ঢাকা, 15 অক্টোবর: পাকিস্তানকে তাঁদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করে ফেরার পর বাংলাদেশকে নিয়ে অনুরাগীদের প্রত্যাশা ছিল গগনচুম্বী ৷ ভারত সফরে বাংলাদেশের ভালো ফলের আশায় ছিলেন তাঁরা ৷ কিন্তু অনুরাগীদের নিরাশ করে ভারত সফরে এসে প্রথমে টেস্ট ও পরবর্তীতে টি-20 সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে 'টাইগার'দের ৷ আর ভারত সফরের পর দেশে ফিরতেই বরখাস্ত হলেন কোচ চণ্ডিকা হাতুরুসিঙ্ঘে ৷
তবে ভারত সফরে ক্লিন স্যুইপের কারণে নয়, শ্রীলঙ্কাজাত কোচকে বরখাস্ত করা হয়েছে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৷ প্রাথমিকভাবে হাতুরুসিঙ্ঘেকে 48 ঘণ্টার জন্য সাসপেন্ড করা হলেও সেই সময়কালের পর তাঁকে তড়িঘড়ি পদ থেকে ছাঁটাই করা হবে ৷ একইসঙ্গে নিয়ম মেনে হাতুরুসিঙ্ঘেকে শো-কজ নোটিশও ধরানো হবে ৷ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন ফিল সিমন্স ৷
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুখ আহমেদ জানিয়েছেন, হাতুরুসিঙ্ঘের বিরুদ্ধে দু'ধরনের অভিযোগ রয়েছে ৷ দলের এক ক্রিকেটারকে শারীরিক হেনস্তা করার পাশাপাশি শ্রীলঙ্কাজাত কোচের বিরুদ্ধে চুক্তির শর্ত ভেঙে প্রচুর ছুটি নেওয়ার অভিযোগ রয়েছে ৷ গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের কোচের পদে দ্বিতীয়বারের জন্য প্রত্য়াবর্তন ঘটে হাতুরুসিঙ্ঘের ৷ তবে অগস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেই ফারুখ আহমেদ জানিয়ে দিয়েছিলেন হাতুরুসিঙ্ঘেকে দায়িত্ব থেকে সরাবেন তিনি ৷
Pictures from the Bangladesh test team's practice session ahead of their series against South Africa at the SBNCS in Mirpur.#BCB | #Cricket | #BANvSA pic.twitter.com/bbqrCQPNgx
— Bangladesh Cricket (@BCBtigers) October 15, 2024
যদিও শ্রীলঙ্কাজাত কোচের অধীনে বাংলাদেশের পারফরম্যান্স খুব ভালো ছিল না ৷ গত বছর ওডিআই এবং চলতি বছর টি-20 বিশ্বকাপে হতশ্রী পারফর্ম করে টাইগাররা ৷ যদিও পাকিস্তানকে তাদের মাটিতে 2-0 ব্যবধানে হারিয়ে চমক দেয় হাতুরুসিঙ্ঘের বাংলাদেশ ৷ তারপর ভারত সফরে এসে নাস্তানাবুদ হয়ে চাকরি গেল কোচের ৷