ETV Bharat / sports

শতরানে প্রতিরোধ প্রিয়মের, ঈশ্বরণের সেঞ্চুরিতেও আটকে গেল বাংলা

দ্বিতীয় ইনিংসে অভিমন্যু ঈশ্বরণের শতরান সত্ত্বেও রঞ্জির প্রথম ম্যাচে জয় এল না বাংলার ৷ পালটা শতরানে প্রতিরোধ প্রিয়মের ৷ কত পয়েন্ট পেল বাংলা?

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

ABHIMANYU EASWARAN
অভিমন্যু ঈশ্বরণের ফাইল ছবি (GETTY)

লখনউ, 14 অক্টোবর: অন্তিমদিন সকালে দ্রুত বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপিয়ে ডিক্লেয়ার ঘোষণা করবে বাংলা ৷ প্রত্যাশা ছিল তেমনটাই ৷ আর সেই প্রত্যাশায় সিলমোহর দিয়েই সোমবার মর্নিং সেশনে দ্রুত রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেন বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ৷ দ্বিতীয় ইনিংসে সাত রানের জন্য সুদীপ চট্টোপাধ্য়ায় সেঞ্চুরি মিস করলেও ঝোড়ো ব্য়াটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেন অভিমন্যু ঈশ্বরণ ৷ তবে 6 পয়েন্ট এল না বাংলার ঝুলিতে ৷ 273 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রিয়ম গর্গের শতরানে হার বাঁচল উত্তরপ্রদেশের ৷

তৃতীয়দিনের শেষে 59 রানে অপরাজিত ছিলেন সুদীপ ৷ অন্যদিকে ঈশ্বরণ অপরাজিত ছিলেন 78 রানে ৷ সুদীপ 93 রানে আউট হলেও টলানো যায়নি ঈশ্বরণকে ৷ মরশুমের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করে 127 রানে অপরাজিত থেকে যান প্রাক্তন অধিনায়ক ৷ অপরাজিত শতরানে ঈশ্বরণের জাতীয় দলে প্রবেশের দাবি যে আরও জোরালো হল, তা বলার অপেক্ষা রাখে না ৷ বঙ্গ ওপেনারের দুরন্ত ইনিংস সাজানো ছিল 12টি বাউন্ডারিতে ৷ গতকালের শেষে বাংলার 141 রানের অবিভক্ত জুটি ভাঙে 212 রান তুলে ৷

60.5 ওভারে তিন উইকেটে 254 রান তোলার পর দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ৷ মধ্য়াহ্নভোজের বিরতির আগে 273 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটে নামে উত্তরপ্রদেশ ৷ চা-বিরতির আগে উত্তরপ্রদেশ ব্যাটিং অর্ডারে ধস নামান মুকেশ কুমার ও মহম্মদ কাইফ ৷ চার উইকেটে 82 রান তুলে দ্বিতীয় সেশন শেষ করে উত্তরপ্রদেশ ৷

অন্তিম সেশনে উত্তরপ্রদেশের পক্ষে 192 রান তোলা একপ্রকার অসম্ভব মনে হলেও বাংলার দরকার ছিল ছ'টি উইকেট ৷ প্রথম ইনিংসের পারফরম্যান্সের পর মুকেশ, শাহবাজদের নিয়ে আশার জাল বুনেছিলেন বাংলার সমর্থকরা ৷ কিন্তু মাটি আঁকড়ে থেকে তাদের সেই আশায় জল ঢেলে দেন প্রিয়ম গর্গ ৷ শতরান পূর্ণ করে 105 রানে অপরাজিত থেকে যান অনূর্ধ্ব-19 জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৷ অন্তিম সেশনে মাত্র দু'টি উইকেট তুলতেই সমর্থ হয় বাংলা ৷ 51 ওভারে 6 উইকেটে উত্তরপ্রদেশ 162 রান তোলার পর করমর্দন সেরে নেন দু'দলের ক্রিকেটাররা ৷ ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে 19 রানে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট বাংলার ঝুলিতে ৷ এক পয়েন্ট পেল উত্তরপ্রদেশ ৷

লখনউ, 14 অক্টোবর: অন্তিমদিন সকালে দ্রুত বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপিয়ে ডিক্লেয়ার ঘোষণা করবে বাংলা ৷ প্রত্যাশা ছিল তেমনটাই ৷ আর সেই প্রত্যাশায় সিলমোহর দিয়েই সোমবার মর্নিং সেশনে দ্রুত রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেন বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ৷ দ্বিতীয় ইনিংসে সাত রানের জন্য সুদীপ চট্টোপাধ্য়ায় সেঞ্চুরি মিস করলেও ঝোড়ো ব্য়াটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেন অভিমন্যু ঈশ্বরণ ৷ তবে 6 পয়েন্ট এল না বাংলার ঝুলিতে ৷ 273 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রিয়ম গর্গের শতরানে হার বাঁচল উত্তরপ্রদেশের ৷

তৃতীয়দিনের শেষে 59 রানে অপরাজিত ছিলেন সুদীপ ৷ অন্যদিকে ঈশ্বরণ অপরাজিত ছিলেন 78 রানে ৷ সুদীপ 93 রানে আউট হলেও টলানো যায়নি ঈশ্বরণকে ৷ মরশুমের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করে 127 রানে অপরাজিত থেকে যান প্রাক্তন অধিনায়ক ৷ অপরাজিত শতরানে ঈশ্বরণের জাতীয় দলে প্রবেশের দাবি যে আরও জোরালো হল, তা বলার অপেক্ষা রাখে না ৷ বঙ্গ ওপেনারের দুরন্ত ইনিংস সাজানো ছিল 12টি বাউন্ডারিতে ৷ গতকালের শেষে বাংলার 141 রানের অবিভক্ত জুটি ভাঙে 212 রান তুলে ৷

60.5 ওভারে তিন উইকেটে 254 রান তোলার পর দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ৷ মধ্য়াহ্নভোজের বিরতির আগে 273 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটে নামে উত্তরপ্রদেশ ৷ চা-বিরতির আগে উত্তরপ্রদেশ ব্যাটিং অর্ডারে ধস নামান মুকেশ কুমার ও মহম্মদ কাইফ ৷ চার উইকেটে 82 রান তুলে দ্বিতীয় সেশন শেষ করে উত্তরপ্রদেশ ৷

অন্তিম সেশনে উত্তরপ্রদেশের পক্ষে 192 রান তোলা একপ্রকার অসম্ভব মনে হলেও বাংলার দরকার ছিল ছ'টি উইকেট ৷ প্রথম ইনিংসের পারফরম্যান্সের পর মুকেশ, শাহবাজদের নিয়ে আশার জাল বুনেছিলেন বাংলার সমর্থকরা ৷ কিন্তু মাটি আঁকড়ে থেকে তাদের সেই আশায় জল ঢেলে দেন প্রিয়ম গর্গ ৷ শতরান পূর্ণ করে 105 রানে অপরাজিত থেকে যান অনূর্ধ্ব-19 জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৷ অন্তিম সেশনে মাত্র দু'টি উইকেট তুলতেই সমর্থ হয় বাংলা ৷ 51 ওভারে 6 উইকেটে উত্তরপ্রদেশ 162 রান তোলার পর করমর্দন সেরে নেন দু'দলের ক্রিকেটাররা ৷ ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে 19 রানে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট বাংলার ঝুলিতে ৷ এক পয়েন্ট পেল উত্তরপ্রদেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.