ETV Bharat / sports

লাস ভেগাসে সাম্বা ঝড়, ভিনি'র জাদুতে বিধ্বস্ত প্যারাগুয়ে; শেষ আটে কলম্বিয়া - Copa America 2024

Brazil vs Paraguay in Copa America: শেষ আটের দিকে একধাপ এগোল ব্রাজিল । অ্যালিজায়েন্ট স্টেডিয়ামে প্যারাগুয়েকে উড়িয়ে দিল পাকুয়েতারা । অন্য ম্যাচে কোস্টারিকাকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল কলম্বিয়া ।

Copa America
ভিনিসিয়াস জুনিয়র, ডাভিনসন সাঞ্চেজ (কোপা আমেরিকা এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 11:38 AM IST

লস ভেগাস, 29 জুন: দ্বিতীয় ম্যাচে ফিরল ব্রাজিলিয়ান আভিজাত্য । প্যারাগুয়েকে 4 গোলে উড়িয়ে দিল 5 বারের বিশ্বচ্যাম্পিয়নরা । প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচেও শুরুটা খুব একটা ভালো হয়নি । লাতিন আমেরিকা সেরা হওয়ার লড়াইয়ে হলুদ-সবুজ জার্সিধারীরা ফর্মে ফিরল 35 মিনিটে । তাতেই এল গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট ।

25টি ফাউল, 5টি হলুদ কার্ড, 1টি লাল কার্ড । 'টিপিক্যাল' কোপা আমেরিকা ম্যাচে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল । কোস্টারিকা ম্যাচের মতোই বারবার ফাইনাল থার্ডে গিয়ে আটকে যাচ্ছিল । শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের কাঁধে চেপে বিপক্ষের গোলমুখ খুলল 9 বারের কোপাজয়ী দল । 35 মিনিটে প্রথম গোল রিয়াল মাদ্রিদ তারকার । 43 মিনিটে গোল করেন স্যাভিও । প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি । প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় ব্রাজিল ।

দ্বিতীয়ার্ধেই শুরুতেই সমতা ফেরায় প্যারাগুয়ে । ওমান অ্যাল্ডিরেটেরা চেপে ধরেছিলেন । আক্রমণ রুখে 65 মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল । গোল করতে ভুল করেননি লুকাস পাকুয়েতা । শেষ পর্যন্ত 4-1 ব্য়বধানে জেতে নেইমার-ক্যাসেমিরোহীন ব্রাজিল । এই জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট পেয়ে দু'নম্বরে রয়েছে জুনিয়ররা । শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ব্রাজিল ।

অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে কলম্বিয়া । কোস্টারিকাকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছে ডাভিনসন সাঞ্চেজরা । দু'ম্যাচে 6 পয়েন্ট পেয়ে শেষ আট নিশ্চিত করেছে 2001 সালের কোপাজয়ীরা ।

লস ভেগাস, 29 জুন: দ্বিতীয় ম্যাচে ফিরল ব্রাজিলিয়ান আভিজাত্য । প্যারাগুয়েকে 4 গোলে উড়িয়ে দিল 5 বারের বিশ্বচ্যাম্পিয়নরা । প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচেও শুরুটা খুব একটা ভালো হয়নি । লাতিন আমেরিকা সেরা হওয়ার লড়াইয়ে হলুদ-সবুজ জার্সিধারীরা ফর্মে ফিরল 35 মিনিটে । তাতেই এল গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট ।

25টি ফাউল, 5টি হলুদ কার্ড, 1টি লাল কার্ড । 'টিপিক্যাল' কোপা আমেরিকা ম্যাচে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল । কোস্টারিকা ম্যাচের মতোই বারবার ফাইনাল থার্ডে গিয়ে আটকে যাচ্ছিল । শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের কাঁধে চেপে বিপক্ষের গোলমুখ খুলল 9 বারের কোপাজয়ী দল । 35 মিনিটে প্রথম গোল রিয়াল মাদ্রিদ তারকার । 43 মিনিটে গোল করেন স্যাভিও । প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি । প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় ব্রাজিল ।

দ্বিতীয়ার্ধেই শুরুতেই সমতা ফেরায় প্যারাগুয়ে । ওমান অ্যাল্ডিরেটেরা চেপে ধরেছিলেন । আক্রমণ রুখে 65 মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল । গোল করতে ভুল করেননি লুকাস পাকুয়েতা । শেষ পর্যন্ত 4-1 ব্য়বধানে জেতে নেইমার-ক্যাসেমিরোহীন ব্রাজিল । এই জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট পেয়ে দু'নম্বরে রয়েছে জুনিয়ররা । শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ব্রাজিল ।

অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে কলম্বিয়া । কোস্টারিকাকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছে ডাভিনসন সাঞ্চেজরা । দু'ম্যাচে 6 পয়েন্ট পেয়ে শেষ আট নিশ্চিত করেছে 2001 সালের কোপাজয়ীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.