তিরুঅনন্তপুরম, 12 ফেব্রুয়ারি: জলজ সাক্সেনার ঘূর্ণিতে বাংলার ভরাডুবি । তিরুঅনন্তপুরমে কেরলের বিরুদ্ধে 109 রানে পরাজিত মনোজ তিওয়ারির দল । যার ফলে শেষ আটে যাওয়ার আশা এক ম্যাচ বাকি থাকতেই শেষ । কেরলের বিরুদ্ধে 449 রান করতে পারলে জয় পাওয়া সম্ভব হবে এই পরিস্থিতিতে বাংলা থামল 339 রানে । সাড়ে চারশো রানের পাহাড় টপকে জয়ের চ্যালেঞ্জ হাসিল করা মোটেই সহজ নয় । কার্যত অসম্ভব এবং সেটাই হয়েছে । চোট সারিয়ে ফিরে এসে অলরাউন্ডার শাহবাজ আহমেদ লড়লেন । এছাড়াও লড়লেন অভিমন্যু ঈশ্বরন (65), করনলাল (40), মনোজ তিওয়ারি (35)।
কিন্তু এই চার জন ব্যাটারের ব্যাট জয়ের জন্য পর্যাপ্ত ছিল না । শাহবাজ আহমেদ 100 বলে 80 রান করলেন । প্রথম ইনিংসে কেরলের 363 রানের জবাবে বাংলা শেষ হয়েছিল মাত্র 180 রানে । জলজ সাক্সেনা একাই 68 রানে 9 উইকেট নিয়ে বাংলার প্রত্যাঘাতের আশায় বড় ধাক্কা দিয়েছিলেন । দ্বিতীয় ইনিংসে কেরল 6 উইকেটে 256 রান তুলে ডিক্লেয়ার্ড দেয় । ফলে বাংলার সামনে 449 রানের পাহাড় প্রমাণ লক্ষ্য দাঁড়ায় জয়ের জন্য । কিন্তু অভিমন্যু ঈশ্বরন আশা জাগিয়ে শুরু করলেও বাকিরা ব্যর্থ ।
বিশেষ করে অনুষ্টুপ মজুমদারের ব্যর্থতা বাংলার জয়ের অভিযানে বড় খামতির সৃষ্টি করেছিল । যা অভিমন্যু, মনোজ, শাহবাজ, করনলালদের চেষ্টাতেও সামলানো যায়নি । কেরলের জলজ সাক্সেনা প্রথম ইনিংসে 68 রানে 9 উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে 104 রানে 4 উইকেট নেন । দুই ইনিংসে মোট 13 উইকেট নিয়ে ম্যাচের সেরা । চলতি রঞ্জি ট্রফিতে আবহাওয়া যদি সাফল্যের পথে অন্তরায় হয় তাহলে আরও বড় বাধা হয়ে দাড়িয়ে ছিল সুদীপ ঘরামি ৷ বাংলার দুই ওপেনারের ধারাবাহিক ব্যর্থতা ।
একই সঙ্গে বোলিং বিভাগে জ্বলে উঠতে না পারা । বাংলার তরুণ পেসাররা মুকেশ কুমারের অভাব পূরণ করতে পারেননি । এই মুহূর্তে ভারতীয় টেস্ট দল রয়েছেন মুকেশ কুমার ৷ ফলে বাংলার হয়ে এই ম্যাচ খেলতে পারেননি তিনি ৷ অলরাউন্ডার শাহবাজ আহমেদের চোট আরও বড় ধাক্কা । লোয়ার মিডল-অর্ডারে তাঁর ব্যাটিং বিক্রমে লুকিয়ে থাকত জয়ের রহস্য । তিরুঅনন্তপুরমেও কেরলের বিরুদ্ধে তাঁর 80 রান বাংলার দ্বিতীয় ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ।
অসম ম্যাচ ছাড়া কোনও দলের বিরুদ্ধেই সরাসরি জয় আসেনি বাংলার । উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়কে বেকায়দায় পেয়েও তিন পয়েন্ট নিশ্চিত করা যায়নি । বদলে আবহাওয়ার প্রতিকূলতার সামনে পড়ে ড্র করতে হয়েছে । এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মনোজদের । কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, তিনি দলের সঙ্গেই রয়েছেন । পুরো দল গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে । তবে মুম্বই ম্যাচের পরে কেরলের বিরুদ্ধে জ্বলে উঠতে ব্যর্থ । ফলে শেষ ম্যাচে জয় তুলে অন্তত সন্তুষ্ট থাকার চেষ্টা করব । ছয় ম্যাচে 12 পয়েন্ট নিয়ে বাংলা শুক্রবার থেকে ঘরের মাঠে বিহারের বিরুদ্ধে নামবে ।
আরও পড়ুন :