লখনউ, 12 অক্টোবর: শুরুটা ভালো করেও অন্তিম সেশনে খোয়াতে হয়েছিল 6টি উইকেট ৷ ফলত প্রথমদিনের শেষেই খানিকটা চাপে ছিল বাংলা ৷ আর দ্বিতীয়দিন বাংলাকে ব্য়াকফুটে ঠেলে রঞ্জি ট্রফির প্রথম ম্য়াচে চালকের আসনে উত্তরপ্রদেশ ৷ দ্বিতীয়দিন বাকি তিন উইকেটে 42 রান যোগ করে শেষ হয় বাংলার প্রথম ইনিংস ৷ বাংলার 311 রানের জবাবে দ্বিতীয়দিনের শেষে 63.3 ওভারে উত্তরপ্রদেশ তিন উইকেট হারিয়ে 198 রান ৷ ক্রিজে 90 রানে অপরাজিত ওপেনার আরিয়ান জুয়েল ৷
সাত উইকেটে 269 রান নিয়ে দ্বিতীয়দিন খেলা শুরু করে বাংলা ৷ প্রথমদিনের শেষে ক্রিজে 26 রানে অপরাজিত শাহবাজ আহমেজ ফেরেন 44 রানে ৷ সূরজ সিন্ধু জয়সওয়াল ও মহম্মদ কাইফ করেন যথাক্রমে 15 ও 7 রান ৷ মর্নিং সেশনে এদিন বাংলার বাকি তিনটি উইকেটই যায় যশ দয়ালের ঝুলিতে ৷ 311 রানে শেষ হয় বাংলার ইনিংস ৷ জবাবে সারাদিন হাত ঘুরিয়ে বিপক্ষের তিন উইকেট তুললেও উত্তরপ্রদেশ ব্যাটারদের উপর জাঁকিয়ে বসতে পারেনি বাংলার বোলাররা ৷
ওপেনিং জুটি আরিয়ান জুয়েল ও স্বস্তিক চিকারার 83 রানের জুটি শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় হোম টিমকে ৷ চিকারা 41 রানে আউট হলেও দিনের শেষে 90 রানে অপরাজিত অধিনায়ক জুয়েল ৷ প্রিয়ম গর্গ ফেরেন 2 রানে, নীতিশ রানা করেন 32 রান ৷ আরিয়ানের সঙ্গে ক্রিজে 20 রানে অপরাজিত সিদ্ধার্থ যাদব ৷ বাংলার হয়ে দু'টি উইকেট স্পিনার শাহবাজের, একটি উইকেট মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফের ঝুলিতে ৷ দিনের শেষে মাত্র 113 রানে এগিয়ে বাংলা ৷ সবমিলিয়ে বলা যায় চালকের আসনে উত্তরপ্রদেশ ৷
Stumps Day 2: Uttar Pradesh - 198/3 in 63.6 overs (Siddharth Yadav 20 off 44, Aryan Juyal 90 off 195) #UPvBEN #RanjiTrophy #Elite
— BCCI Domestic (@BCCIdomestic) October 12, 2024
একানা স্টেডিয়ামে শুক্রবার শুরুটা দারুণ হয়েছিল বাংলার ৷ সুদীপ চট্টোপাধ্য়ায়ের শতরান ও সুদীপ ঘরামির 90 রানে ভর করে একসময় উত্তরপ্রদেশ বোলারদের উপর জাঁকিয়ে বসেছিল বাংলা ৷ কিন্তু সুদীপ ঘরামি তৃতীয় সেশনে আউট হতেই দ্রুত ছয় উইকেট হারায় অনুষ্টুপ মজুমদার নেতৃত্বাধীন দল ৷ সুদীপ চট্টোপাধ্যায় আউট হন 116 রান করে ৷