ETV Bharat / sports

দুরন্ত সুদীপ-ঈশ্বরণ, উত্তরপ্রদেশকে ব্য়াকফুটে ঠেলে রঞ্জিতে অ্যাডভান্টেজ বাংলা - RANJI TROPHY 2024 25

বোলারদের দুরন্ত পারফরম্যান্স সঙ্গে দ্বিতীয় ইনিংসের শুরুতে অনবদ্য দুই ওপেনার ৷ উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির তৃতীয়দিনের শেষে চালকের আসনে বাংলা ৷

ABHIMANYU EASWARAN
অভিমন্যু ঈশ্বরণ (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 13, 2024, 7:53 PM IST

লখনউ, 13 অক্টোবর: ভেসে আসা আশঙ্কার কালো মেঘ সরিয়ে তৃতীয়দিনের শেষে ফের বাংলার রঞ্জি আকাশে ঝলমলে রোদ ৷ উত্তরপ্রদেশকে ব্য়াকফুটে ঠেলে রবিবার রঞ্জির প্রথম ম্য়াচে চালকের আসন ছিনিয়ে নিল বাংলা ৷ মুকেশ কুমার, শাহবাজ আহমেদদের দুরন্ত বোলিং পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসে অনবদ্য ব্যাটিং দুই ওপেনার সুদীপ চট্টোপাধ্যায় ও অভিমন্যু ঈশ্বরণের ৷ প্রথম ইনিংসে লিড নেওয়ার পর তৃতীয়দিনের শেষে সবমিলিয়ে 160 রানে এগিয়ে অনুষ্টুপ মজুমদার অ্যান্ড কোম্পানি ৷

প্রথম ইনিংসে বাংলার 311 রানের জবাবে দ্বিতীয়দিনের শেষে মাত্র তিন উইকেট হারিয়ে 198 রান তুলেছিল উত্তরপ্রদেশ ৷ 90 রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আরিয়ান জুয়েল ৷ তৃতীয়দিন সকালে মাত্র দু'রান যোগ করে মুকেশ কুমারের শিকার হন বিপক্ষ অধিনায়ক ৷ রবিবার 94 রানে উত্তরপ্রদেশের বাকি সাত উইকেটের পতন হয় ৷ নেপথ্যে দুরন্ত মুকেশ কুমার ৷ জুয়েল ছাড়াও দ্বিতীয় সর্বাধিক 73 রান করা সিদ্ধার্থ যাদব, আকাশদীপ নাথ (0) এবং সৌরভ কুমারের (7) উইকেট তুলে নেন জাতীয় দলের পেসার ৷ দ্বিতীয়দিন দু'টি উইকেট নেওয়া শাহবাজ আহমেদ এদিন আরও দু'টি উইকেট নেন ৷

সবমিলিয়ে তৃতীয়দিন বাংলা বোলারদের দুরন্ত কামব্য়াকে প্রথম সেশনেই 292 রানে গুটিয়ে যায় উত্তরপ্রদেশ ৷ 19 রানে লিড নিয়ে বাংলা দ্বিতীয় ইনিংসে ব্য়াটে নামে ৷ বাংলার হয়ে প্রত্যাবর্তনে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো সুদীপ চট্টোপাধ্যায় অর্ধশতরান করলেন দ্বিতীয় ইনিংসে ৷ অন্যদিকে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে বড় রানের পথে এগোচ্ছেন আরেক ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ৷ দিনের শেষে 78 রানে অপরাজিত থেকে ফের অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ঢোকার দাবি জোরালো করলেন প্রাক্তন বঙ্গ অধিনায়ক ৷ মারলেন সাতটি চার ৷

পাঁচটি চারের সাহায্যে সুদীপ চট্টোপাধ্য়ায় দিনের শেষে অপরাজিত 59 রানে ৷ দুই ওপেনারের দাপটে তৃতীয়দিনের শেষে কোনও উইকেট না-হারিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলার রান 141 (36 ওভার) ৷ সবমিলিয়ে 160 রানে এগিয়ে তারা ৷ যা পরিস্থিতি, তাতে ফয়সালার লক্ষ্যে শেষদিন দ্রুত রান তুলে বাংলা ইনিংস ডিক্লেয়ারের পথে হাঁটবে ধরে নেওয়া যায় ৷ শেষমেশ অ্য়াডভান্টেজ বাংলা এই ম্য়াচ কব্জা করতে পারে কি না, সেদিকেই এখন তাকিয়ে অনুরাগীরা ৷

লখনউ, 13 অক্টোবর: ভেসে আসা আশঙ্কার কালো মেঘ সরিয়ে তৃতীয়দিনের শেষে ফের বাংলার রঞ্জি আকাশে ঝলমলে রোদ ৷ উত্তরপ্রদেশকে ব্য়াকফুটে ঠেলে রবিবার রঞ্জির প্রথম ম্য়াচে চালকের আসন ছিনিয়ে নিল বাংলা ৷ মুকেশ কুমার, শাহবাজ আহমেদদের দুরন্ত বোলিং পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসে অনবদ্য ব্যাটিং দুই ওপেনার সুদীপ চট্টোপাধ্যায় ও অভিমন্যু ঈশ্বরণের ৷ প্রথম ইনিংসে লিড নেওয়ার পর তৃতীয়দিনের শেষে সবমিলিয়ে 160 রানে এগিয়ে অনুষ্টুপ মজুমদার অ্যান্ড কোম্পানি ৷

প্রথম ইনিংসে বাংলার 311 রানের জবাবে দ্বিতীয়দিনের শেষে মাত্র তিন উইকেট হারিয়ে 198 রান তুলেছিল উত্তরপ্রদেশ ৷ 90 রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আরিয়ান জুয়েল ৷ তৃতীয়দিন সকালে মাত্র দু'রান যোগ করে মুকেশ কুমারের শিকার হন বিপক্ষ অধিনায়ক ৷ রবিবার 94 রানে উত্তরপ্রদেশের বাকি সাত উইকেটের পতন হয় ৷ নেপথ্যে দুরন্ত মুকেশ কুমার ৷ জুয়েল ছাড়াও দ্বিতীয় সর্বাধিক 73 রান করা সিদ্ধার্থ যাদব, আকাশদীপ নাথ (0) এবং সৌরভ কুমারের (7) উইকেট তুলে নেন জাতীয় দলের পেসার ৷ দ্বিতীয়দিন দু'টি উইকেট নেওয়া শাহবাজ আহমেদ এদিন আরও দু'টি উইকেট নেন ৷

সবমিলিয়ে তৃতীয়দিন বাংলা বোলারদের দুরন্ত কামব্য়াকে প্রথম সেশনেই 292 রানে গুটিয়ে যায় উত্তরপ্রদেশ ৷ 19 রানে লিড নিয়ে বাংলা দ্বিতীয় ইনিংসে ব্য়াটে নামে ৷ বাংলার হয়ে প্রত্যাবর্তনে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো সুদীপ চট্টোপাধ্যায় অর্ধশতরান করলেন দ্বিতীয় ইনিংসে ৷ অন্যদিকে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে বড় রানের পথে এগোচ্ছেন আরেক ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ৷ দিনের শেষে 78 রানে অপরাজিত থেকে ফের অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ঢোকার দাবি জোরালো করলেন প্রাক্তন বঙ্গ অধিনায়ক ৷ মারলেন সাতটি চার ৷

পাঁচটি চারের সাহায্যে সুদীপ চট্টোপাধ্য়ায় দিনের শেষে অপরাজিত 59 রানে ৷ দুই ওপেনারের দাপটে তৃতীয়দিনের শেষে কোনও উইকেট না-হারিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলার রান 141 (36 ওভার) ৷ সবমিলিয়ে 160 রানে এগিয়ে তারা ৷ যা পরিস্থিতি, তাতে ফয়সালার লক্ষ্যে শেষদিন দ্রুত রান তুলে বাংলা ইনিংস ডিক্লেয়ারের পথে হাঁটবে ধরে নেওয়া যায় ৷ শেষমেশ অ্য়াডভান্টেজ বাংলা এই ম্য়াচ কব্জা করতে পারে কি না, সেদিকেই এখন তাকিয়ে অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.