ETV Bharat / sports

নরওয়ের প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করে কোয়ার্টারে, লভলিনার পাঞ্চে ফের পদকের আশা - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Lovlina Borgohain Advances to QF: প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লভনিলা বরগোহাইন ৷ মহিলাদের মিডল-ওয়েট বিভাগে আরেকটি ম্য়াচ জিতলেই পদক নিশ্চিত করবেন অসমের বক্সার ৷ গত টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা ৷

Lovlina Borgohain
অ্যাকশনে লভলিনা (AFP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 31, 2024, 4:46 PM IST

Updated : Jul 31, 2024, 5:18 PM IST

প্যারিস, 31 জুলাই: নরওয়ের প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করে প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লভনিলা বরগোহাইন ৷ মহিলাদের 75 কেজি বিভাগে আরেকটি ম্য়াচ জিতলেই পদক নিশ্চিত করবেন অসমের বক্সার ৷ গত টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা ৷ প্যারিসেও তাঁর থেকে পদকের প্রত্যাশা আসমুদ্র হিমাচলের ৷

বুধবার লভলিনার পাঞ্চের সামনে কোনও সুবিধা করে উঠতে পারেননি নরওয়ের সুনিভা হফস্ট্য়াড ৷ আধিপত্য নিয়েই শেষ আটে পৌঁছলেন ভারতীয় বক্সার ৷ বিচারকদের সিদ্ধান্তে 5-0 ব্যবধানে ম্যাচ মুঠোয় পুরে নেন উত্তর-পূর্বের মেয়ে ৷ সবমিলিয়ে পদক থেকে একটা মাত্র জয় দূরে লভলিনা ৷ যদিও কোয়র্টারে ভারতীয় বক্সারের সামনে কঠিন চ্যালেঞ্জ ৷

আগামী 4 অগস্ট প্রতিযোগিতার শেষ আটে লভলিনার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতার শীর্ষ বাছাই লি কিয়ান ৷ চিনের বক্সারের কাছে ফাইনাল হেরে এশিয়ান গেমসে সোনা হাতছাড়া হয়েছিন লভলিনার ৷ লি আবার দু'বারের অলিম্পিক্স পদকজয়ীও বটে ৷ 2016 রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ এবং 2020 টোকিয়োয় রুপো জিতেছিলেন লভলিনার কোয়ার্টারের প্রতিদ্বন্দ্বী ৷ তবে ভারতীয় বক্সারের এদিনের পারফরম্যান্সে আশা রাখতেই পারেন অনুরাগীরা ৷ নরওয়ে প্রতিদ্বন্দ্বীর প্ররোচনার পা না-দিয়ে ক্রমাগত এদিন আক্রমণের রাস্তায় হাঁটেন তিনি ৷ যার ফলও মেলে হাতেনাতে ৷

এর আগে 2020 টোকিয়ো অলিম্পিক্সে দেশকে ব্রোঞ্জ দিয়েছিলেন লভলিনা ৷ যদিও সেবার মিডল-ওয়েট 75 কেজি নয়, বরং 69 কেজি ক্যাটেগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ৷ আপাতত সুশীল কুমার, পিভি সিন্ধু, মনু ভাকেরের নজির ছুঁয়ে দ্বিতীয় অলিম্পিক্সের লক্ষ্যে লভলিনা ৷

প্যারিস, 31 জুলাই: নরওয়ের প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করে প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লভনিলা বরগোহাইন ৷ মহিলাদের 75 কেজি বিভাগে আরেকটি ম্য়াচ জিতলেই পদক নিশ্চিত করবেন অসমের বক্সার ৷ গত টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা ৷ প্যারিসেও তাঁর থেকে পদকের প্রত্যাশা আসমুদ্র হিমাচলের ৷

বুধবার লভলিনার পাঞ্চের সামনে কোনও সুবিধা করে উঠতে পারেননি নরওয়ের সুনিভা হফস্ট্য়াড ৷ আধিপত্য নিয়েই শেষ আটে পৌঁছলেন ভারতীয় বক্সার ৷ বিচারকদের সিদ্ধান্তে 5-0 ব্যবধানে ম্যাচ মুঠোয় পুরে নেন উত্তর-পূর্বের মেয়ে ৷ সবমিলিয়ে পদক থেকে একটা মাত্র জয় দূরে লভলিনা ৷ যদিও কোয়র্টারে ভারতীয় বক্সারের সামনে কঠিন চ্যালেঞ্জ ৷

আগামী 4 অগস্ট প্রতিযোগিতার শেষ আটে লভলিনার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতার শীর্ষ বাছাই লি কিয়ান ৷ চিনের বক্সারের কাছে ফাইনাল হেরে এশিয়ান গেমসে সোনা হাতছাড়া হয়েছিন লভলিনার ৷ লি আবার দু'বারের অলিম্পিক্স পদকজয়ীও বটে ৷ 2016 রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ এবং 2020 টোকিয়োয় রুপো জিতেছিলেন লভলিনার কোয়ার্টারের প্রতিদ্বন্দ্বী ৷ তবে ভারতীয় বক্সারের এদিনের পারফরম্যান্সে আশা রাখতেই পারেন অনুরাগীরা ৷ নরওয়ে প্রতিদ্বন্দ্বীর প্ররোচনার পা না-দিয়ে ক্রমাগত এদিন আক্রমণের রাস্তায় হাঁটেন তিনি ৷ যার ফলও মেলে হাতেনাতে ৷

এর আগে 2020 টোকিয়ো অলিম্পিক্সে দেশকে ব্রোঞ্জ দিয়েছিলেন লভলিনা ৷ যদিও সেবার মিডল-ওয়েট 75 কেজি নয়, বরং 69 কেজি ক্যাটেগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ৷ আপাতত সুশীল কুমার, পিভি সিন্ধু, মনু ভাকেরের নজির ছুঁয়ে দ্বিতীয় অলিম্পিক্সের লক্ষ্যে লভলিনা ৷

Last Updated : Jul 31, 2024, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.