ETV Bharat / sports

পঞ্জাবের অলিম্পিক পদকজয়ী হকি খেলোয়াড়দের 1 কোটির আর্থিক পুরস্কার ঘোষণা - Award for Olympic Hockey Players

author img

By ANI

Published : Aug 11, 2024, 5:55 PM IST

Award for Olympic Hockey Players: পঞ্জাব রাজ্য থেকে আসা ভারতীয় হকি দলের সদস্যদের জন্য পুরস্কার ঘোষণা করা হল ৷ আম আদমি পার্টির সরকারের তরফে মন্ত্রী হরভজন সিং এমনটাই জানিয়েছেন সংবাদসংস্থা এএনআই-কে ৷ শীঘ্রই একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই পুরস্কার তুলে দেওয়া হবে পদকজয়ী দলের সদস্যদের হাতে ৷

Award for Olympic Hockey Players
পঞ্জাবের অলিম্পিক পদকজয়ী খেলোয়াড়দের 1 কোটির আর্থিক পুরস্কার ৷ (ছবি- ফাইল চিত্র ও এএনআই)

অমৃতসর, 11 অগস্ট: ভারতীয় হকি দলে পঞ্জাব থেকে খেলা প্রত্যেক সদস্যকে 1 কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে ৷ পঞ্জাব সরকারের তরফে সেখানকার মন্ত্রী হরভজন সিং এই খবর জানিয়েছেন ৷ সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের যে সকল সদস্য পঞ্জাব থেকে ছিলেন, তাঁদের এই পুরস্কার দেওয়া হবে ৷

উল্লেখ্য, গত 52 বছরে প্রথমবার পরপর দু’টি অলিম্পিকে ভারতীয় হকি দল পদক জিতে ফিরেছে ৷ 2020 টোকিয়ো অলিম্পিকসের পর, 2024 প্যারিস অলিম্পিকস ৷ ভারতীয় খেলোয়াড়দের সাফল্যকে উদযাপন করতেই, এই ঘোষণা বলে জানিয়েছেন ভগবত মান সিংয়ের মন্ত্রিসভার সদস্য ৷ উল্লেখ্য, ব্রোঞ্জ জয়ের ম্যাচে অধিনায়ক হরনপ্রীত সিংয়ের সৌজন্যে ভারত 2-1 গোলে স্পেনকে হারিয়েছে ৷ ভারতীয় দলের এই সাফল্যের জন্য হকি ইন্ডিয়া প্রত্যেক খেলোয়াড়রকে 15 লক্ষ টাকা এবং সাপোর্ট স্টাফদের সাড়ে সাত লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছে ৷

এবার পঞ্জাব সরকার তাদের রাজ্য থেকে যে সকল খেলোয়াড় অলিম্পিকের মঞ্চে সফল হয়েছেন, তাদের সম্মানিত করবে ৷ এনিয়ে পঞ্জাবের আপ সরকারের মন্ত্রী হরভজন সিং বলেন, "আমরা খুব খুশি অলিম্পিকে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জিতেছে ৷ পঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, পঞ্জাব থেকে ভারতীয় দলে থাকা প্রত্যেক খেলোয়াড়কে 1 কোটি টাকা আর্থিক পুরস্কার দেবে ৷ আমরা আশাবাদী, আগামী অলিম্পিকসে ভারতীয় হকি দল সোনা জিতবে ৷"

এনিয়ে পঞ্জাবের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং বলেন, "ভারতীয় হকি দল অলিম্পিকে পদক জিতেছে, এটা সত্যিই খুব গর্বের বিষয় ৷ সেখানে অধিকাংশ খেলোয়াড় পঞ্জাবের ৷ দল খুব ভালো খেলেছে ৷ তাই খেলোয়াড়দের আর্থিকভাবে সাহায্য করা খুবই প্রয়োজন ৷ এর ফলে আগামী প্রজন্ম আরও বেশি করে খেলাধূলার প্রতি আগ্রহী হবে ৷" এমনকি পঞ্জাব সরকারের আরেক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল জানিয়েছেন, তাদের সরকার প্রয়োজন মতো সবরকম সাহায্য খেলোয়াড় ও দলকে করবে ৷ যাতে আগামী অলিম্পিকসে ভারতীয় হকি দল সোনা জিতে ফিরতে পারে ৷

অমৃতসর, 11 অগস্ট: ভারতীয় হকি দলে পঞ্জাব থেকে খেলা প্রত্যেক সদস্যকে 1 কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে ৷ পঞ্জাব সরকারের তরফে সেখানকার মন্ত্রী হরভজন সিং এই খবর জানিয়েছেন ৷ সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের যে সকল সদস্য পঞ্জাব থেকে ছিলেন, তাঁদের এই পুরস্কার দেওয়া হবে ৷

উল্লেখ্য, গত 52 বছরে প্রথমবার পরপর দু’টি অলিম্পিকে ভারতীয় হকি দল পদক জিতে ফিরেছে ৷ 2020 টোকিয়ো অলিম্পিকসের পর, 2024 প্যারিস অলিম্পিকস ৷ ভারতীয় খেলোয়াড়দের সাফল্যকে উদযাপন করতেই, এই ঘোষণা বলে জানিয়েছেন ভগবত মান সিংয়ের মন্ত্রিসভার সদস্য ৷ উল্লেখ্য, ব্রোঞ্জ জয়ের ম্যাচে অধিনায়ক হরনপ্রীত সিংয়ের সৌজন্যে ভারত 2-1 গোলে স্পেনকে হারিয়েছে ৷ ভারতীয় দলের এই সাফল্যের জন্য হকি ইন্ডিয়া প্রত্যেক খেলোয়াড়রকে 15 লক্ষ টাকা এবং সাপোর্ট স্টাফদের সাড়ে সাত লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছে ৷

এবার পঞ্জাব সরকার তাদের রাজ্য থেকে যে সকল খেলোয়াড় অলিম্পিকের মঞ্চে সফল হয়েছেন, তাদের সম্মানিত করবে ৷ এনিয়ে পঞ্জাবের আপ সরকারের মন্ত্রী হরভজন সিং বলেন, "আমরা খুব খুশি অলিম্পিকে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জিতেছে ৷ পঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, পঞ্জাব থেকে ভারতীয় দলে থাকা প্রত্যেক খেলোয়াড়কে 1 কোটি টাকা আর্থিক পুরস্কার দেবে ৷ আমরা আশাবাদী, আগামী অলিম্পিকসে ভারতীয় হকি দল সোনা জিতবে ৷"

এনিয়ে পঞ্জাবের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং বলেন, "ভারতীয় হকি দল অলিম্পিকে পদক জিতেছে, এটা সত্যিই খুব গর্বের বিষয় ৷ সেখানে অধিকাংশ খেলোয়াড় পঞ্জাবের ৷ দল খুব ভালো খেলেছে ৷ তাই খেলোয়াড়দের আর্থিকভাবে সাহায্য করা খুবই প্রয়োজন ৷ এর ফলে আগামী প্রজন্ম আরও বেশি করে খেলাধূলার প্রতি আগ্রহী হবে ৷" এমনকি পঞ্জাব সরকারের আরেক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল জানিয়েছেন, তাদের সরকার প্রয়োজন মতো সবরকম সাহায্য খেলোয়াড় ও দলকে করবে ৷ যাতে আগামী অলিম্পিকসে ভারতীয় হকি দল সোনা জিতে ফিরতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.