কলকাতা, 8 অগস্ট: বর্তমানের সাফল্যে গর্বিত প্রাক্তনী ৷ পিআর শ্রীজেশকে অবসর নিতে বারণ করছেন ভরত ছেত্রী ৷ ভারতীয় হকি দলের প্রাক্তন গোলরক্ষক প্যারিসে ব্রোঞ্জ জয়ে উচ্ছ্বসিত ৷ তাঁর মতে, বর্তমান দলটি তারুণ্য এবং অভিজ্ঞতায় গড়া ৷ এই অবস্থায় ভারতীয় দলকে ভবিষ্যতের লক্ষ্যে গড়ে তোলার জন্য অধিনায়ক হরমনপ্রীত সিং এবং গোলরক্ষক পিআর শ্রীজেশের দলের সঙ্গে থাকা জরুরি ।
ভরত বলেন, “শ্রীজেশ আমাকে বলেছিল, প্যারিস অলিম্পিকের পরে অবসর নেবে ৷ আমি ওর এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই । গোলরক্ষকরা মধ্য তিরিশেই পরিণত হয় ৷ গোলরক্ষকের ফিটনেস ও রিফ্লেক্স ঠিক থাকলেই হয় ৷ শ্রীজেশের সেটা আছে ৷ সামনে বেশ কয়েকটি প্রতিযোগিতা ৷ সেখানে শ্রীজেশের উপস্থিতি দলের তরুণ প্রজন্মকে শুধু উদ্বুদ্ধ করবেই না, তরুণ গোলরক্ষকদের গড়ে তোলার কাজটা করতে পারবে ৷”
টোকিয়োর পরে প্যারিসেও ব্রোঞ্জ পদক । প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, অলিম্পিকে ব্রোঞ্জ জয় কম কৃতিত্বের নয় । ভরত বলেন, ‘‘জার্মানির বিরুদ্ধে আমরা শেষ মুহূর্তে গোল নষ্ট না-করলে হয়তো ফাইনালে খেলতাম । স্পেন বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামকে হারিয়েছিল । আমরা তাদের হারালাম । কোনওভাবেই কৃতিত্ব খাটো করা যাবে না ৷” প্রায় একই সঙ্গে যোগ করলেন, “একসময় অলিম্পিক দূরে থাক, আমরা এশিয়ান গেমসে পদক জিততে পারছিলাম না ৷ এখন পরিস্থিতি বদলেছে ৷ অলিম্পিক্সে পরপর দু’বার পদক এল ৷ ব্রোঞ্জ হলেও এল । ফলে খেলাটি নিয়ে আগ্রহ বাড়বে ৷ তরুণ প্রজন্ম উৎসাহী হবে । সামগ্রিকভাবে ভারতীয় হকির উন্নতি হবে ৷ তাই এই জয় ভারতীয় হকির জন্য ঐতিহাসিক ।”