ETV Bharat / sports

অভিষেকের লক্ষ্যে আকাশ দীপ, ভারতীয় দলে আবারও একসঙ্গে বাংলার দুই ক্রিকেটার - India vs England

Akash Deep Gets Maiden Test Call up: ভারতীয় টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন বাংলার মিডিয়াম পেসার আকাশ দীপ ৷ আজ জাতীয় নির্বাচক কমিটি চলতি ইংল্যান্ড সিরিজের বাকি তিন ম্যাচের দল ঘোষণা করেছে ৷ সেখানে বাংলার মিডিয়াম পেসারের নাম রাখা হয়েছে ৷ তবে, প্রথম ডাকেই অভিষেক হবে কি না, তা সময় বলবে ৷

Image Courtesy: X
Image Courtesy: X
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 1:49 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামির পর ফের বাংলা দল থেকে দুই ক্রিকেটার একইসঙ্গে ভারতীয় দলের ড্রেসিংরুমে ৷ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের বাকি তিন ম্যাচের জন্য দল ঘোষণা করল নির্বাচক কমিটি ৷ 17 জনের সেই দলে ডাক পেলেন বাংলার মিডিয়াম পেসার আকাশ দীপ ৷

প্রথম দু'টি টেস্টে ইতিমধ্যে ভারত ও ইংল্যান্ড একটি করে ম্যাচ জিতেছে ৷ ফলে বাকি তিনটি টেস্টে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে ৷ সিরিজের বাকি ম্যাচগুলিতেও খেলবেন না বিরাট কোহলি ৷ তবে, রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলকে নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন নির্বাচকরা ৷ দু’জনকে দলে রাখা হলেও, তাঁদের ফিটনেস নিয়ে বোর্ডের মেডিক্যাল টিম সবুজ সংকেত দিলে স্কোয়াডে যোগ দেবেন তাঁরা ৷ অন্যদিকে বোর্ড সূত্রে খবর, শ্রেয়স আইয়ারের পিঠ ও কুঁচকিতে টান ধরায় তিনি বাকি সিরিজে খেলতে পারবেন না ৷

15 ফেব্রুয়ারি রাজকোটে নতুন নামাঙ্করণ হতে চলা নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট ৷ সেই টেস্টের আগে ঘোষিত ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার ক্রিকেটার আকাশ দীপ ৷ এই মুহূর্তে বাংলা দলের হয়ে কেরলে রঞ্জি ট্রফি খেলতে ব্যস্ত আকাশদীপ ৷ বাংলা দলে যোগ দেওয়ার আগে ভারতীয় 'এ' দলের হয়ে খেলছিলেন তিনি ৷ উল্লেখ্য, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময় কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়েছে আকাশ দীপের ৷ তিনি জানিয়েছিলেন, বিরাট ড্রেসিংরুমে খুবই আন্তরিক একজন মানুষ ৷

এবার ভারতীয় টেস্ট দলের ড্রেসিংরুম ৷ যেখানে বাংলা দলের সতীর্থ মুকেশ কুমারকে পাবেন তিনি ৷ সঙ্গে থাকবেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের মতো ক্রিকেটাররা ৷ তাঁর মতে, "যখন আপনি দলের জন্য পারফরম্যান্স করতে পারছেন ৷ তখন যে কোনও ড্রেসিংরুমের পরিবেশ আপনার ভালো লাগবে ৷" ঘরোয়া ক্রিকেট থেকে আর্ন্তজাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে আকাশ দীপ জানিয়েছিলেন, পেসারদের ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বল করতে হয় ৷ সেটা যে পারবে, সেই সফল হবে ৷ তাঁর কথায়, "ঘরোয়া ক্রিকেটে লাইন-লেংথ একটু ওপরে রাখতে হয় ৷ সেখানে আর্ন্তজাতিক ক্রিকেটে তা সামান্য বদল করতে হয় বোলারকে ৷ তাই বোলিংয়ের প্রাথমিক পাঠটা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সাফল্য পাওয়া কঠিন হবে না ৷"

উল্লেখ্য, গতবছর দক্ষিণ আফ্রিকায় দু’ম্যাচের টেস্ট সিরিজে ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে ছিলেন আকাশদীপ ৷ সেই সময় জসপ্রীত বুমরাকে সামনে থেকে দেখেছিলেন ৷ কিছুটা হলেও, শিখেছিলেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম্যান্স করতে হয় ৷ ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে থাকার সময় বুমরার সঙ্গে ক্রিকেট নিয়ে কথাও বলেছিলেন ৷ সেই সময় নির্দিষ্ট লাইন-লেংথে বল করার পরামর্শ বুমরার কাছ থেকে পেয়েছিলেন আকাশদীপ ৷ এবার সুযোগ পেলে সেই পরামর্শ কাজে লাগাতে চান তিনি ৷

আরও পড়ুন:

  1. সিরিজের বাকি তিনটি টেস্টেও বিরাটহীন দল ঘোষণা করল বিসিসিআই
  2. পিঠ ও কুচকিতে টান শ্রেয়সের, সিরিজের বাকি ম্যাচে অনিশ্চিত ভারতীয় ব্যাটার

কলকাতা, 10 ফেব্রুয়ারি: ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামির পর ফের বাংলা দল থেকে দুই ক্রিকেটার একইসঙ্গে ভারতীয় দলের ড্রেসিংরুমে ৷ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের বাকি তিন ম্যাচের জন্য দল ঘোষণা করল নির্বাচক কমিটি ৷ 17 জনের সেই দলে ডাক পেলেন বাংলার মিডিয়াম পেসার আকাশ দীপ ৷

প্রথম দু'টি টেস্টে ইতিমধ্যে ভারত ও ইংল্যান্ড একটি করে ম্যাচ জিতেছে ৷ ফলে বাকি তিনটি টেস্টে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে ৷ সিরিজের বাকি ম্যাচগুলিতেও খেলবেন না বিরাট কোহলি ৷ তবে, রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলকে নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন নির্বাচকরা ৷ দু’জনকে দলে রাখা হলেও, তাঁদের ফিটনেস নিয়ে বোর্ডের মেডিক্যাল টিম সবুজ সংকেত দিলে স্কোয়াডে যোগ দেবেন তাঁরা ৷ অন্যদিকে বোর্ড সূত্রে খবর, শ্রেয়স আইয়ারের পিঠ ও কুঁচকিতে টান ধরায় তিনি বাকি সিরিজে খেলতে পারবেন না ৷

15 ফেব্রুয়ারি রাজকোটে নতুন নামাঙ্করণ হতে চলা নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট ৷ সেই টেস্টের আগে ঘোষিত ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার ক্রিকেটার আকাশ দীপ ৷ এই মুহূর্তে বাংলা দলের হয়ে কেরলে রঞ্জি ট্রফি খেলতে ব্যস্ত আকাশদীপ ৷ বাংলা দলে যোগ দেওয়ার আগে ভারতীয় 'এ' দলের হয়ে খেলছিলেন তিনি ৷ উল্লেখ্য, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময় কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়েছে আকাশ দীপের ৷ তিনি জানিয়েছিলেন, বিরাট ড্রেসিংরুমে খুবই আন্তরিক একজন মানুষ ৷

এবার ভারতীয় টেস্ট দলের ড্রেসিংরুম ৷ যেখানে বাংলা দলের সতীর্থ মুকেশ কুমারকে পাবেন তিনি ৷ সঙ্গে থাকবেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের মতো ক্রিকেটাররা ৷ তাঁর মতে, "যখন আপনি দলের জন্য পারফরম্যান্স করতে পারছেন ৷ তখন যে কোনও ড্রেসিংরুমের পরিবেশ আপনার ভালো লাগবে ৷" ঘরোয়া ক্রিকেট থেকে আর্ন্তজাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে আকাশ দীপ জানিয়েছিলেন, পেসারদের ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বল করতে হয় ৷ সেটা যে পারবে, সেই সফল হবে ৷ তাঁর কথায়, "ঘরোয়া ক্রিকেটে লাইন-লেংথ একটু ওপরে রাখতে হয় ৷ সেখানে আর্ন্তজাতিক ক্রিকেটে তা সামান্য বদল করতে হয় বোলারকে ৷ তাই বোলিংয়ের প্রাথমিক পাঠটা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সাফল্য পাওয়া কঠিন হবে না ৷"

উল্লেখ্য, গতবছর দক্ষিণ আফ্রিকায় দু’ম্যাচের টেস্ট সিরিজে ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে ছিলেন আকাশদীপ ৷ সেই সময় জসপ্রীত বুমরাকে সামনে থেকে দেখেছিলেন ৷ কিছুটা হলেও, শিখেছিলেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম্যান্স করতে হয় ৷ ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে থাকার সময় বুমরার সঙ্গে ক্রিকেট নিয়ে কথাও বলেছিলেন ৷ সেই সময় নির্দিষ্ট লাইন-লেংথে বল করার পরামর্শ বুমরার কাছ থেকে পেয়েছিলেন আকাশদীপ ৷ এবার সুযোগ পেলে সেই পরামর্শ কাজে লাগাতে চান তিনি ৷

আরও পড়ুন:

  1. সিরিজের বাকি তিনটি টেস্টেও বিরাটহীন দল ঘোষণা করল বিসিসিআই
  2. পিঠ ও কুচকিতে টান শ্রেয়সের, সিরিজের বাকি ম্যাচে অনিশ্চিত ভারতীয় ব্যাটার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.