কলকাতা, 1 অক্টোবর: বাঙালি ক্রিকেটারের অকাল মৃত্যু ! মাঠে খেলতে গিয়ে মৃত্যু নয় । বাড়িতেই মারা গিয়েছেন উঠতি ক্রিকেটার । আসিফ হোসেন, কলকাতা ময়দানের ক্রিকেট বৃত্তে এক পরিচিত নাম । সেই পরিচিত মুখের অকাল বিদায় ।
জানা গিয়েছে, মাথায় আঘাত পেয়ে মারা গিয়েছেন বাংলার তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার আসিফ । সোমবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান 28 বছরের এই ক্রিকেটার । বাংলার বিভিন্ন বয়স ভিত্তিক দলের হয়ে খেলেছিলেন । বেঙ্গল প্রো টি-20 লিগে একটি ম্যাচে 99 রান করেন । চলতি বছর ক্লাব ক্রিকেটে স্পোর্টিং ইউনিয়নে সই করেন ।
আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । আসিফের অকালপ্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে ময়দানের ক্লাব ক্রিকেটে । সকলেই হতবাক আসিফের আকস্মিক মৃত্যুতে । রাজ্য দলের হয়ে না-খেললেও ক্লাব ক্রিকেটে পরিচিত নাম ছিল আসিফ ।
28 বছরের তরুণের এইভাবে অকস্মাৎ মৃত্যু কেউ মানতে পারছেন না । এর আগে ক্রিকেটার অঙ্কিত কেশরীর মৃত্যু দেখেছিল ময়দান । তা নিয়ে কম জলঘোলা হয়নি । ক্লাব ক্রিকেটের পরিকাঠামোগত দুর্বলতার দিকে আঙুল উঠেছিল সেসময় । ওই ঘটনার পর সিএবি পরিকাঠামোগত দুর্বলতা শোধরানোরও চেষ্টা করেছিল । সেই ঘটনার রেশ এখনও কাটেনি ৷ তারমধ্যেই আরেক তরুণ ক্রিকেটারের মৃত্যু । বাড়িতে দুর্ঘটনায় মারা গেলেও আসিফের মৃত্যুতেও রহস্য বাড়ছে ৷ কীভাবে পড়ে গিয়েছিল এবং তা থেকে কীভাবে মাথায় প্রাণঘাতী আঘাত লাগল, তা এখনও অজানা ৷