নয়াদিল্লি, 8 মে: দু'দশক পেরিয়েও এখনও অক্ষত টেস্ট ক্রিকেটে তাঁর ব্যক্তিগত সর্বাধিক রানের নজির ৷ তবে লাল বলের ক্রিকেটে তাঁর 400 (নট আউট) রানের নজির যদি কেউ ভাঙতে পারে, তাহলে তা যশস্বী জয়সওয়াল ৷ জাতীয় দলের তরুণ তুর্কীকে দরাজ সার্টিফিকেট দিলেন ব্রায়ান চার্লস লারা ৷ 22 বছরের বাঁ-হাতি ওপেনারের কাছে তাঁর নজির নিরাপদ নয় বলেও জানালেন 'ত্রিনিদাদের রাজপুত্র' ৷
আইপিএলের সম্প্রচারকারী সংস্থার আয়োজিত একটি অনুষ্ঠানে সংবাদসংস্থা পিটিআই'কে লারা বলেন, "যদি আমি বলি আমার নজিরগুলো নিরাপদ নয়, তাহলে বলব যশস্বী জয়সওয়ালের ব্যাপক সম্ভাবনা রয়েছে সেই নজিরগুলো ভেঙে দেওয়ার ৷ ইতিমধ্যেই ওর ঝুলিতে জোড়া দ্বিশতরান রয়েছে ৷ এতটাই ভালো যে, মনে হয় আমার নজির ভাঙার রসদ ওর মধ্যে রয়েছে ৷"
রাজস্থান রয়্য়ালস ক্রিকেটারের সঙ্গে চলতি আইপিএলের মাঝে তাঁর একটি সাক্ষাতের বিষয়েও কথা বলেন লারা ৷ 34টি টেস্ট শতরানের মালিক বলেন, "ওর যে বিষয়টা আমার সবচেয়ে ভালোলাগে সেটা হল ও ভীষণ নম্র এবং ওর কাজের প্রতি একাগ্রতা ৷ গত বছর ওর সঙ্গে যখন আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল তখনই ওর সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলাম ৷"
2004 সালের 12 এপ্রিল ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্টিগা টেস্টে 400 রানের ব্যক্তিগত ইনিংসটি খেলেছিলেন লারা ৷ দীর্ঘ 20 বছর পরেও তা অক্ষত রয়েছে ৷ অন্যদিকে, মাত্র 8টি টেস্ট খেলা বছর বাইশের যশস্বীর ঝুলিতে ইতিমধ্যেই চলে এসেছে জোড়া দ্বিশতরান। শতরানের সংখ্যা 3টি ৷ ঘরের মাঠে গত ইংল্যান্ড সিরিজ জয়ে ব্যাট হাতে অন্যতম ভূমিকা নিয়েছিলেন বাঁ-হাতি ওপেনার ৷
আরও পড়ুন: