ত্রের পিছনে রয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা এবং দীপেন্দ্র হুডা ৷ সাংবাদিকদের ব্রিজভূষণএদিন বলেন, "18 জানুয়ারি, 2023 যখন কুস্তিগীরদের প্রতিবাদ শুরু হয়েছিল সেদিনই আমি বলেছিলাম এর পিছনে কংগ্রেসের হাত রয়েছে ৷ বিশেষ করে ভূপেন্দ্র হুডা, দীপেন্দ্র হুডা, প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধি ৷ আজ সেটা প্রমাণিত সত্য়ি ৷"
#WATCH | " haryana is the crown of india in the field of sports. and they stopped the wrestling activities for almost 2.5 years. is it not true that bajrang went to the asian games without trials? i want to ask those who are experts in wrestling. i want to ask vinesh phogat… pic.twitter.com/NQvMVS6dPF
— ANI (@ANI) September 7, 2024
প্রাক্তন কুস্তি ফেডারেশনের সভাপতি হরিয়ানার মানুষের উদ্দেশে আরও জানান, নারীদের সম্মানের স্বার্থে কখনোই নয় বরং রাজনৈতিক স্বার্থে কংগ্রেসে এবং তার নেতারা কুস্তিগীরদের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ কংগ্রেস রাজনৈতির স্বার্থ চরিতার্থ করতে কুস্তিগীরদের সম্মান এবং আবেগকে কাজে লাগিয়েছিল বলেও তোপ দাগেন ব্রিজভূষণ ৷ তিনি বলেন, "আন্দোলনের চিত্রনাট্য লেখা হয়েছিল কংগ্রেসের তরফে ৷"
এখানেই শেষ নয় ৷ প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য ভিনেশ অসৎ উপায় অবলম্বন করেছিলেন বলেও জানিয়েছেন ব্রিজভূষণ ৷ 53 কেজি ক্যাটেগরিতে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর একইদিনে 50 কেজি ক্যাটেগরিতে অংশ নিয়েছিলেন বলে জানান তিনি ৷ এর ফলে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং'য়ের নিয়ম অমান্য করেছিলেন বলে জানান কাইসারগঞ্জের প্রাক্তন বিজেপি সাংসদ ৷