ETV Bharat / sports

হার্দিক নয়, টি-20তে আস্থা সূর্যর নেতৃত্বে; শ্রীলঙ্কা সফরের দলঘোষণা ভারতের - INDIA TOUR OF SRI LANKA - INDIA TOUR OF SRI LANKA

Indian Squad Announced for Sri Lanka Tour: হার্দিক পান্ডিয়া নয়, সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কায় টি-20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ বুধবার দ্বীপরাষ্ট্র সফরের জন্য ঘোষিত হল ভারতীয় দল ৷ ওডিআই'তে যদিও নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 11:01 PM IST

মুম্বই, 18 জুলাই: সদ্য টি-20 বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সহঅধিনায়কত্বের দায়িত্ব সসম্মানের সঙ্গেই সামলিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল দুরন্ত ৷ রোহিত শর্মা অবসর ঘোষণার পর তাই মনে করা হয়েছিল পাকাপাকিভাবে পান্ডিয়ার হাতের উঠবে জাতীয় টি-20 দলের অধিনায়কত্ব ৷

কিন্তু আসন্ন শ্রীলঙ্কা সফরে হার্দিক পান্ডিয়া নয়, বরং সূর্যকুমার যাদবের নেতৃত্বে আস্থা রাখল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ৷ বৃহস্পতিবার চলতি মাসের শেষদিকে শুরু হতে চলা শ্রীলঙ্কা সফরের টি-20 এবং ওডিআই দল ঘোষণা করল বিসিসিআই ৷ সেখানে কুড়ি-বিশের অধিনায়ক হিসেবে ঘোষিত হল 'স্কাই'য়ের নাম ৷ ওডিআই'তে অবশ্য নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷

জোড়া ফরম্যাটেই সহঅধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শুভমন গিল ৷ তবে সূর্যকে নয়া অধিনায়ক হিসেবে যে বেছে নেওয়া হতে পারে, এমন সম্ভাবনার কথা বুধবারই জানিয়েছিল ইটিভি ভারত ৷ সেখানে বলা হয়েছিল, অধিনায়ক হিসেবে সূর্যকুমারই গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ৷ সেক্ষেত্রে 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত তাঁকেই অধিনায়ক করা হতে পারে ৷ সেই খবরেই সিলমোহর পড়ল এদিন ৷

উল্লেখযোগ্যভাবে, দ্বীপরাষ্ট্র সফরে ওডিআই দলে জায়গা করে নিয়েছেন 2024 আইপিএলে নাইট বোলিং সেনসেশন হর্ষিত রানা ৷ এছাড়া ওডিআই দলে প্রথমবার ডাক পেলেন রিয়ান পরাগও ৷ এর আগে জিম্বাবোয়ে সফরে টি-20তে মেডেন কল-আপ ছিল তাঁর ৷ যদিও সেই সফরে খেলেছিল ভারতের 'বি' টিম ৷

একনজরে টি-20 দল: সূর্যকুমার (অধিনায়ক), শুভমন (সহ অধিনায়ক), যশস্বী, রিঙ্কু, রিয়ান, ঋষভ, সঞ্জু, হার্দিক, শিবম, অক্ষর, ওয়াশিংটন, বিষ্ণোই, আর্শদীপ, খলিল, সিরাজ ৷

একনজরে ওডিআই দল: রোহিত, (অধিনায়ক), শুভমন (সহ অধিনায়ক), কোহলি, রাহুল, ঋষভ, শ্রেয়স, শিবম, কুলদীপ, সিরাজ, ওয়াশিংটন, আর্শদীপ, রিয়ান, অক্ষর, খলিল, হর্ষিত ৷

মুম্বই, 18 জুলাই: সদ্য টি-20 বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সহঅধিনায়কত্বের দায়িত্ব সসম্মানের সঙ্গেই সামলিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল দুরন্ত ৷ রোহিত শর্মা অবসর ঘোষণার পর তাই মনে করা হয়েছিল পাকাপাকিভাবে পান্ডিয়ার হাতের উঠবে জাতীয় টি-20 দলের অধিনায়কত্ব ৷

কিন্তু আসন্ন শ্রীলঙ্কা সফরে হার্দিক পান্ডিয়া নয়, বরং সূর্যকুমার যাদবের নেতৃত্বে আস্থা রাখল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ৷ বৃহস্পতিবার চলতি মাসের শেষদিকে শুরু হতে চলা শ্রীলঙ্কা সফরের টি-20 এবং ওডিআই দল ঘোষণা করল বিসিসিআই ৷ সেখানে কুড়ি-বিশের অধিনায়ক হিসেবে ঘোষিত হল 'স্কাই'য়ের নাম ৷ ওডিআই'তে অবশ্য নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷

জোড়া ফরম্যাটেই সহঅধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শুভমন গিল ৷ তবে সূর্যকে নয়া অধিনায়ক হিসেবে যে বেছে নেওয়া হতে পারে, এমন সম্ভাবনার কথা বুধবারই জানিয়েছিল ইটিভি ভারত ৷ সেখানে বলা হয়েছিল, অধিনায়ক হিসেবে সূর্যকুমারই গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ৷ সেক্ষেত্রে 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত তাঁকেই অধিনায়ক করা হতে পারে ৷ সেই খবরেই সিলমোহর পড়ল এদিন ৷

উল্লেখযোগ্যভাবে, দ্বীপরাষ্ট্র সফরে ওডিআই দলে জায়গা করে নিয়েছেন 2024 আইপিএলে নাইট বোলিং সেনসেশন হর্ষিত রানা ৷ এছাড়া ওডিআই দলে প্রথমবার ডাক পেলেন রিয়ান পরাগও ৷ এর আগে জিম্বাবোয়ে সফরে টি-20তে মেডেন কল-আপ ছিল তাঁর ৷ যদিও সেই সফরে খেলেছিল ভারতের 'বি' টিম ৷

একনজরে টি-20 দল: সূর্যকুমার (অধিনায়ক), শুভমন (সহ অধিনায়ক), যশস্বী, রিঙ্কু, রিয়ান, ঋষভ, সঞ্জু, হার্দিক, শিবম, অক্ষর, ওয়াশিংটন, বিষ্ণোই, আর্শদীপ, খলিল, সিরাজ ৷

একনজরে ওডিআই দল: রোহিত, (অধিনায়ক), শুভমন (সহ অধিনায়ক), কোহলি, রাহুল, ঋষভ, শ্রেয়স, শিবম, কুলদীপ, সিরাজ, ওয়াশিংটন, আর্শদীপ, রিয়ান, অক্ষর, খলিল, হর্ষিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.